আসসালামু আলাইকুম
প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজ আমি যে সম্পর্কে টিউনটি লিখতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার এন্ড্রোইড মোবাইল ব্যবহার করে একটি সুন্দর ভিডিও এডিট করতে পারবেন শুধু এডিট নয় আপনিই এর মাধ্যমে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে আপলোড দিতে পারবেন এমনকি যে কারো সাথে ভিডিওটি শেয়ার করতে পারবেন।
কি বিশ্বাস হচ্ছেনা?
আমার কথা বিশ্বাস না হওয়ারই কথা। আমরা জানি একটি ভিডিও এডিট করতে আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় শুধু তাই নয় কম্পিউটার ওপেন থেকে শুরু করে এডিট করার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কি পরিমান কষ্ট করতে হয় তা শুধু একজন ভিডিও এডিটরে জানেন।
এবার আসি আসল কথায়।
অ্যাপস টি পেতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে powerdirector bundle version লিখে সার্চ দিতে হবে তারপর app install করুন আপনার android মোবাইলে এবার অ্যাপটি ওপেন করার সাথে সাথে project নাম লিখার ঘর পাবেন। project নাম লিখে এডিট করা শুরু করতে পারবেন।
এবার ভিডিও এডিট করতে ওই apps এর সাথেই কিছু ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে সবগুলো টিটোরিয়াল দেখে নিন কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে আপনি ঐ টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন।
অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারেন সেখানে আমি apps install করার থেকে শুরু করে editing সবকিছু ভিডিও টিউটোরিয়ালে তুলে ধরেছি
আমি Md.Masum Billah Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।