বিশ্বের দ্রুত ডিভিডি কনভার্টর NewTek Speed । HD সুবিধা সহ ইচ্ছে করলে হোম থিয়েটার, মোবাইল ভিডিও এডিটিং করতে পারবেন ।’ফ্রী’

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।এখনতো অনেকরই হাতে হাতে ডিজিটাল ক্যামেরা ও হ্যান্ডিক্যাম ।যারা কম্পিউটারে কিছুটা পারদর্শী তারা চাইলে তাদের ক্যামেরাতে তোলা স্থীর চিত্র বা ভিডিও দ্বারা ভিডিও এডিটিংয়ের কাজটা নিজেই সেরে নিতে পারেন। বাজারে অনেক ধরণের এডিটিং সফটওয়্যার থাকলেও NewTek Speed তুলনামূলক ভাবে সহজ।
  • কমপ্রেসড ফাইল ফরমেটের মধ্যে ভালোমানের জন্য NewTek Speedফরমেটটি উল্লেখযোগ্য। উঁচুমানের ভিডিও, স্পষ্ট শব্দ এবং তুলনামূলক ছোট ফাইলের জন্য ওয়েবেও এর ব্যবহার বাড়ছে ধীরে ধীরে। বিশেষ করে ইন্টারনেট মুভিগুলোর বেশিরভাগই থাকে এই NewTek Speed ফরমেটে। Dr NewTek Speed এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে ডিভিডি থেকে NewTek Speed ফাইলে কনভার্ট করতে পারবেন। অন্য ফাইল থেকে NewTek Speed -এ কনভার্ট ও এডিট করতে পারবেন। শুধু তাই নয়, পছন্দমতো ফাইল সাইজও সেট করে দিতে পারবেন।
  • ইচ্ছেমতো ফিল্টার যোগ করতে পারবেন, অনেক ফাইল একীভূত করে এক ফাইলে রূপ দিতে পারবেন। মোট কথা, একটি ভিডিও সফটওয়্যারের অনেক অপশনই আপনি পাবেন এবং তা অবশ্যই খুব সহজে। কারণ, এর ইউজার ইন্টারফেস খুব সহজ। এখানেই শেষ নয়। এর সর্বশেষ ভার্সনে আছে ভিডিও স্ট্যান্ডার্ড সিলেক্ট অপশন। যেমন আপনি আউটপুট ফাইলকে কোন স্ট্যান্ডার্ডে অনুসরণ করাতে চান, তার সুযোগ পাবেন।

*ইচ্ছে করলে হোম থিয়েটার, মোবাইল, হ্যান্ডহেল্ড অপশন সিলেক্ট করতে পারবেন। এমনকি হাই ডেফিনিশন (এইচডি) ভিডিও ফাইলও তৈরি করতে পারবেন। এক কথায় NewTek Speed ফাইলের চূড়ান্ত সল্যুশন দেবে এই Dr. NewTek Speed.

A-NewTek Speed

B-NewTek Speed

এক নজরে NewTek Speed:

  • * টুস্টেপ এনকোডিং, তাই মান খুবই ভালো।
  • * আর্কষণীয় ইন্টারফসে।
  • * ইউজার ফ্রন্ডেলি।
  • * ব্যাচ প্রসসে অপশন।
  • * রিজিউিস অপশন।
  • * প্রভিউি এবং ভিডিওির কছিু অংশ সলিক্টে করে এনকোড করার সুযোগ।
  • * প্রয়োজনমতো ফাইল সাইজ নির্ধারণ করে দেয়োর সুযোগ।
  • * মিনিমাম সিস্টেম রিকোয়ারমন্টে।

*এই সফটওয়্যারে একই সাথে অডিও এডিটর, ভিডিও এডিটর, ভিডিও পেইন্ট, ভিডিও ক্যাপচার, এনিমেশন তৈরী এবং ভিডিওকে সিডিতে রাইট করা যাবে।

NewTek Speed

প্রসসের : পন্টেয়িাম ফোর থকে লাস্ট র্পযন্ত।
র্র্যাম : ১২৮ মগোবাইট।
উইন্ডোজ- ২০০০ / এক্সপ/৭/ভিসতা।
ডরিক্টে এক্স ৯।
File=205MB

Downlod

NewTek Speed

আপনাদের সুবিধার্থে,-250 Mb
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে


“আল্লাহ হাফেজ”।

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo kaje lagbe, thanx bhai

    Level 2

    ধন্যবাদ।
    ওকে ভাইয়া।

Level 0

i have very poor idea about online outsourcing. i am using microworkers. most of work it is related with pr4, pr3, pr2, pr1, yahoo answer. i have ho idea about this kind of pr4, pr3, pr2, pr1 blogs.
please help how can i user this kind of blogs site and how i can use it for microworkers.
[email protected]

ভাই ডাউনলোড হয় না লিংক টা আবার নতুন করে দেন। ধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ।
    সব ওকে আছে। ভালো করে আপনার পিসি টার রেজস্ট্রি ক্লিনার দিয়ে ক্লিন করেন তাহলে কাজ হবে।

ভাই ফুল ভারসন কিভাবে করব… রেজিষ্ট্র কোড দেন।।

Level 2

vai,download file deleted dekhai,repost koren,plz plz plz

Level 2

ধন্যবাদ।
দোয়া করবেন।