এবার যা লিখবেন তাই ভিডিও হবে- সেরা টেক্স টু ভিডিও মেকিং এআই ওয়েবসাইট

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম! আপনাকে টেক্সট টু ভিডিও AI" এর আজকের এই নতুন টিউনে। বন্ধুরা আজকের এই টিউনটি দেখার পর আজকে থেকেই আপনি যেকোনো লেখাকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন। আপনি যা লিখবেন, সেটাই ভিডিও হবে!

টেক্সট টু ভিডিও AI অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও মেকিং টুলস। আপনার পছন্দের যেকোনো লেখাকে মুহূর্তের মধ্যে একটি আকর্ষণীয় ভিডিও করে দিতে পারবে আমাদের এই আজকের Ai টুলস। আপনি লিখবেন, আপনার কথাগুলি ভিডিওতে পরিণত হবে। তাই কষ্ট করে ভিডিও বানানোর চিন্তামুক্ত হোন কেননা আজকের পর থেকে শুধু টেক্স লিখেই অটোমেটিক ভিডিও বানাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - Best Text To Video Makeing Ai Tools.

বন্ধুরা, কাজটি শুরু করার জন্য প্রথমেই আপনারা Text To Video Makeing Ai ওয়েবসাইটে প্রবেশ করুন। Ai ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন।

Text To Video ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে৷ নয়তো আপনি এখানে বানাতে পারবেন না। Ai ওয়েবসাইটে একটি ফ্রি অ্যাকাউন্ট করার জন্য Try Runway For Free অপশনে ক্লিক করুন।

এবার আপনাদের সামনে Text To Video Ai রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। রেজিস্ট্রেশন করার জন্য Log in With Gmail অপশনে ক্লিক করে। আপনাদের একটি সচল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করে নিন।

এবার আপনাদের একটি প্যাকেজ সিলেক্ট করতে বলবে। আমরা যেহেতু এখানে ফ্রিতেই ভিডিও বানাবো তাই আমরা এখানে ফ্রি প্যাকেজটি সিলেক্ট করবো। ফ্রি প্যাকেজে আপনি সকল ফিচার পাবেন না, ফ্রি প্যাকেজের ফিচারগুলো হলোঃ

  • Can't Buy More Credit
  • Can't Upscale Regulations Or Remove Watermark
  • Video To Video Upto 4 Sec
  • Text To Video Upto 16 Sec

আমাদের ফ্রি প্যাকেজটি সিলেক্ট করার সাথে সাথে আমরা টুলসটির মেইন পেইজে চলে আসবো। এবার আপনারা এখানে মোট ২ টি অপশন দেখতে পারবেন।

  1. Start With Image: এই টুলস টির মাধ্যমে আপনি যেকোনো পিকচার আপলোড করে নিজের মতো টিউমেন্ট লিখে সেই পিকচার দিয়ে ভিডিও বানাতে পারবেন।
  2. Start With Text: এটি মূলত আমাদের আজকের বিষয়। কীভাবে Text থেকে ভিডিও বানাবেন। আপনি Text To Video টুলস টির ফিচারগুলো পাবেন এই Start With Text টুলস। এখানে আপনি যেকোনো লেখাকে ভিডিওতে পরিবর্তন করতে পারবেন। মানে আপনি যা লিখবেন তাই ভিডিও হবে।

তো বন্ধুরা, আমরা যেহেতু যা লিখবো তাই ভিডিও বানাবো তো এই জন্য আমরা Start With Text অপশনে ক্লিক করবো।

তারপর এখানে আপনাদের একটু গাইড দিবে, আপনাদের ইচ্ছা হলে দেখবেন না হলে Skip করবেন। এবার আপনারা ফাঁকা বক্সে আপনাদের Text টি লিখবেন। যা দ্বারা আপনি ভিডিও বানাতে চাচ্ছেন অথবা আপনি যে-রকম ভিডিও বানাতে চাচ্ছেন তার বিস্তারিত লিখবেন। নীচ থেকে ভিডিও দৈর্ঘ্য ঠিক করে দিবেন। আপনাদের চাহিদামতো ভিডিওর বিস্তারিত লেখা হয়ে গেলে নিচের Generate অপশনে ক্লিক করবেন।

তারপর একটু লোডিং হবে আপনারা অপেক্ষা করবেন। বন্ধুরা দেখুন আমাদের লেখা Text এর মতোই একটি ভিডিও আমাদের বানিয়ে দিয়েছে। এভাবেই আপনারা খুব সহজেই যেকোনো লেখাকে ভিডিওতে পরিবর্তন করতে পারবেন। এই ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওটির ডান কোনো ডাউনলোড অপশনে ক্লিক করলেই ভিডিওটি আপনার ডিভাইসের স্টোরেজে সেভ হয়ে যাবে।

বন্ধুরা, যেকোনো লেখাকে ভিডিওতে রুপান্তর করার অসাধারণ একটি Ai টুলস আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই Text To Video Makeing Ai Tools ওয়েবসাইট টি আপনার কাছে অনেক হেল্পফুল একটি Ai হবে। আপনি চাইলে আজ থেকেই এই Text To Video Makeing Ai টি ব্যবহার করা শুরু করতে পারেন।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, Best Text To Video Makeing Ai Website! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস