Wondershare Video Editor সফটওয়্যার বর্তমানে প্রায় সকলের কাছে পরিচিত। যারা সামান্যতম ভিডিও এডিটিং করতে ভালবাসে তারাই এই সফটওয়্যারটির ব্যাপারে জানে। কারণ এর থেকে সহজ এবং বন্ধুত্বপূর্ণ ইউজার ইন্টারফেস অন্য সকল সফটওয়্যার এর মধ্যে খুব কমই পাওয়া যায়। Wondershare Video Editor মানেই Filmora Video Editing software। ওয়ান্ডারশেয়ার Filmora নামেই এটি বাজারজাত করেছেন। Filmora 9 হল এর সর্বশেষ সংসঙ্গষ্করন। যার রয়েছে খুবই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং সিস্টেম। এর বেশী বিভিন্ন ধরনের প্রভাব। যার সংমিশ্রণে একটি পরিপূর্ণ মুভি তৈয়ার হয়।
অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপস কে একটি প্লাটফর্মে নিয়ে এসে অনেকগুলো এফেক্ট যোগ করে পরিপূর্ণ মুভি তৈরি করা হয়। Wondershare video editing software এর মধ্যে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। আপনি সহজে এগুলা পরিচালনা করে এবং সংমিশ্রণ করে একটি ভালো মানের ভিডিও বানাতে পারেন।
আপনি এই সফটওয়্যার টি ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে নিজের ক্যারিয়ারকে পরিবর্তন করতে পারেন। ছোট ছোট বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেও আপনি আর্ন করতে পারেন। বর্তমানে সারা বিশ্বে অনলাইনে ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে আর্ন করা হয়। চাইলে আপনিও এস ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাহায্য নিয়ে নিত্যনতুন ইউনিট ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন। সেখান থেকে ভালো ইনকাম করতে পারেন। আপনি চাইলে ভিডিও পাবলিশ করে সরাসরি ইউটিউবে শেয়ার করে দিতে পারেন।
সারা বিশ্বে এখন অনেক পেশাদার চলচ্চিত্র নির্মাতারা এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। আপনি একই সাথে 100 টিরও বেশি ভিডিও এফেক্ট ব্যবহার করে একটি সুন্দর ভিডিও বানাতে পারেন।
৩২বিট উইন্ডোজের জন্য ডাউনলোড করুন
৬৪বিট উইন্ডোজের জন্য ডাউনলোড করুন
এটি সরাসরি পাব্লিশার সাইট থেকে লিঙ্কিং করা। তাই দ্রুত ডাউনলোড করা যায়।
তো বন্ধুরা আর দেরি কেন? এখনি ডাউনলোড করুন প্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যারটি।
ধন্যবাদ।
আমার অন্য টিউন -
আমি মোঃ মোশাররফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রোফাইলে আসার জন্য আপনাকে ধন্যবাদ। প্রযুক্তিকে আমি খুবই ভালোবাসি। তাই নিত্য নতুন জনপ্রিয় ব্লগে লিখতে পছন্দ করি। বিশেষ করে আমি কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড কনটেন্ট লিখে থাকি। প্রায় বেশিরভাগ সময় আমি অনলাইনে কানেক্টেড থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন।
এটা কি ট্রায়াল ভার্সন , বা প্রোডাক্ট _কী এর সাথে দেওয়া আছে ?