আসসালামালাইকুম।
সবাই কেমন আছেন ?
আশা করি ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
আজ অনেক দিন পর আমি আমার ব্লগস্পট ব্লগের ধারাবাহিকতায় ফিরে আসলাম।
টাইটেল দেখেই অনেকেই হয়তো বুঝতে পারছেন।
আমি ঠিক এই রকম একটি টিউন আগেও করেছিলাম তবে অনেকেই ঔখানে মন্তব্য করেছিল যে কোড কাজ করছেনা।
তাই সবার কথা বিবেচনা করে এবং ফেইসবুকে একজন ফ্রেন্ডের অনেক দিনের অনুরোধের কারনে আজকে টিউনটি করতে বসলাম।
আর হুম এই টিউনটি ১০০% কাজ করবে আমি এই মাত্র নিজে চেষ্টা করে তারপর টিউন করতে বসলাম।
যাই হোক আজ অনেক লেকচারই দিলাম , আসুন তাহলে এবার আমরা শুরু করি।
<script language="javascript"> // ENTER TEXT BELOW. CAN *NOT* INCLUDE NORMAL HTML CODE. var text='Welcome to Techtunes'; var delay=30; // SPEED OF TRAIL var Xoff=-0; // PIXEL COUNT FROM THE LEFT OF THE CURSOR (- VALUES GO TO LEFT) var Yoff=-30; // PIXEL COUNT FROM THE TOP OF THE CURSOR (- VALUES GO UP) var txtw=12; // AMOUNT OF PIXEL SPACE EACH CHARACTER OCCUPIES var beghtml='<font color="#00436e"><b>'; // OPTIONAL HTML CODE THAT EFFECTS WHOLE TEXT STRING SUCH AS FONT COLOR, SIZE, ETC. var endhtml='</b></font>'; // END HTML CODE. MOSTLY USED IF ABOVE SETTING IS USED. //********** NO NEED TO EDIT BELOW HERE **********\\ ns4 = (navigator.appName.indexOf("Netscape")>=0 && document.layers)? true : false; ie4 = (document.all && !document.getElementById)? true : false; ie5 = (document.all && document.getElementById)? true : false; ns6 = (document.getElementById && navigator.appName.indexOf("Netscape")>=0 )? true: false; var txtA=new Array(); text=text.split(''); var x1=0; var y1=-1000; var t=''; for(i=1;i<=text.length;i++){ t+=(ns4)? '<layer name="txt'+i+'" top="-100" left="0" width="'+txtw+'" height="1">' : '<div id="txt'+i+'" style="position:absolute; top:-100px; left:0px; height:1px; width:'+txtw+'; visibility:visible;">'; t+=beghtml+text[i-1]+endhtml; t+=(ns4)? '</layer>' : '</div>'; } document.write(t); function moveid(id,x,y){ if(ns4)id.moveTo(x,y); else{ id.style.left=x+'px'; id.style.top=y+'px'; }} function animate(evt){ x1=Xoff+((ie4||ie5)?event.clientX+document.body.scrollLeft:evt.pageX); y1=Yoff+((ie4||ie5)?event.clientY+document.body.scrollTop:evt.pageY); } function getidleft(id){ if(ns4)return id.left; else return parseInt(id.style.left); } function getidtop(id){ if(ns4)return id.top; else return parseInt(id.style.top); } function getwindowwidth(){ if(ie4||ie5)return document.body.clientWidth+document.body.scrollLeft; else return window.innerWidth+pageXOffset; } function movetxts(){ for(i=text.length;i>1;i=i-1){ if(getidleft(txtA[i-1])+txtw*2>=getwindowwidth()){ moveid(txtA[i-1],0,-1000); moveid(txtA[i],0,-1000); }else moveid(txtA[i], getidleft(txtA[i-1])+txtw, getidtop(txtA[i-1])); } moveid(txtA[1],x1,y1); } window.onload=function(){ for(i=1;i<=text.length;i++)txtA[i]=(ns4)?document.layers['txt'+i]:(ie4)?document.all['txt'+i]:document.getElementById('txt'+i); if(ns4)document.captureEvents(Event.MOUSEMOVE); document.onmousemove=animate; setInterval('movetxts()',delay); } </script>
আর হ্যাঁ পেইজ সম্পূর্ণ লোড হওয়ার পর লেজ কাজ করবে 😀
ভালো লাগলে কমেন্ট করবেন আর কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ ১০০ টিউনের অপেক্ষায় 😀 আপনাদেরই সাব্বির আলম 😛
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
copy past ta kothao korbo?