যেভাবে আপনার ব্লগ পোস্টে Flickr স্লাইড শো এড করবেন + যেভাবে আপনার ব্লগে একটি অটো প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন

অনেকদিন ধরে টিউন না করার কারণে বাংলা টাইপিং স্পীডের বেহাল দশা। তাই  আজকে একসাথেই দুটি টিউন করার সিদ্ধান্ত নিলাম। দুটি আলাদা টিউন নয় বরং একের ভিতরে দুই। আজকে আপনাদের সাথে শেয়ার করব - ১. কিভাবে ব্লগ পোস্টে বা ব্লগের সাইড বারে পছন্দের ছবি দিয়ে Flickr স্লাইড শো তৈরি করা যায় এবং ২. কিভাবে ব্লগে অটো-প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা যায়।

আমি জানি আমার টিউনগুলো টেকটিউনসের অন্যান্য মেধাবী টিউনারদের টিউনের মতে তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং হওয়াটাই অসম্ভব। তারপরও আমি সব সময় টেকটিউনসকে আমার সেরাটাই দিতে চেষ্টা করি; যাতে কেউ হলেও উপকৃত হতে পারে আমার টিউন থেকে। মনে প্রশ্ন জাগে, সত্যিই কি কারো কাজে আসছে নাকি আমি একাই অনর্থক সময় নষ্ট করে টিউনগুলো লিখে যাচ্ছি? তখন কিছুটা হলেও শান্তনা পাই যখন দেখি আমার টিউনগুলো আপনাদের প্রিয় টিউনসে যুক্ত হতে পারছে। শান্তনা পাই এই ভেবে যে, অন্তত পক্ষে কিছু সংখ্যকের হলেও কাজে আসছে আমার টিউনগুলো। আর সেই শান্তনা থেকেই আজকের এই টিউন করা।

১. যেভাবে ব্লগ পোস্টে Flickr স্লাইড শো এড করবেন:

ব্লগ পোস্টে স্লাইড শো প্রদর্শন করার বেলায় আমি বলব Flickr -ই হতে পারে আপনার সেরা পছন্দ। কারণ, এর মতো চমৎকার ও বৈশিষ্টপূর্ণ স্লাইডার আপনি অন্য কোথাও খুঁজে পাবেন বলে আমার মনে হয়না। Flickr সম্বন্ধে কমবেশি আমরা সবাই জানি। Flickr হচ্ছে Yahoo! র একটি ফটো শেয়ারিং সাইট। Alexa তে যার অবস্থান বর্তমানে #36.

নিঃসন্দেহে আপনি ব্লগে স্লাইড শো এড করার অনেক উপায় খুঁজে পাবেন। কিন্তু তার প্রত্যেকটির জন্য আপনাকে কোন না কোন অতিরিক্ত কোড আপনার ব্লগে এড করতে হবে। অথচ Flickr এর সাহায্যে কোন প্রকার অতিরিক্ত কোডিং ছাড়াই খুব সহজেই ব্লগে স্লাইড শো এড করা যায়। যদিওবা এই সেবাটি গুগলের পিকাসা ও দিয়ে থাকে। কিন্তু তাদের স্লাইডারটি খুবই সাধারণ বা Flickr এর মতো তেমন সুন্দর নয়। তাহলে আসুন এবার জেনে নেয়া যাক ।

স্লাইড শো টি দেখতে কেমন বা কি রকম কাজ করে ,তার Live Demo দেখুন এইখান থেকে

  • প্রথমে Flickr এ গিয়ে আপনার Yahoo! আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Log in করুন।
  • তারপর আপনার ছবিগুলো Upload করুন।
  • ছবি আপলোড করার সময় অবশ্যই Public এ ক্লিক করুন যাতে সবাই আপনার আপলোডকৃত ছবিগুলো দেখতে পায়। অন্যথায় স্লাইড শো টি আপনার ব্লগে কাজ করবে না । নিচের ছবিটি দেখুন!

  • ছবি আপলোড করা শেষ হলে আপনার সব ছবি উপরের বাম পাশে You >> Your Photostream এ দেখতে পাবেন।

  • এখন আপনাকে অবশ্যই একটি সেট তৈরি করতে হবে। Your Photostream থেকে আপনার যে কোন একটি ছবির উপর ক্লিক করুন। তারপর উপেরর বাম পাশ থেকে Actions >> Add to a set ক্লিক করে একটি সেট তৈরি করে আপনার ছবিগুলো সেই সেটটিতে এড করুন।

  • তারপর তৈরিকৃত সেটটিতে ক্লিক করে উপরের ডান পাশ থেকে Slideshow - তে ক্লিক করুন।

  • Slideshow টি ওপেন হলে এর উপরের ডান কর্ণারে আপনি দেখতে পাবেন Share অপশন। সেখানে ক্লিক করলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।

  • Grab the embed HTML: থেকে কোডটি কপি করুন।
  • এবার কোডটি আপনার ব্লগের পোস্ট এডিটরে অথবা HTML/JavaScript গ্যাজেটে প্যাস্ট করুন। ব্যস আপনার কাজ শেষ। এরপর আপনি স্লাইড শো টি  আপনার পোস্টে বা গ্যাজেট আকারে দেখতে পাবেন।

কতটুকু বৃঝাতে সক্ষম হয়েছি তা আপনারাই ভাল জানেন। তারপরও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন।

২. যেভাবে আপনার ব্লগে একটি অটো-প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করবেন:

বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ এমন আছে যেখানে প্রবেশ করা মাত্রই একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে ওঠে। এখন সেই জিনিষটি শিখাব আপনাদের।

Live Demo শুনতে চাইলে এখানে ক্লিক করুন

  • প্রথমে আপনার ব্লগের Dashboard >> Design >> Page Elements >> Add a Gadget >> HTML/JavaScript এ ক্লিক করে HTML/JavaScript গ্যাজেটটি যুক্ত করুন।
  • তারপর নিচের কোডটি সেই গ্যাজেটটি তো পেস্ট করুন।

<embed src="http://justfreemp3.com/flash/playlistplayer.swf" allowscriptaccess="always" allowfullscreen="false"
flashvars="height=0&width=0&file=URL of Music&autostart=true&"/></embed>

  • URL of Music এর জায়গায় আপনার গানের URL টি বসিয়ে দিন। গানের URL কোথায় পাওয়া যায় সেটি আমি টেকটিউনসে আমার অন্য একটি টিউনে বলেছি। চাইলে দেখে নিতে পারেন।

এতটুকুই। কেমন লাগল আজকের টিউনটি তা জানাতে কিন্তু ভুলবেন না। কারণ, আপনারা কমেন্ট করলেই বুঝতে পারব যে, আমার টিউনটি আপনাদের ভাল লেগেছে। আর সমস্যা হলে আমি তো আছিই

Level 0

আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই,আমার ব্লগে গান আপলোড করতে চাই কিন্তু পারিতেছিনা।গান শেয়ার করতে পারছি কিন্তু গানের ফ্লোডার সাজাতে পারছিনা । একটু সাহায্য করবেন কি?

    @anup09rp: ভাই, ব্লগে গান আপলোড করতে পারবেন না, কারণ ব্লগে Audio আপলোড করার কোন সুযোগ নেই। তবে ভিডিও আপলোডের সুযোগ আছে।
    গান শেয়ার করতে পারছেন কিন্তু ফোল্ডার সাজাতে পারছেন না – আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারলাম না। আপনি গানের কোন ফোল্ডারের কথা বলছেন? আর একটু বিস্তারিত জানালে হয়তো আপনাকে সাহায্য করতে পারতাম।
    যাই হোক, আপনি আমার টিউনটি ভাল করে ফলো করুন! আশা করি সমস্যা হবে না।

Level 0

soja priyote, waiting for what next ?
plz. jesob site kebol html die kora sei site a bivinno gadget, wiget jukto kora nie post din.

thank u vaiya, valo thakun.

    @TAPASFUN: মন্তব্যের জন্য এবং প্রিয়তে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী টিউনের জন্য অপেক্ষা না করে আপনি এই পেইজটি দেখতে পারেন, যেখানে আপনি হয়তবা এ ধরণের আরো অনেক কিছুই খুঁজে পাবেন।

মন্তব্যের জন্য এবং প্রিয়তে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

nice tune———- 😀

10Q !

এত সুন্দর টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙂

@shoaib00005: আপনি ember HTML টি আপনার ব্লগের কোথায় পেস্ট করেছেন?