ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে সবার প্রথমে আনার ৫ টি সুপার টিপস্

ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার ৫ টি সুপার টিপস্

আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি টিউন নিয়ে হাজির হলাম। কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও সার্চের শুরুতে আনবেন। ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনতে হলে আপনাকে বেশ কিছু টিপস্ খুব মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে। আপনি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলেন, কিন্তু কোন ভিউ হল না। এই কারণ টি আপনার জন্য খুব হতাশা হতে পারে। ভিডিও তে ভিউ নেই। একজন ইউটিউবারের জন্যে এর থেকে দুঃখজনক বিষয় আর কি বা থাকতে পারে! অনেকেই অনেক মানসম্মত ভিডিও বানান, হাই কোয়ালিটির ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করে তবুও ভিডিও সার্চের শুরুতে আনতে পারে না। মূলত সেই সকল ইউটিউবার দের জন্য আমার এই আজকের টিউন।

আজকে আমার দেওয়া আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা মাত্র ৪টি টিপস অনুসরণ করতে পারলেই আপনি আপনার ভিডিও সার্চের শুরুতে আনতে পারবেন। আর অনেক দ্রুত ও প্রচুর পরিমানে আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করতে পারবেন। আজকের এই ৪টি টিপসকে আমি ধাপে ধাপে আলোচনা করবো। যাতে আপনাদের বোজার সুবিধা হয়। আর সামান্য কিছু হলেও আপনারা উপকৃত হন। আশা করি, আজকের টিউন আপনাদের বুঝতে সুবিধা হবে। তবুও যদি কারো বুজতে কোন সমস্যা হয় আমি আছি তো। শুধু একটা টিউমেন্ট করুন। আমি ইনশাআল্লাহ বুজানোর সবরকম চেষ্টা করবো।

ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার সেরা ৪টিপস্। ফলো করুন আমাকে আর হয়ে যান একজন সফল ইউটিউবার।

 

  • আর বন্ধুরা আজকের এই টিউন টি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাইলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার ঘুরে আসবেন। আমার টেকনোলজিস সাইট এই লিংকে ক্লিক করে ঘুরে আসুন

 

চাহিদা ভিত্তিক ভিডিও তৈরি করুনঃভিডিও তৈরির প্রথম কথা হচ্ছে আপনাকে মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। যাতে আপনার ভিডিও দিয়ে মানুষের চাওয়া/চাহিদা পূরন হয়। আপনি এমন এক টপিক এর ভিডিও তৈরি করলেন যার উপর মানুষের কোন চাহিদা নেই, যে বিষয় মানুষের কোন কাজে আসে না। তাহলে সেই টপিক এর ভিডিও বানালে আপনার সফল হওয়ার সম্ভাবনা 0%। কারন সেই চাহিদা হীন টপিকের ভিডিও কেউ সার্চ দিবে না। আর কেউ সেই ভিডিও সার্চ না দিলে আপনার ভিডিও সার্চের শুরুতে আসার কোন সম্ভাবনা নেই।

ইউটিউব নিজে বলেছে মানুষের চাহিদা হচ্ছে ভিডিও র‌্যাংকিংয়ের প্রথম ধাপ। অর্থাৎ, যে টপিকের ভিডিও উপর মানুষের চাহিদা বেশি, ইউটিউব সেই ভিডিওকে সাচ পেজের প্রথমে নিয়ে আসবে। কারন মানুষের সঠিক চাহিদা পুরন করতে ইউটিউব অঙ্গিকার বদ্ধ।

তাহলে চলুন জেনে নেই, কি কি বিষয় এর উপর ইউটিউব ভিডিওর চাহিদা নির্ধারণ করেঃ

ভিডিও টিউমেন্ট: ইউটিউব সাধারণত সেই সব ভিডিও কেই বেশি প্রাধান্য দেয় যে-সব ভিডিওতে টিউমেন্ট বেশি হয়, ইউটিউব মনে করেন সেসব ভিডিও জনপ্রিয়তা অন্যসব ভিডিও থেকে অনেক বেশি। আপ্নি বার বার একটা জিনিস লক্ষ করবেন সার্চ দেয়ার পর আপনার সাচ পেজে সবার প্রথম যে-সব ভিডিও আসে, সে-সব ভিডিওর টিউমেন্ট সংখ্যা অন্যসব ভিডিও অপেক্ষা অনেক বেশি।

সাবস্ক্রাইবার: অপনি অনেক সুন্দর আর কোয়ালিটি সম্পুর্ন ভিডিও তৈরি করেলেন। আপনার ভিডিও কেউ দেখার পর যদি কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে, তাহলে তো আপনি সোনায় সোহাগা। কেননা এর মাধ্যমে ইউটিউব খুব সহজে বুঝতে পারে আপনার ভিডিওটি বেশ চাহিদা সম্পন্ন ভিডিও। আর সার্চ পেজের প্রথমে খুব দ্রুত আপনার সেই ভিডিও রেংকিং করবে।

ভিডিও শেয়ার: এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিও তে বেশি পরিমাণে ভিউ দরকার হলে আপনাকে অবশ্যই স্যোশাল মিডিয়াতে আপনার ভিডিও শেয়ার করতে হবে। স্যোশাল মিডিয়াতে আপনার ভিডিও কি পরিমাণ শেয়ার হল তার উপর নির্ভর করেও সার্চ ইঞ্জিলের প্রথম সার্চ রেজাল্টে চলে আসবে আপনার সেই ভিডিও। আজ কালকের মানুষ আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হলে কখনোই আপনার ভিডিও স্যোশাল মিডিয়াতে শেয়ার করবে না। তাই আপনার ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে প্রথম পেজে আনার জন্য বেশি বেশি আপনাকে আপনার ভিডিও শেয়ার করতে হবে।

ক্লিক থ্রু রেট CTR: আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে সামান্য পরিমান হলেও অবশ্যই CTR সম্পর্কে আপনার একটু হলেও ধারণা থাকবে। তাই CTR সম্পর্কে আর বিস্তারিত বল্লাম না। যাষ্ট একটু বুজে বলি। কেউ কোন একটি বিষয় নিয়ে সার্চ দিলো। সার্চ রেজাল্টে আপনার ভিডিও সবার উপরে আসার পর সে আপনার ভিডিও টি দেখার জন্য আপনার ভিডিও তে ক্লিক দিলো এখন সেখানে যে ক্লিক হলো, এটিই হলো CTR। ইউটিউব এই ক্লিককে অনেক গুরুত্ব সহকারে নেয়। যখন অনেক মানুষ আপনার এই ভিডিওতে ক্লিক করবে, তখন ইউটিউব স্বক্রিয়ভাবে নিজে নিজেই আপনার এই ভিডিও কে তাদের সার্চ পেজের প্রথমে নিয়ে আসবে। আর যদি আপনার ভিডিও সামনে আসা সত্ত্বেও কেউ আপনার ভিডিও তে ক্লিক না করে, তাহলে আপনার র‌্যাংক ক্রমাগত কমতে থাকবে। CTR বৃদ্ধি করার জন্য অবশ্যই আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেইল ব্যবহার করা প্রয়োজন।

ভিডিও দৈর্ঘ্য: এই লেখাটা দেখার পর হয়তো সবার মনে প্রশ্ন জাগতে পারে। আসলে সত্যি কি ভিডিও দৈর্ঘ্য সার্চ র‌্যাংকিংয়ে নিয়ে আসতে কোন প্রভাব ফেলে? আপনার কি মনে হয়? যদি এক কথায় বলতে চাই তাহলে উত্তর হল- না। আসলে আপনি যেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন না কেনো সেক্ষেত্রে আপনাকে মানুষের চাহিদা দেখতে হবে। অপ্রয়োজনে শুধু শুধু ভিডিও বড় করা ঠিক নয়, এতে আপনার চ্যানেল এর ভিউয়ার বিরক্তি বোধ করবে। আর আপনার ভিউয়ার ক্রমশ কমতে থাকবে। আবার প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে ভিডিও ছোট করা ঠিক নয়। এতে ভিউয়ার আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারবে না। ফলে আপনার চ্যানেল এর প্রতি সবার এ একটা বাজে মনোভাব সৃষ্টি হবে।

ইউটিউব কিওয়ার্ড রিসার্চঃ এখন আপনি হয় রিসার্চ শব্দ টি শুনেই ভয় পাচ্ছেন। আরে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটি হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের কাজটি কিন্তু অনেক সহজ। প্রথমদিকে আপনি নতুন থাকা অবস্থায় কিছুটা কষ্ট হলেও পরে যখন সব বুজতে পারবেন তখন এই কাজটি আপনার কাছে খুব সোজা মনে হবে। তবে আপনি যে-কোনো ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই ঐ টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করে নিবেন। এতে খুব সহজেই আপনার ভিডিও সার্চ রেজাল্টে সবার প্রথমে চলে আসবে।

কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি ইউটিউবের নিজস্ব সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। আমি যখন How to increase youtube লিখলাম সাথে সাথে নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এখন থেকে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড বাছাই করে নিতে পারেন। এইভাবে আপনি খুব সহজেই কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন।

এছাড়া অনলাইনে অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ইউটিউব কিওয়ার্ড রিসার্চের করতে পারবেন। এর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করতে পারেন।

ইউটিউব ভিডিও অপটিমাইজেশনঃআপনি যখন উপরের দুটি ধাপ পূর্ণ করবেন তখন আপনার জন্য আসে ভিডিও অপটিমাইজেশনের করার ব্যাপার। আপনাকে ইউটিউব করার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ এরটি ধাপ।

আপনি যদি ভিডিও অপটিমাইজেশন করতে চান। তাহলে ভিডিও অপটিমাইজেশন করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ ক্রমান্বয়ে অনুসরণ করতে হবে। যথা:

টাইটেল নির্বাচনঃসবার প্রথম এই আপনার মনের সব ভালোবাসা দিয়ে আকর্ষণীয় টাইটেল নির্বাচন করতে হবে। এমনটাইটেল নির্বাচন করতে হবে যেনো সেই টি দেখার পর ভিউয়াস সেই ভিডিও তে ক্লিক করার জন্য আগ্রহী হয়ে পরে। আর অবশ্যই সেই টাইটেলের মধ্যে যেন আপনার কাংখিত প্রধান কিওয়ার্ডটি বিদ্যমান থাকে।

ডেসক্রিপশন লিখুনঃআপনার ভিডিও সম্পর্কে কমপক্ষে 250 শব্দের ডেসক্রিপশন লিখুন। যাএতে বিস্তারিত দেখে সবাই কিছুটা হলেও বুজতে পারে। ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কমকরে হলেও 3 থেকে 4 বার আপনার টাগেট কিওয়ার্ডটি লিখুন।

ট্যাগ দিনঃ এটি ভিডিও এর রেংকে উঠার সকল ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যদিও ট্যাগ সার্চ র‌্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সাজেস্ট ভিডিও হিসেবে আপনার ভিডিও তে অনেক বেশি পরিমাণে ভিউ আনতে সাহায্য করবে। তাই প্রতিটি ভিডিও তে ট্যাগ দিন।

ভিডিও প্রমোটঃ আপনি যদি উপরের সকল কাজ গুলো সমাপ্ত করতে সক্ষিম হন তারপর চুরান্ত এবং শেষ ধাপ হিসাবে প্রয়োজন ভিডিও প্রমোট করা। আপনার ভিডিও যত বেশি প্রমোট হবে, ইউটিউব সার্চ র‌্যাংকিংয়ের আপনার ভিডিও ততো বেশি সবার সামনে আসবে।

ভিডিও প্রমোট কিভাবে করতে হয় তা সবার জানা। আর এই এক টিউন এ মাজে এতো কিছু লেখা সম্ভব না। তারপরেও যারা নতুন তাদের জন্য আমি সামান্য কিছু পদ্ধতি শেয়ার করলাম।

(1) স্যোশাল মিডিয়া আরো বিভিন্ন ওয়েবসাইটে আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করুন।

(2) বিভিন্ন কোশ্চেন-আনসার ওয়েবসাইটে আপনার ভিডিও লিংক বেশি বেশি শেয়ার করুন।

 

শেষ কথাঃ

এই ছিল আজকে ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার সেরা ৫ টি টিপস্। এই টিপস্ গুলো সম্পুর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। টিপসগুলো প্রতিটি ধাপ অনুসরণ করলে আপনার ভিডিও সার্চের শুরুতে চলে আসবে। আপনার বানানো কন্টেন্ট গুলো যদি ভালো মানের কনটেন্ট হয় তবে খুব দ্রুত আপনার চ্যানেল এর সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে। তবে, মনে রাখবেন ধৈর্য্য ও পরিশ্রম ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। দ্রুত ইউটিউব এ র‌্যাংক করার জন্য অবৈধ পন্থা অবলম্বন করবেন না। হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

 

বন্ধুরা আজকের এই টিউন টি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাইলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার ঘুরে আসবেন। আমার টেকনোলজিস সাইট এই লিংকে ক্লিক করে ঘুরে আসুন

 

বন্ধুরা আজ এই পযন্ত দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর FlagBD এর সাথেই থাকবেন।

Level 2

আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস