আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটাপ দিন সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র একটি সফটওয়্যার দিয়ে

আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন।

আমি আপনাদের আজ একটি মজার জিনিস দেব তাহলে বেশি কথা না বলে কাজের কথাই আসি।

আপনার পিসিতে যদি ওয়ার্ডপ্রেস সেটাপ দিতে চান তাহলে আপনাকে Wamp অথবা Xampp অথবা Mamp server সেটাপ দিতে হবে। যা অনেকের কাছে জটিল মনে হয়। তাই আমি যে সফটওয়্যার টি দেব সেটা দিয়ে আপনি খুব সহজে আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটাপ দিতে পারবেন। প্রথমে এই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। ডাউনলোড হলে সেটি আনজিপ করুন।

এবার সফটওয়্যার টিতে ডাবল ক্লিক করুন

Ok ক্লিক করুন।

Next ক্লিক করুন

Next  ক্লিক করুন

Next  ক্লিক করুন

 এখানে login ঘরের মধ্যে আপনার ইউজার নেম দিন

password ঘরের মধ্যে আপনার password দিন

তারপর অবার password দিন

তারপর next করুন।

Blog name এর জায়গায় আপনার ব্লগ নেম দিন

Hostname এর  জায়গায় localhost লিখুন

next করুন।

 Next  ক্লিক করুন

Next  ক্লিক করুন

 Next  ক্লিক করুন

কিছুক্ষন অপেক্ষা করুন

 এবার finish বাটনে ক্লিক করুন

আপনার কম্পিউটার এ ওয়ার্ডপ্রেস সেটাপ দেয়া শেষ। এবার যে কোন ব্রাউজার ওপেন করে

localhost/wordpress লিখে এন্টার চাপুন দেখুন ওয়ার্ডপ্রেস সেটাপ হয়ে গিয়েছে।

Download link

কোন ভুল হলে ক্ষমা করবেন

Level 0

আমি tareq920। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি চেষ্টা করে ।

Level 0

Nice post! Joomla er jonno a rokom ase kisu? Please janan. 🙂

Level 0

er pore abar joomla er jonno debo

Level 0

er age keo ki a dhoroner post porechen jodi pore thaken bolben

nooooooooooooooo

ভাল টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

খুবই সুন্দর টিপস 😀

Level 0

Very Nice!

আমি এধরনের ব্যাপারে নতুন। তাই একটা প্রশ্ন, আশা করি হাসবেন না। এভাবে ধরা যাক পিসিতে ওয়ার্ডপ্রেস দিলাম। আমার একটা সাইট দেখাল। কিন্তু এতে কি লাভ হচ্ছে??

    মানে বুঝাতে চাচ্ছি এতে তো নেটে আমার সাইট কেউ পাবে না। এই সাইট দিয়ে আমি কি করব?

Level 0

আপনি অফলাইনে ডিজাইন করে আপনার অনলাইন সাইট এ আপলোড করতে পারেন এর জন্য আপনার প্রগাম ফাইল থেকে বিটনামি ওয়ার্ডপ্রেস >apps>wordpess>htdocs>wp-content>theme.এবার দেখুন তারমধ্যে আপনার ডিজাইন করা সব থিম আছে এবার আপনার অনলাইন সাইটের htdocs মধ্যে আপলোড করে দিন।