Android Phone দিয়ে Video তে Running লেখা দিন নিউজের মতো।
সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন কারন যারা টেকসটিউস সাইটের সাথে থাকে তারা সব সময় প্রযুক্তির দিকে দিয়ে ভালো এবং সবার আগে থাকে তো আজকে আপনাদের সমানে যে টিউটোরিয়াল টি নিয়ে হাজির হলাম আসা করি সবার উপকার হবে করান বর্তমানে এই টিউটোরিয়ার এর জন পাওয়ার ইচ্ছা করতাছে। বর্তমানে আমরা বেশির ভাগ মানুষ ইউটোবে কাজ করি এবং বিভিন্ন ্ভি্ডিও এর মাধে দেখি রানিং লেখা প্রদান করে কিন্তুু আমরা যারা মোবাইল দিয়ে ইউটোবে কাজ করি এবং মোবইল দিয়ে ভিডিও এডিট করি তারা হয়তো ঠিক মতো করে এডিট করতে পারি না তাই আজকের টিউটোরিয়াল তাদের জন্য যারা এই বিষয়টি জানেন না কি করে রানিং লেখা লিখতে হয় মোবাইল দিয়ে তো আর বেশি কথা না শুধু কাজে চলে যাবো।
টিউটোরিয়াল
ধন্যবাদ সবাইকে আগমি টিউটোরিয়ালে নিয়ে আসবো করি করে সাজেস্ট কার্ড যোগ করে ভিডিওতে বেশি বেশি ভিউ নিবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।
আমি মোঃ শাহিন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।