ডিজাইনার ট্রেনিং সাইটে বেটা টেস্টার হিসেবে যোগ দিন

যারা দীর্ঘদিন থেকে "ডিজাইনার ট্রেনিং" সাইটের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম যে, সাইটের বেটা ভার্সনের কাজ শেষ হয়েছে। সেসময় সাইটের ঠিকানা আমি জানাইনি। যেহেতু এখনও অনেক কাজ বাকি তাই এই মূহুর্তে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করছি না। তবে সাইটের হোমপেইজ এবং আরো কয়েকটি পৃষ্ঠা ইচ্ছে করলে এখনই ব্রাউজ করতে পারবেন। সাইটের ঠিকানা হচ্ছে - http://designer.webcraftbd.com

লগইন করার পর সাইটের মূল ফিচারগুলো দেখা যাবে। এই মূহুর্তে আমি স্বল্প সংখ্যক ব্যবহারকারীকে সাইটে লগইন করার অনুমতি দিব, যারা সাইটটি পূর্ণরূপ পাবার আগ পর্যন্ত একজন বেটা টেস্টার (Beta Tester) হিসেবে সাইট তৈরিতে আমাকে সাহায্য করবেন। একজন বেটা টেস্টার যেসকল বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন সেগুলো হল -

  • বাংলায় ফটোশপের টিউটোরিয়াল তৈরি
  • বাংলায় ব্লগ লেখা
  • সাইটকে আরো সহবোধ্য করতে আপনার মতামত, পরামর্শ বা সাইটে কোন সমস্যা থাকলে তা জানানো
  • সাইটের মূল একটি ফিচার "নিজেকে যাচাই করুন" অংশের ব্যবহার ইত্যাদি।

প্রথম অবস্থায় ১০০ জনকে সাইটটি ব্যবহারের অনুমতি দেয়া হবে। আপনি আগ্রহী হলে [email protected] এই ঠিকানায় ইমেইল করে আমাকে জানিয়ে দিন আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারবেন। তারপর আপনাকে ইমেইল করে একটি লিংক পাঠিয়ে দেয়া হবে, যাতে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

Designer Training

যারা এই সাইট সম্পর্কে জানেন না, তারা নিচের লিংকগুলো থেকে বিস্তারিত জানতে পারবেন -

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটের ডিজাইনটি মারাত্নক সুন্দর হয়েছে। বিশেষ করে ভিন্ন ভিন্ন থিম আর ভাষার বেপারটা আরো ভাল লেগেছে। আশা করি বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিভা বিকাশে ডিজাইনিং ট্রেইনিং অবদান রাখবে। অতিথি পাঠকদের জন্য এটি উম্মুক্ত করা হবে কিনা তাও জানতে চাই।

    আপনার ভাল লেগেছে খুশি হলাম। অতিথি পাঠকদের জন্য কয়েকমাস মাস পরে উন্মুক্ত করা হবে।

জাকারিয়া ভাই ডিজাইন খুব সুন্দন হয়েছে।ফটোশপে খুব একটা দক্ষ না তবে আশা করি সাইটে এক্সেস পাব।সেই আশায় কিন্তু মেইল করলাম ভাল থাকবেন

🙂
চমৎকার সাইট…!!!

বাংলায় ফটোশপের ভালো একটা টিউটোরিয়াল সাইটের বড় অভাব বোধ করি…
আশা করি এইবার সেই অভাব ঘুচবে!

ধন্যবাদ জাকারিয়া ভাই……

ভায়া মেইল করলাম……

[আপনার ব্লগেও কমেন্টস করেছি…]

দেখবেন…

অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই। অপেক্ষাতে ছিলাম। যাহোক আমি আপনার সাইটে অংশগ্রহণ করতে চাই। বিশেষ করে শিখতে চাই। আমার মাঝে মাঝে কিছু লিখতে চাই। আপনার এই উদ্যোগ আমাকে দারুনভাবে উৎসাহিত করেছে। অনেক ধন্যবাদ

জাকারিয়া ভাই ইন্ভাইটেশন পেয়েছি।কিন্তু আমার সাইটে যদি এইচটিএমএল কোড বাংলা লেখি তাহলে তা বিভিন্ন ধরনের সংখ্যাতে পরিনত হয়।আমি যদি ক লিখি তাহলে তা চারটি সংখ্যাতে রূপান্তরিত হয়।এখন কি করব?প্লিজ ইমেইল করুন [email protected]

Level 0

অনেক ভালো একটা সাইট হবে আশা করছি। ডিজাইন সংগ্রহ এবং নিজে শেখা+করার চেষ্ঠা করি। আশা করছি আপনাদের সাথে যুক্ত হয়ে নিজেকে আরো বিকশিত করতে পারবো।

যারা আমাকে ইমেইল করেছেন, তাদের প্রত্যেককে সাইনআপ করার জন্য লিংক পাঠিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের সহযোগীতায় সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে পারব।