সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ৫ম এবং ২য় ভিডিও টিউটোরিয়াল সম্বলিত টিউনটি শুরু করছি। কিছুদিন আগে “ক্লোনিং এর ভয়াবহ পরিণাম” শিরোনামে একটি টিউন করেছিলাম, সেখানে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিওটির ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া দেখে খুবীই ভালো লেগেছে। একি সাথে সবাই ভিডিওটি নিয়ে টিউটোরিয়াল করার জন্য এবং Afer Effects নিয়ে চেইন টিউন করার জন্য বলেছেন। তাই আপনাদের সকলের শেখার আগ্রহের কথা চিন্তা করেই আমার আজকের এই টিউটোরিয়াল। আমি চেষ্টা করবো ভবিষ্যতেও After Effects নিয়ে নিয়মিত টিউন করার, তবে এক্ষেত্রে আপনাদের আগ্রহ থাকাটাও প্রয়োজন।
আজকের টিউটোরিয়ালটিতে দেখানো হয়েছে কিভাবে একটি ভিডিওতে একজনকে একের অধিক করে দেখানো সম্ভব যাকে সাধারণত “ক্লোনিং” ইফেক্ট বলা হয়।
VFX এর কাজ করার জন্য প্রায়ই বিভিন্ন effect footage বা stock footage এর প্রয়োজন হয়। এই ধরনের ফুটেজ এর জন্য http://www.detonationfilms.com একটি অসাধারণ ওয়েবসাইট। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো ফ্রি ফুটেজ রয়েছে। আপনারা কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এমন ফুটেজ গুলো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আমার আরও কিছু ভিডিও দেখতে চাইলে আমার YouTube চ্যানেলটি ঘুরে আসতে পারেন : http://www.youtube.com/user/badhon92
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হইছে ভাই!!