সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি
আজকের বিষয়: এডিটিং দক্ষতা ছাড়াই খুব সহজে অনলাইনে কাজ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি আকর্শনীয় ট্রেইলার অথবা ইন্ট্রো, আউট্রো ভিডিও তৈরি করা
আমি জুয়েল আহমদ লিটন বরাবরের মতই আপনাদের সামনে একটি ভিডিও টিউটরিয়াল নিয়ে হাজির হলাম।
আজ আমি দেখাবো কিভাবে কোন রকম এডিটিং দক্ষতা ছাড়াই খুব সহজে অনলাইনে কাজ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি আকর্শনীয় ট্রেইলার অথবা ইন্ট্রো, আউট্রো ভিডিও তৈরি করবেন।
চলুন শুরো করা যাকঃ
১.প্রথমে এই লিংকে একটা নিউ ট্যাব খুলুন
২.আপনার পছন্দ মত একটা টেমপ্লেট বাছাই করুন
৩.ভিডিও রেজুলেশন ঠিক করে নিন
৪.এডিট অপশন থেকে লেখা চেঞ্জ করে নিন
৫.লেখা এর কালার ঠিক করে নিন
৬.ভিডিও পজিসন ঠিক করে নিন
৭.ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি রেনডার করে নিন
৮.রেনডার কম্পিটারর হলে ট্রেইলারটি ডাউনলোড করে নিন
ব্যাস পেয়ে গেলেন আপনার কাঙ্খিত ইউটিউব চ্যানেল ট্রেইলার
বিস্তারিত বুঝার জন্য টিউটরিয়ালটি ভিডিওতে দেখুন
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
ফেইসবুকে আমি।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।