ভিডিও এডিটিং কিভাবে করবেন, কিভাবে এডিটং করে আয় করবেন

হ্যালো, ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটং কিভাবে করব, ভিডিও এডিটিং করে আয় করার উপায় যদি জানতে চান তাহলে আজকের আর্টকেলটি আপনার জন্য।

বর্তমানে ভিডিও এডিটিং করা খুবই প্রয়োজনীয় কাজ। যেকোনো ভিডিও কে সুন্দর, আকর্ষনীয় করে তোলার জন্য ভিডিও এডিটিং করা খুবই প্রয়োজনীয়। এছাড়া ভিডিও এডিটিং করে ঘরে বসে খুব সহজে আয় ও করা যায়।

ভিডিও এডিটিং কি


ভিডিও এডিটিং হলো ক্যামেরায় বা মোবাইল দিয়ে তোলা  যেকোনো ছবি বা ভিডিও কে crop, filter, effects, lighting ইত্যাদি প্রক্রিয়ায় ভিডিও কে আকর্ষনীয়, সুন্দর করে তোলা কে ভিডিও এডিটিং বলে। অর্থাৎ যেকোনো ভিডিওর ফাইলকে অন্য কোনো ইমেজ, ভিডিওর সাথে জোড়া বা যুক্ত করে আকর্ষনীয় করাকে ভিডিও এডিটিং বলে। বিভিন্ন অনলাইন প্লার্টফর্ম ফেসবুক ও ইউটিউবে যেসব ভিডিও আমরা দেখে থাকি এগুলোই সবগুলো ভিডিও এডিটিং করে আকর্ষনীয় করা হয়। এডিটিং এর মাধ্যমে একটি ভিডিও কে প্রানবন্ত ও সুন্দর করা যায়।

ভিডিও এডিটিং কিভাবে শিখব


ভিডিও এডিটিং একটি দক্ষতার কাজ।  এটি খুব কঠিন কাজ নয়। আপনি চাইলে খুব সহজে মনোযোগ সহকারে শিখতে পারবেন। ভিডিও এডিট শেখার জন্য আপনাকে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার শিখতে হবে। অনলাইনে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেগুলোর মাধ্যমে খুব সহজেই ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন। অনেক premium ভিডিও এডিটর সফটওয়্যার রয়েছে যেগুলোতে অ্যাডভান্স ফাংশন গুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু ফ্রি সফটওয়্যারে এডিটরে এসব নাও পেতে পারেন।  তবে কম দামে অনলাইনে অনেক ভালোমানের সফটওয়্যার রয়েছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

সেরা কিছু সফটওয়্যার গুলো হলো

  • Adobe premium pro
  • After effects
  • Filmora

ভিডিও এডিটিং এর কাজ

অনলাইন মার্কেটপ্লেস গুলো তে আপনি প্রচুর ভিডিও এডিটিং এর কাজ পাবেন। ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করে আয় করতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক এসব সাইটে আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন। এসব মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং এর অনেক চাহিদা রয়েছে৷ অনেক প্রফেশনাল ভিডিও এডিটর রা এসব সাইট থেকে কাজ করে মাসে লাখ টাকা আয় করছে। ভিডি এডিটিং কে নিজের পেশা হিসেবে আপনি বেছে নিতে পারেন। কিন্তু আপনাকে প্রফেশনাল ভিডিও এডিটর হতে হবে।  প্রফেশনাল ভাবে এডিটিং না শিখলে আপনি বেশি আয় করতে পারবেন না। তাই আপনাকে প্রফেশনাল ভিডিও এডিটর হতে হবে। আপনি ভিডি এডিটিং করে মাসে ৪-৫ লাখ টাকা আয় করতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবারদের ভিডিও এডিট করে আয় করতে পারেন।  অনেক ইউটিউবার রয়েছে যারা ভিডিও এডিটিং এ এতটা অভিজ্ঞ নয়, তখন তারা প্রফেশনাল ভিডিও এডিটরদের হায়ার করে। এছাড়া অনেক ইউটিউবার রয়েছে  ভিডিও এডিট করার সময় থাকেনা তাদের, তখন আপনি তাদের ভিডিও কে এডিট করে আয় করতে পারবেন।  এছাড়া ও অনেক মাধ্যম রয়েছে ভিডিও এডিট করে আয় করার। তবে আপনি যদি কাজ বেশি করেন তাহলে আয় বেশি হবে।

তাহলে আজকে আমরা জানলাম ভিডিও এডিটিং কি, ভিডি এডিটিং কিভাবে শিখব, ভিডিও এডিটিং করে আয় করা ও ভিডিও এডিটিং করার সফটওয়্যার সম্পর্কে

Level 2

আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস