Product Review video Making Tips

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন।

এটি টেকটিউনস্সে আমার একদম নতুন একটি টিউন। তাই ভুল হলে ক্ষ্ মার দৃস্টিতে দেখিয়েন

আমি মূলত  একজন অনলাইন মার্কেটার ও কন্সালট।

যাই হোক বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে আসি, আপনি যদি এফিলিয়েট / সিপিয়ে মার্কেটিং করে থাকেন তাহলে হয়ত জানবেন ই যে বর্তমানে Youtube video এর মাধ্যমে বিভিন্ন ধরনের Affiliate product এর মার্কেটিং করা হয়ে থাকে <!-more->এবং তার থেকে অর্থ উপার্জন করা হয় সেটা সাধারণত হয়ে Amazon /Ali express কিংবা Clickbank এ এছাড়া আরো অনেক মার্কেটপ্লেস ও ব্যবসায় প্রতিষ্ঠান আছে যারা বিক্র‍য় বৃদ্ধির জন্যে তাদের প্রোডাক্ট এর Affiliation সুবিধা প্রদান করে থাকে।  তা এই সকল প্রোডাক্টের ভিডিও মার্কেটিং করার জন্য ভিডিও স্ক্রিপ্ট বানানোর পাশাপাশি ভিডিও গ্রাফিক্স এও অনেক সময় দিতে হয় যাতে সহযেই নির্দিষ্ট ক্রেতাকে নির্দিষ্ট প্রডাক্ট এর প্রতি আকৃস্ট করা যায়। এতে করে প্রচুর সময় ব্যয় হলেও সেই ভিডিও টি কাজে আসে। কিন্তু যদি ভিডিওর মান তেমন ভাল না হয় তখন পুঃনাং ভিডিও দেখা তো দূরে থাক ইনফরমেশন গুলোন দেখবে না আর আরো বেশি খারাপ লাগলে আনলাইক মারে চলে যায়।

এতে আপনার কষ্ট হল ঠিকি কিন্তু সেটা বিফলে গেল। তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি হাই কোয়ালিটি প্রোডাক্ট রিভিউ ভিডিও বানাতে পারেন

আর যার জন্য আপনার ভারি কোন সফটওয়ার অথবা গ্রাফিক্স ডিজাইনার হবার প্র য়োজন নেই

শুধু মাত্র Microsoft Powerpoint এ হাল্কা দক্ষতা থাকলেই হবে

তাহলে দেখুন ভিডিও তে  কিভাবে করবেন  এটি

 

Level 0

আমি মাহফিজুররাহমান নিকসন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস