ভিডিও কাটার কারটা সেরা? আপনারটা না আমারটা? আমারটা কিন্তু EZ Video Cutter !! আপনারটা?

কিছুদিন আগে ফেইসবুক একাউন্ট হ্যাকিং একটি নিয়ে টিউন করেছিলাম। সেটিই ছিল আমার প্রথম টিউন। প্রথম টিউন হিসেবে ভালই সাড়া পেয়েছিলাম। তাই আজ আবারো অসাধারণ একটি ভিডিও কাটার নিয়ে ফিরে আসলাম।
অসাধারণ কেন বললাম ? কারণ, এই মুহুর্তে এর চেয়ে বাড়িয়ে বলার অন্য কোন শব্দ খুঁজে পাচ্ছিলাম না।
EZ Video Converter এর পূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও কাটার ব্যবহার করেছিলাম। কিন্তু সেগুলোর একেকটিতে ছিল একেকটি সমস্যা। একটি কমন সমস্যা ছিল, VOB ফাইল থেকে সঠিকভাবে  ভিডিও Cut করতে না পারা। অবশেষে খুঁজে পেলাম EZ Video Converter । আর এটাকেই আমার সেরা মনে হল। এটি ভিডিওর প্রিন্ট কোয়ালিটি অক্ষুন্ন রেখেই মুহুর্তের মধ্যেই ভিডিও কাট করতে পারে। আর এটি কিন্তু শুধু ভিডিও কাটারই নয়, বরং এর মাধ্যমে আপনি ভিডিও কনভার্ট এবং জোড়াও লাগাতে পারেন। কিন্তু যেহেতু এর প্রধান কাজ ভিডিও কাট করা তাই তার নামটি হল EZ Video Cutter। চাইলে আপনি ও এই ১৪ এমবির সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করা শেষ হলে Zipped ফাইলটি Unzip করে ওপেন করুন। তার মধ্যে আপনি দেখতে পাবেন "Crack" নামের একটি ফোল্ডার। ফোল্ডারটি ওপেন করুন। সেখানে "EzVideoCutter" নামের একটি ক্র্যাক ফাইল আছে। এবার যেখানে 'EZ Video Cutter' ইনস্টল হয়েছে সেখানে সেই ক্র্যাক ফাইলটি কপি > পেস্ট > রিপ্লেস করুন । আর কোথায় ইনস্টল হয়েছে তা জানতে হলে প্রথমে আপনার ডেস্কটপে যান। সেখানে EzVideoCutter এর একটি আইকন তৈরি হয়েছে। সেই আইকনটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে 'Properties' এ যান।  তারপর "Start in :" বক্সে আপনি খুঁজে পাবেন কোথায় "EzVideoCutter" ইনস্টল হয়েছে। এতক্ষণে নিশ্চয় খুঁজে পেয়েছেন। এবার ক্র্যাক ফাইলটি সেখানে পেস্ট করুন। পেস্ট করার সময় আপনাকে ক্র্যাক ফাইলটি রিপ্লেস করতে বলবে। কারণ ওখানে আগে থেকেই "EzVideoCutter" নামের একটি ফাইল আছে। রিপ্লেস করুন।
ব্যাস ! হয়ে গেল আপানর "EzVideoCutter" টি ফূল ভার্সন। এখন নিশ্চিন্তে মনে আপনার পছন্দের মুভিগুলো থেকে ভাল লাগা গান গুলো কেটে আলাদা করে ফেলুন।
কিভাবে আলাদা করবেন? খুবই সহজ! তা আর না ই বললাম। আপনি নিজেই চেষ্টা করে দেখুন।
(খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী ! কারণ সময়ের অভাবে টিউনটি আরো বিস্তারিতভাবে বা গুছিয়ে লিখতে পারিনি )

অবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সাথে তো আমার ব্যক্তিগত ইংলিশ ব্লগে বেড়াতে আসার নিমন্ত্রণ থাকলই । সময় পেলে একবার এসে ঘুরে যাবেন।
অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Is it Possible to cut FLV file?

Ya , it’s possible. Not only from a FLV file , it can also cut from AVI, VOB, DAT, MKV, WMV, 3GP ……….etc

Level 0

আমি রিয়েলপ্লেয়ারের ভিতরে যেটা দেয়া আছে ঐটা দিয়াই কাজ চালাই । থেঙ্কস্ 4 শেয়ার ।

    @Basicali: জানতাম না তো! ট্রাই করে দেখব। আপনাকেও ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

Level 0

special thanks to u

Level 0

VLC তে খুব -ই ইজি। যেকোন ভিডিও আপনি কাট করতে পারবেন । কিন্তু শুধু কাট করা যায় । আপনার টার মত জোড়া লাগানো যায় না।

    @Md.A R K: ভাই, VLC তে আপনি কিভাবে করেন তা আমাদের সাথে শেয়ার করলে উপকৃত হতাম। সময় পেলে এই উপকারটা নিশ্চয়ই করবেন আশা করছি।

Level 0

আপনি VLC কত version ব্যবহার করেন? যদি update version হয়, তাহলে VLC Open করে view তে গিয়ে advanced controls এ টিক মেরে দিন। তারপর দেখবেন VLC player এর উপর একটা টুলবার এসেছে । এরপর আর বলা লাগবে না আশা করি।

Level 0

bhai ato jamela kore disen kan aktu easy hole onek valo hoto jodi paren installer method ta aktu easy kore aber boleyen.

    @ejaj haque: আমি তো একদম ইজি করেই বলেছি। Paragraph আকারে লিখার কারণে হয়তো আপনার একটু ঝামেলা লাগছে। একটু খেয়াল করে পড়ুন! একেবারেই সহজ।

রেকর্ড নামে বাটন আছে, শুরু করার সময় ক্লিক শেষ করার সময় আবার ক্লিক।

Level 0

ধন্যবাদ ভাই।

Level 0

thanks vai……….