আসসালামু আলাইকুম ,
কেমন আছেন সবাই টেকটিউন্সে আসা হয় না আর টিউন ও করা হয় না।
আজ আপনাদের সামনে এমন একটা সফটওয়্যার নিয়ে এসছি আমার মনে হয় তা আপনাদের অনেক কাজে লাগবে।
আসুন এবার দেখা যাক,
আমরা প্রতিনিয়ত কম্পিউটারে গান শুনি আর তা যদি হয় ভিডিও গান তাহলে তো আর কথাই নেই।
আর সেই গান হাই রেজুলেশনে converter করে মোবাইলে চালানোর জন্য কত কষ্টই না করে থাকি।
এখন সব কষ্টের আবসান দিতে এল video converter master
এই সফটওয়্যার দিয়ে আপনি avi,mp4,3gp,mpeg,mov,wmv,rm,swf,asf,vob,aac,ac2,mp2,mp3,amr,wav.
format এ কনভার্ট করতে পারবেন
এছাড়া ও video converter master সফটওয়্যার দিয়ে আপনি ডিভিডি ক্যাসেট রাইট করতে পারবেন।
প্রথমে এখান থেকে video converter master trail vesion ডাউনলোড করে ,
এই সিরিয়াল কী দিয়ে ইন্সটল করে নিন।
Name: sh3bwah.com
Organization: TE2006
Registration Key: VCM5947428
এখান থেকে আপনি প্রোফাইল পরিবর্তন করতে পারবেন।
এবং এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন।
তারপর ব্রাউজ কোথায় করবেন দেখিয়ে দিন
এবার কনভার্ট ক্লিক করুন
ব্যাস কাজ হয়ে গেল ।
সফটওয়্যার টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন।
সবাইকে ধন্যবাদ
আমি সাহিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেকগুলো কনর্ভাটার সংগ্রহে আছি এটি ও রাখছি বেশ ভালোই মনে হচ্ছে …………… শেয়ার করার জন্য ধন্যবাদ।।