আমরা সকলেই ভিডিও এডিটিং এর জন্য Adobe Premiere Pro সফটওয়্যারটির সাথে পরিচিত, কিন্তু এই সফটওয়্যারটির ব্যাবহার কিছুটা জটিল হওয়ায় অনেকেই এটি ব্যাবহার করতে চায় না অথবা ব্যাবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়। তাই আজকে আমি আপনাদের সাথে অ্যাডোবি এর আরেকটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সফটওয়্যারটির নাম Adobe Premiere Elements এটিও প্রিমিয়ার সিরিজেরই একটি সফটওয়্যার, কিন্তু এর ব্যবহার অনেকটাই সহজ। তাহলে চলুন সফটওয়্যারটির সাথে পরিচিত হয়া যাক।
প্রথমে সফটওয়্যারটি সেটাপ করে চালু করার পর নিচের স্ক্রিনটি আসবে। নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য New Project এ ক্লিক করতে হবে।
নিচের উইন্ডোটি আসার পর Change Settings বাটনে ক্লিক করুন।
এবার আপনি যে ভিডিওটি নিয়ে কাজ করবেন সেটার সেটিং এর সাথে মিল রেখে যে কোন একটি সেটিং বেছে নিন। আমদের দেশে সাধারনত PAL ফরমেটে ভিডিও নেয়া হয়। তাই PAL ফরমেট থেকে আপনার প্রয়োজনীয় সেটিংটি নির্বাচন করুন।
সফটওয়্যারটি ওপেন হবার পর নিচের উইন্ডোটি আসবে। প্রয়োজনীয় ভিডিও, অডিও, ইমেজ ইনপুট করার জন্য PC Files and Folders এ ক্লিক করে হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে ওপেন করুন।
ভিডিওটি টাইমলাইন এ নেয়ার জন্য প্রথমে EDIT অপশন এ যান। তারপর ভিডিওটি ড্রাগ করে টাইমলাইন এ রাখুন। Timeline ও Sceneline এ দুটি অপশন থেকে Timeline সিলেক্ট করে নিন, এতে কাজ করা সহজ হবে।
ভিডিওতে কোন ইফেক্ট প্রয়োগ করার জন্য Effects এ ক্লিক করুন। প্রয়োজনীয় ইফেক্ট সিলেক্ট করে Apply তে ক্লিক করুন। ইফেক্টটি প্রয়োজনমতো সেটিং এর জন্য Edit Effects এ ক্লিক করুন।
সেটিং করা হয়ে গেলে Done বাটনে ক্লিক করুন।
ইফেক্ট অপশন এ ভিডিও ইফেক্ট ছাড়াও রয়েছে অডিও ইফেক্ট, প্রিসেট ইত্যাদি। এখান থেকে প্রয়োজনীয় ইফেক্ট সিলেক্ট করে কাজ সম্পন্ন করতে হবে।
Edit Effects এ ভিডিওতে কোন ইফেক্ট প্রয়োগ না করা হলেও ৫টি ইফেক্ট দেখাবে। যার প্রথম ৩টি ভিডিও এর জন্য, এগুলো পরিবর্তন করে আপনি ভিডিও এর কালার, অবস্থান, অপাসিটি পরিবর্তন করতে পারবেন। পরের ২টি অডিও এর জন্য। অডিও এর সাউন্ড এর মাত্রা, লেফট-রাইট চেনেল ইত্যাদি পরিবর্তন করার জন্য এগুলো ব্যাবহার করা যায়।
কোন ভিডিও এর মাঝখানে কাটার প্রয়োজন হলে টাইমলাইন এর নির্দিষ্ট স্থানে কার্সর রেখে Split Clip ক্লিক করতে হবে।
দুটি ভিডিও এর মাঝখানে ট্রানজেশন দেয়ার জন্য Transitions এ ক্লিক করে প্রয়োজনীয় ট্রানজেশন ড্রাগ করে দুটি ভিডিও এর মাঝখানে এনে রাখতে হবে। সিলেক্ট করা ট্রানজেশনকে এডিট করতে Edit Transitions এ ক্লিক করে এডিট করতে পারেন।
ভিডিও এর মাঝখানে অথবা শেষে টাইটেল দেয়ার জন্য এডিট অপশন থেকে New Item এ ক্লিক করে সেখান থেকে Title সিলেক্ট করতে হবে
নিউ টাইটেল ওপেন হবার পর আপনার পছন্দমতো লেখা লিখুন। Text Styles থেকে পছন্দমতো স্টাইল বেছে নিন। টেক্সট এ কোন প্রকার এনিমেশন দেয়ার জন্য Text Animation থেকে এনিমেশন সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। কাজ হয়ে গেলে Done বাটনে ক্লিক করুন।
সবশেষে ভিডিও অউটপুট দেয়ার পালা। এর জন্য প্রথমে Share সিলেক্ট করে নিন। ভিডিও যদি সরাসরি ডিভিডি তে রাইট করতে চান তাহলে Disk অপশন সিলেক্ট করুন। কম্পিউটার এ সেভ করতে হলে Personal Computer সিলেক্ট করুন।
কোন ফরমেটে আউটপুট দিবেন তা সিলেক্ট করে নিন। কি ধরনের কোয়ালিটিতে সেভ করবেন তা Presets এ ক্লিক করে পছন্দ করে নিন।
এছারাও প্রতিটি Preset কে আবার আপনার পছন্দমতো সেটিং করতে Advanced এ ক্লিক করুন। নতুন একটি উইন্ডো খুলবে, সবকিছু সেট করে ওকে করুন। ভিডিওটি হার্ডডিস্ক এর কথায় সেভ করতে চান তা Browse এ ক্লিক করে ঠিক করে নিন। সবকিছু শেষে Save বাটনে ক্লিক করুন।
আশা করি উপরের লেখাটি থেকে আপনারা সফটওয়্যারটি সম্পর্কে প্রাথমিক ধারনা পেয়েছেন যা দিয়ে নিজেদের ছোটখাটো ভিডিও নিজেরাই এডিট করতে পারবেন। আবারও বলছি সফটওয়্যারটির ব্যাবহার খুবই সহজ। একটু ঘাঁটাঘাঁটি করলেই সফটওয়্যারটির উপর দক্ষতা অর্জন করতে পারবেন।
সফটওয়্যারটির উপর দক্ষতা চলে আসলে এডিটিং এর পাশাপাশি কিছু ইফেক্ট এর কাজও করতে পারবেন। এই সফটওয়্যারটি দিয়ে করা আমার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখুন, আশা করি ভাল লাগবে।
ডাউনলোড লিঙ্ক
মিডিয়াফায়ার
টরেন্ট
বিঃ দ্রঃ স্ক্রিনশটে দেয়া ছবিগুলো Adobe Premiere Elements 7 ভার্সন এর। 7, 8, ও 9 তিনটি ভার্সনই মোটামুটি একই। সর্বশেষ ভার্সনটি হল Adobe Premiere Elements 9
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়াও অনেক কাজে আসবে 😀 । Thanks lot~