অনেকদিন ধরে টিউন না করার কারণে বাংলা টাইপিং স্পীডের বেহাল দশা। তাই আজকে একসাথেই দুটি টিউন করার সিদ্ধান্ত নিলাম। দুটি আলাদা টিউন নয় বরং একের ভিতরে দুই। আজকে আপনাদের সাথে শেয়ার করব - ১. কিভাবে ব্লগ পোস্টে বা ব্লগের সাইড বারে পছন্দের ছবি দিয়ে Flickr স্লাইড শো তৈরি করা যায় এবং ২. কিভাবে ব্লগে অটো-প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা যায়।
আমি জানি আমার টিউনগুলো টেকটিউনসের অন্যান্য মেধাবী টিউনারদের টিউনের মতে তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং হওয়াটাই অসম্ভব। তারপরও আমি সব সময় টেকটিউনসকে আমার সেরাটাই দিতে চেষ্টা করি; যাতে কেউ হলেও উপকৃত হতে পারে আমার টিউন থেকে। মনে প্রশ্ন জাগে, সত্যিই কি কারো কাজে আসছে নাকি আমি একাই অনর্থক সময় নষ্ট করে টিউনগুলো লিখে যাচ্ছি? তখন কিছুটা হলেও শান্তনা পাই যখন দেখি আমার টিউনগুলো আপনাদের প্রিয় টিউনসে যুক্ত হতে পারছে। শান্তনা পাই এই ভেবে যে, অন্তত পক্ষে কিছু সংখ্যকের হলেও কাজে আসছে আমার টিউনগুলো। আর সেই শান্তনা থেকেই আজকের এই টিউন করা।
ব্লগ পোস্টে স্লাইড শো প্রদর্শন করার বেলায় আমি বলব Flickr -ই হতে পারে আপনার সেরা পছন্দ। কারণ, এর মতো চমৎকার ও বৈশিষ্টপূর্ণ স্লাইডার আপনি অন্য কোথাও খুঁজে পাবেন বলে আমার মনে হয়না। Flickr সম্বন্ধে কমবেশি আমরা সবাই জানি। Flickr হচ্ছে Yahoo! র একটি ফটো শেয়ারিং সাইট। Alexa তে যার অবস্থান বর্তমানে #36.
নিঃসন্দেহে আপনি ব্লগে স্লাইড শো এড করার অনেক উপায় খুঁজে পাবেন। কিন্তু তার প্রত্যেকটির জন্য আপনাকে কোন না কোন অতিরিক্ত কোড আপনার ব্লগে এড করতে হবে। অথচ Flickr এর সাহায্যে কোন প্রকার অতিরিক্ত কোডিং ছাড়াই খুব সহজেই ব্লগে স্লাইড শো এড করা যায়। যদিওবা এই সেবাটি গুগলের পিকাসা ও দিয়ে থাকে। কিন্তু তাদের স্লাইডারটি খুবই সাধারণ বা Flickr এর মতো তেমন সুন্দর নয়। তাহলে আসুন এবার জেনে নেয়া যাক ।
স্লাইড শো টি দেখতে কেমন বা কি রকম কাজ করে ,তার Live Demo দেখুন এইখান থেকে।
কতটুকু বৃঝাতে সক্ষম হয়েছি তা আপনারাই ভাল জানেন। তারপরও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন।
বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ এমন আছে যেখানে প্রবেশ করা মাত্রই একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে ওঠে। এখন সেই জিনিষটি শিখাব আপনাদের।
Live Demo শুনতে চাইলে এখানে ক্লিক করুন।
<embed src="http://justfreemp3.com/flash/playlistplayer.swf" allowscriptaccess="always" allowfullscreen="false"
flashvars="height=0&width=0&file=URL of Music&autostart=true&"/></embed>
এতটুকুই। কেমন লাগল আজকের টিউনটি তা জানাতে কিন্তু ভুলবেন না। কারণ, আপনারা কমেন্ট করলেই বুঝতে পারব যে, আমার টিউনটি আপনাদের ভাল লেগেছে। আর সমস্যা হলে আমি তো আছিই।
আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,আমার ব্লগে গান আপলোড করতে চাই কিন্তু পারিতেছিনা।গান শেয়ার করতে পারছি কিন্তু গানের ফ্লোডার সাজাতে পারছিনা । একটু সাহায্য করবেন কি?