এটি আমার দ্বিতীয় টিউন। আমার প্রথম টিউনটি করেছিলাম ভিডিও এডিটিং বেসিক নিয়ে। আসলে ভিডিও এডিটিং করাটা আমার শখ। আমার ভিডিও এডিটিং এর শুরুটা হয়েছিল Windows Movie Maker দিয়ে। তবে এডিটিং এর থেকেও যে বিষয়টি আমাকে বেশি আকর্ষণ করে তা হল Visual Effect বা VFX। সেই আগ্রহ থেকেই আসলে ইফেক্ট এর কাজ শেখা। এই ধরনের কাজের ব্যাপারে অনেকেরই হয়ত ধারনা থাকতে পারে খুব দামি এবং হাই কনফিগারেশন এর কম্পিউটার প্রয়োজন। কথাটি আসলে সঠিক নয়, তবে হ্যা হাই কনফিগারেশনের পিসিতে কাজটি আপনি আরো দ্রুত করতে পারবেন। এ ধরনের কাজের জন্য যে জিনিসটি বেশি প্রয়োজন তা হল আপনার আগ্রহ। যাই হোক, কিছুদিন আগে আমার কয়েকজন বন্ধু বাসায় এসেছিল। তো ভাবলাম একটা ভিডিও করলে কেমন হয়? তখন মজা করে একটি ভিডিও করলাম। ভিডিওটিতে সামান্য কিছু ইফেক্ট এর কাজ করা হয়েছে। ভিডিওটির ইফেক্ট এর কাজ এবং এডিট আমি নিজেই করেছি। ভিডিওটির VFX ও Edit এর কাজগুলো করা হয়েছে Adobe After Effects এ । ভিডিওটি আপনাদের ভালো লাগলে জানাবেন। আর আপনাদের উৎসাহ পেলে এবং যদি আপনারা আগ্রহী হন তবে পুরো কাজটির জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে।
আমার করা আরও কিছু ভিডিও দেখতে চাইলে আমার YouTube channel টি একবার ঘুরে আসতে পারেন।
http://www.youtube.com/user/badhon92
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপার! টিউটোরিয়াল দিন।