আপনারা সবাই কেমন আছেন।
আশাকরি ভাল আছেন।
অনেক দিন পর লিখতে বসলাম।
আজ আমার আলোচনার বিষয় হচ্ছে নয়টি ভিডিও ইডিটিং সফটওয়্যার নিয়ে। চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
যারা একে বারে বিস্তারিত চান তার নিচের ভিডিওটি দেখতে পারেন।
বিভিন্ন শিক্ষা মূলক টিউটোরিয়াল পেতে আমাকে সাবসক্রাইব করুন।
১) এই ভিডিও ইডিটিং সফটওয়্যার নাম হল Camtasia। আপনারা এটা টিউটোরিয়াল তৈরিতে ব্যবহার করতে পারেন।
২) এর নাম Filmora-wondershare আপনার পিসি কম শক্তিশালি হলে এটি ব্যবহার করে পারেন। এটি এখন খুব জনপ্রিয়তায় আছে।
৩) এর নাম হল অ্যাডোবি প্রমিয়ার। একটি অ্যাডোবি কোম্পানির একটি জনপ্রিয় ভিডিও ইডিটিং সফটওয়্যার। তবে এটি কঠিন ও বটে। এবং ভাল কনফিগারেশনের পিসি লাগবে।
৪) এর নাম হলঃ Sony-Vegas চরম একটি ভিডিও এডিটিংএর মাধ্যমে সহয়ে ইন্টো তৈরী করা সম্ভব।
৫) Magix-movie-edit-pro হল এই ভিডিও এডিটিং সফটওয়্যার এর নাম। এটি বিভিন্ন প্লাগ ইন সহ সহয়ে ভিডিও এডিটিং যায়।
৬) এর নাম Edius সাধারণত বিয়ে বা জন্মদিনের ভিডিও ইডিটিং এর জন্য বিশ্ব খ্যাত।
৭)এর নাম Cyberlink powerdirector এটিও জনপ্রিয়,নাটক ইডিটিং এর জন্য ব্যবহার করতে পারেন। কালার কারেকশনের জন্যও জনপ্রিয়।
৮) এর নাম Hitfilm এর সাহায্য আপনি ইচ্ছেমত ব্যবহার করতে পারেন। তবে একটি কঠিন,কারো কাছে লাগতে পারে।
৯) এর নাম আপনারা হয়ত অনেকে জানেন। Corel VideoStudio এরটি জনপ্রিয় সহয। সহযে ইডিটিং করতে পারবেন।
এত সময় বিবরণ দেখার জন্য ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সফটওয়্যার পাব কোথায়। আমি একটি সাইট দিচ্ছি যেখানে সম্পূর্ণ ফ্রিতে এই সকল সফটওয়্যার পাওয়া যাবে।
এই লিংককে আপনার সার্চ অপশনে সার্চ করুন। পেয়ে যাবেন।
আপনার প্রয়োজনীয় যত সফটওয়্যার পেয়ে যাবেন। এমন কি এখানকার সকল ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো সহ।
ভাল থাকবেন। আপনার কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আমি আমার আপনা উত্তর দেয়ার চেস্টা কর।
বিদায়।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
খুব ভালো