যারা দীর্ঘদিন থেকে "ডিজাইনার ট্রেনিং" সাইটের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম যে, সাইটের বেটা ভার্সনের কাজ শেষ হয়েছে। সেসময় সাইটের ঠিকানা আমি জানাইনি। যেহেতু এখনও অনেক কাজ বাকি তাই এই মূহুর্তে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করছি না। তবে সাইটের হোমপেইজ এবং আরো কয়েকটি পৃষ্ঠা ইচ্ছে করলে এখনই ব্রাউজ করতে পারবেন। সাইটের ঠিকানা হচ্ছে - http://designer.webcraftbd.com
লগইন করার পর সাইটের মূল ফিচারগুলো দেখা যাবে। এই মূহুর্তে আমি স্বল্প সংখ্যক ব্যবহারকারীকে সাইটে লগইন করার অনুমতি দিব, যারা সাইটটি পূর্ণরূপ পাবার আগ পর্যন্ত একজন বেটা টেস্টার (Beta Tester) হিসেবে সাইট তৈরিতে আমাকে সাহায্য করবেন। একজন বেটা টেস্টার যেসকল বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন সেগুলো হল -
প্রথম অবস্থায় ১০০ জনকে সাইটটি ব্যবহারের অনুমতি দেয়া হবে। আপনি আগ্রহী হলে [email protected] এই ঠিকানায় ইমেইল করে আমাকে জানিয়ে দিন আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারবেন। তারপর আপনাকে ইমেইল করে একটি লিংক পাঠিয়ে দেয়া হবে, যাতে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
যারা এই সাইট সম্পর্কে জানেন না, তারা নিচের লিংকগুলো থেকে বিস্তারিত জানতে পারবেন -
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
সাইটের ডিজাইনটি মারাত্নক সুন্দর হয়েছে। বিশেষ করে ভিন্ন ভিন্ন থিম আর ভাষার বেপারটা আরো ভাল লেগেছে। আশা করি বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিভা বিকাশে ডিজাইনিং ট্রেইনিং অবদান রাখবে। অতিথি পাঠকদের জন্য এটি উম্মুক্ত করা হবে কিনা তাও জানতে চাই।