বন্ধুরা ফটোশপ এক অনন্য নাম ওয়েব ডিজাইনিং এর জগতে। কি করা যায় না এতে, এডিটিং থেকে শুরু করে ডিজাইনিং,সব। আসুন বন্ধুরা, আজ তাই আমরা দেখি কিভাবে একটি বাটন তৈরি করা যায় ফটোশপে।
নিচের মত সেটিং বিশিষ্ট ডকুমেন্ট খুলুন।
নতুন লেয়ার তৈরি করুন।
নিচের মত সিলেকশান তৈরী করে নীল কালার দিয়ে ফিল করুন।
Rounded rectangle tool সিলেক্ট করুন।
নিচের মত সেটিং নির্ধারণ করুন। radius এর মান ৩০ পিক্সেল নির্ধারণ করুন।
ফরগ্রাউন্ড কালার হিসেবে নীল রঙ সিলেক্ট করুন।(#0474fe) এবং নতুন লেয়ার তৈরি করে তাতে নিচের মত শেপ তৈরি করুন। নতুন লেয়ারটি যেনো উপরে থাকে।
এখন নতুন তৈরি হওয়া লেয়ারে উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে rasterize layer সিলেক্ট করি।
ফলে লেয়ারটি একটি সাধারণ লেয়ারে পরিণত হবে। এখন এই লেয়ারের নামের উপর ডাবল ক্লিক করুন ফলে রিনেম ফিল্ড আসবে। রিনেম করে নাম দিন button.
Button লেয়ারটিতে মাউস রেখে রাইট বাটন করে প্রাপ্ত মেনু থেকে blending option সিলেক্ট করুন।
Bevel and emboss এর জন্য নিচের মত মান সেট করুন।
এরপর inner glow
ফলে নিচের মত পাবেন।
নতুন লেয়ার তৈরি করুন এই লেয়ারের উপর এবগ্ন এর নাম দিন dissolve
সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট এর জন্য নিচের মত সেটিং ঠিক করুন।
এবার একটি ক্লিক করুন। ফলে নিচের মত পাবেন
এই লেয়ারের blend mode হিসেবে overlay সিলেক্ট করুন।
ফলে নিচের মত পাবেন।
এখন dissolve লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ctrl চেপে রেখে button লেয়ারের থাম্বনেইলের উপর একটি ক্লিক করুন। ফলে বাটনের চারপাশে সিলেকশান তৈরি হবে। এরপর shift+ctrl+I প্রেস করুন। ফলে বাটনের বাইরের অংশ সিলেক্ট হবে। এ অবস্থায় delete প্রেস করুন। বাইরের অংশ অর্থাৎ বাটনের বাইরে যে সকল সাদা সাদা ব্রাশ এর দাগ ছিল তা ডিলিট হবে। খেয়াল রাখতে হবে যেনো dissolve লেয়ারটি সিলেক্ট থাকে।
এখন button লেয়ারের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন এবং তা যেনো মেইন button লেয়ারের নিচে থাকে।
এই লেয়ারের নিচের মত bevel option এর মান নির্ধারণ করুন।
ফলে নিচের মত পাবেন।
টেক্সট টুল দিয়ে নিচের মত লিখুন
এর জন্য নিচের মত outer glow এর মান নির্ধারণ করুন।
ফলে নিচের মত পাবেন।
চাইলে টেক্সট কালোও করতে পারেন।
ব্যস,তৈরি হয়ে গেলো একটি সাধারণ home বাটন।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মারাত্তক হইছে।