ভিজুয়াল ইফেক্টস এ আগ্রহীরা লক্ষ্য করুন [ভিডিও]

এটি আমার দ্বিতীয় টিউন। আমার প্রথম টিউনটি করেছিলাম ভিডিও এডিটিং বেসিক নিয়ে। আসলে ভিডিও এডিটিং করাটা আমার শখ। আমার ভিডিও এডিটিং এর শুরুটা হয়েছিল Windows Movie Maker দিয়ে। তবে এডিটিং এর থেকেও যে বিষয়টি আমাকে বেশি আকর্ষণ করে তা হল Visual Effect বা VFX। সেই আগ্রহ থেকেই আসলে ইফেক্ট এর কাজ শেখা। এই ধরনের কাজের ব্যাপারে অনেকেরই হয়ত ধারনা থাকতে পারে খুব দামি এবং হাই কনফিগারেশন এর কম্পিউটার প্রয়োজন। কথাটি আসলে সঠিক নয়, তবে হ্যা হাই কনফিগারেশনের পিসিতে কাজটি আপনি আরো দ্রুত করতে পারবেন। এ ধরনের কাজের জন্য যে জিনিসটি বেশি প্রয়োজন তা হল আপনার আগ্রহ। যাই হোক, কিছুদিন আগে আমার কয়েকজন বন্ধু বাসায় এসেছিল। তো ভাবলাম একটা ভিডিও করলে কেমন হয়? তখন মজা করে একটি ভিডিও করলাম। ভিডিওটিতে সামান্য কিছু ইফেক্ট এর কাজ করা হয়েছে। ভিডিওটির ইফেক্ট এর কাজ এবং এডিট আমি নিজেই করেছি। ভিডিওটির VFX ও Edit এর কাজগুলো করা হয়েছে Adobe After Effects এ । ভিডিওটি আপনাদের ভালো লাগলে জানাবেন। আর আপনাদের উৎসাহ পেলে এবং যদি আপনারা আগ্রহী হন তবে পুরো কাজটির জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে।

আমার করা আরও কিছু ভিডিও দেখতে চাইলে আমার YouTube channel টি একবার ঘুরে আসতে পারেন।
http://www.youtube.com/user/badhon92

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুপার! টিউটোরিয়াল দিন।

Level New

টিউটোরিয়াল এর অপেক্ষায় রইলাম।

টিউটোরিয়াল না দিলে মিয়া গন পিটুনি খাইবেন 😛 আর কোন কোন সফটওয়্যার ইউস করছেন জলদি কন । আগে ডাউনলোড দিয়া লই 😉 ৩২ বিট এ চলবো তো ? Adobe After Effect 32 bit এ চলেনা 🙁 দুই বার ডাউনলোড দিয়া বাশ খাইছি 😛 আপনার ভিডিও গুলা চখম লাগছে… :mrgreen:

    @কম্পিউটার লাভার: Adobe After Effect CS4 এর কোনো working link আছে with crack? এটা মনে হয় ৩২ বিটে চলে। Adobe After Effect CS5 এরও একটা ৩২ বিট ভারশন আছে। নেটে কিছু টরেন্ট এবং অন্যান্য লিঙ্ক পেলাম। ৩ জিবি ইউজ করি তাই না জেনে ডাউনলোডের সাহস হচ্ছে না।

    Level New

    @কম্পিউটার লাভার: একি ভাই?! টিউটোরিয়াল এর কথা বলে তো দেখি বিপদে পরলাম, এখন জীবন নিয়া টানাটানি। জান বাচানো ফরজ কাজ। সুতরাং টিউটোরিয়াল পেয়ে যাবেন।
    পুরো কাজটাই After Effects এ করা, তবে সাউন্ড ডিজাইন এর জন্য Adobe Premiere ব্যবহার করেছিলাম। Afte Effects CS5 64bit বাদে বাকি সবগুলাই তো 32bit এ সাপোর্ট করার কথা। আমি নিজে টরেন্ট সাইট থেকে নামিয়েছি।

অপেক্ষায় রইলাম ….. তারাতারি করেন_–_-_-___

হ্যা ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর হয়েছে। এছাড়া আপনাকে আরও ধন্যবাদ VFX নিয়ে কাজ করার জন্য। আর আমি ও একজন VFX MAD.

এক কথায় জটিল… 🙂 😀 যত তাড়াতাড়ি পারেন টিউটোরিয়াল দেন…

রক্ত কই? 😛 ভালো হয়েছে।

    Level New

    @মাখন: ভয় পাইছি ভাই। রেডি করতেছি, আর একটু ওয়েট করেন।

Level 0

বাধন দা,আমি westbengal থেকে হেল্প চাচ্ছি ,আমিও আপনার মতো ভিডিও এডিটের কাজ শিখছি। আপনার Tutorial টা খুব দরকার…।Soooooo thanksssssssssss

ভাইয়া জটিল ভিডিও ।।

Level 0

Vai jotil tune korlen, onekdin age tuktak editing er kaj kortam, apnar ei tune dekhe mone hochhe abar kaj suru kori

Level New

vaiya apnar mail id ta, kingba facebook id ta dileee khuuuuuuuuub help hoy

Level New

ভাইয়া আপনি যে ব্লাড ইফেক্ট দিসেন তার ফ্ল্যাশ ইফেক্ট ফাইল গুলা কইথেকে ডাউনলোড করব? like:muzzle flash……….

Level New

আর এইগুলুকে কি বলে? ফ্ল্যাশ নাকি টেমপ্লাট?

badhon vai,, sony vegas er upor apnar kono tutorial ase? jodi thake tahole kothai pabo bolben plsss. r vai apnar mobile nb ta diben plss………..