সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২২] :: আপনার ব্লগস্পট ব্লগেই দেখুন ক্রিকেটের লাইভ স্কোর

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

আসসালামালাইকুম।

আশা করি সবাই ভালো আছেন এবং ইংরেজি নববর্ষের প্রথম দিনটি GF এর সাথে ভালই কাটিয়েছেন 😆 , আর আমার ভাই পোড়া কপাল  😥 ।

আজ অনেক দিন পর আমি আমার ধারাবাহিক টিউনের ধারাবাহিকতায় ফিরে আসলাম।

আসলে বেশ কিছু ব্যাক্তিগত সমস্যার কারনে টিউন করতে পারিনি আশা করি এবার থেকে আবার ধারাবাহিক হব।

আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।

আসুন তাহলে আজকের টিউন শুরু করি।

আজ আমি আপনাদের শেয়ার করবো কিভাবে আপনি আপনার ব্লগে লাইভ ক্রিকেট স্কোর গেডজেড যোগ করবেন।

অনেকেই অনেক ভাবে এটি করে থাকে , তবে বেশির ভাগই কোন সাইটে গিয়ে রেজি: করে তারপর HTML কোডটি তার ব্লগে সেট করে।

তবে আমি আপনাদের রেডি করা  কোড দেব যা শুধু আপনার ব্লগের গেডজেডে সেইভ করলেই হবে।

আপনার ব্লগে লাইভ স্কোর গেডজেড যেভাবে যোগ করবেন :

  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করে নিন
  • তারপর Deshboard>> Design >> Add A Gadget এ ক্লিক করুন
  • তারপর নিচের কোড টুকু কপি করে পোস্ট করে সিভ করুন
<script>
 app="<a href="http://www.cricwaves.com/" target="_blank">http://www.cricwaves.com/</a>"; mo="f1"; nt="2"; wi ="w";
 co ="2"; ad="1";
 </script>
 <script type="text/javascript" src="<a href="http://www.cricwaves.com/widgets/script/scoreWidgets.js" target="_blank">http://www.cricwaves.com/<wbr>widgets/script/scoreWidgets.js</wbr></a><wbr>"></script>
  • এবার প্রিভিউ দিয়ে দেখুন ।

ভালো লাগলে কমেন্ট করবেন। আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদের সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান আপনার সব টিউন মনযোগ দিয়ে পড়ি।কিন্তু comment করা হয় না।
আপনি কিন্তু আপনার লেখা চালিয়ে যাবেন।
কারন যারা নতুন ব্লগ বানানো শিখছে তাদের এই ধরনের টিউন খুব কাজে লাগবে।

ভালো হচ্ছে। তবে প্রেজেন্টেশন আরও ভালো করলে মানে ইমেইজ টিমেইজ দিয়া পুরা অস্থির করে ফেলতে হবে… 😛

Level 0

সাব্বির ভাই, ব্লগস্পটে কি কোনভাবে কিওয়ার্ডের ব্যবহর করা যায়? করা গেলে, কিভাবে? জানালে উপকৃত হব। জাজাকাল্লাহ খায়ের।

Level 0

আমি আমার ব্লগ থেকে ক্রিকেট স্কোর জানতে পারবো……….এটাই শিখলাম…….. এই টিউন থেকে…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……

Level 0

ভাই, আপনি লিখেছেন,
“Deshboard>> Design >> Add A Gadget এ ক্লিক করুন”

কিন্তু কোন গ্যাজেট? এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট?

presentation incomplete ……..

Level 0

bay add a gadgets kuja parsi na

ধন্যবাদ কাজে লাগবে।

গেজেট তো যোগ করলাম কিন্তু শো করেনা তো