কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের html এর আরো দুইটা জিনিষ দেখাব।আশা করি সাথে থাকবেন।
***আসুন প্রথমে দেখে নেই কিভাবে সাউন্ড অ্যাড করা যায়।
***প্রথমে কোডিংটুকু দেখে নেই।তারপর ব্যাখ্যায় আসছি।
***notepad ওপেন করুন।তারপর,এই কোডিংটুকু লিখুন।তারপর তা aa.html নামে সেভ করুন।
<html> <head> <title> Html এর মাধ্যমে যেভাবে sound অ্যাড করা যায় </title> </head> <body> <h1> এটা হল সাউন্ড অ্যাড করার একটি উদাহরণ </h1> <a href="brishti.mp3">সাউন্ডটি শুনতে এখানে ক্লিক করুন </a> </body> </html>
***তারপর,আপনি উপরের ফাইল টি একটি ফোল্ডার এ রাখুন।আর,আপনি যেই সাউন্ড/মিউজিকটি শুনাতে চান সেটি একই ফোল্ডার এ রাখুন।
***এবার আসুন ব্যাখ্যায়।আপনারা যদি আমার আগের সবগুলো টিউন দেখেন তাহলে একটি লাইন ছাড়া সবগুলো লাইন বুঝার কথা।যারা আগের টিউনগুলো দেখেন নাই,তারা একটু কষ্ট করে আমার আগের টিউনগুলো দেখে নিন।
***এখানে, a href দিয়ে কি বুঝাচ্ছে আসুন দেখি। a দিয়ে anchor ট্যাগ বুঝায়।এর সাথে যে attribute টি ব্যাবহার করা হয় তা হল href. Href attribute দিয়ে কি বুঝায়? href দিয়ে hyper reference বুঝায়।এই ট্যাগ দিয়ে text বা, image,song,video এর path বলে দেওয়া হয়।
***ধরুন আপনি লিঙ্ক এ একটি music/sound দিতে চাচ্ছেন,এই sound এর নাম হচ্ছে meghla. আর এর format হচ্ছে mp3 ফরম্যাট। তাহলে আপনার কোডিংটুকু হবে এইরকম
<a href="meghla.mp3">আপনি ওয়েব সাইট এ যেই লাইন টি দেখাতে চান সেটি এখানে লিখবেন </a>
***এখানে আমি ফোল্ডার এ যেই মিউজিক বা, সাউন্ড রেখেছি তার নাম হচ্ছে brishti,আর এটির ফরম্যাট ছিল mp3 ।
***এবার,আপনি folder এ ঢুকে যেই ফাইলটি সেভ করেছিলেন।সেটা double click কর এ ওপেন করুন।দেখবেন নিচের মত পেজ ওপেন হবে।
***"তারপর “সাউন্ডটি শুনতে এখানে ক্লিক করুন” এই লেখাতে ক্লিক করুন।দেখবেন sound টি প্লে হয়েছে।
******এবার আসুন আরেকটা বিষয় নিয়ে আলোচোনা করি। কিভাবে আপনি আপনার সাইট এ youtube video অ্যাড করবেন। উপরের লেখাটি বুঝলে এটা বুঝা পানির মত সোজা।
***একটু খেয়াল করে দেখেন একটি জায়গায় অল্পেকটু change আছে।আর বাকি সব জায়গায় same.
<html> <head> <title> Html এর মাধ্যমে যেভাবে youtube video অ্যাড করা যায় </title> </head> <body> <h1> এটা হল youtube video অ্যাড করার একটি উদাহরণ </h1> <a href="http://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8">colaveri di এর video song টা শুনতে এখানে ক্লিক করুন </a> </body> </html>
***পুরো কোডিং এ যেই জায়গায় change আছে সেই জায়গা হচ্ছে <a href="…………………………>
এখানে শুধু ............... জায়গায় আপনার youtube এর ভিডিও এর url/link টি দিয়ে দিন।কেল্লা ফতে। আর বাকি সব কিছুই same.
***এবার এটিকে abc.html নামে সেভ করুন।এবার সেভ করা ফাইলটিকে double click করে ওপেন করুন।দেখবেন,নিছের মত পেজ আসবে।
***এবার,”colaveri di এর video song টা শুনতে এখানে ক্লিক করুন” এই লেখায় ক্লিক করুন।দেখবেন আপনার ইউটিউব ভিডিও টি প্লে হচ্ছে।
আর আপনারা আমার Microsoft powerpoint এর উপর লেখা সবগুলো টিউটোরিয়াল পড়তে চাইলে নিচে ক্লিক করুন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
অনেক দিন পর আপনার টিউটোরিয়াল পেয়ে ভালো লাগছে । খুব ভালো হয়েছে আপু ।