আসসালামু আলায়কুম অরাহমাহতুল্লাহি অবারাকাতুহ।
আশা রাখি সবাই অনেক ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক দিন হচ্ছে ভেগাস নিয়ে নিয়মিত চেইন টিউন করা হয়নি, তাই প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইতিমধ্যে টেকটিউনস তাদের ভিডিও টিউন করা নিয়ে কিছু নিতি পরিবর্তন এনেছে তাই ভাবতে ভাবতে আর টিউন করা হয়ে ওঠেনি। কিন্ত আজ শেষ মেষ করেই ফেললাম একটি টিউন।যদি ভিডিও টিউন মানসম্মত না হয়ে থাকে তবে পরবর্তিতে চেষ্ঠা করব ভালো কিছু করার। কিন্ত এতে আপনাদের মতামত অনেক জরুরী।
এটি চেইন টিউনের ১৫ তম পর্ব। আশা রাখছি গত ১৪ পর্ব হতে আপনাদের একটু কিছু হলেও শিখাতে পেরেছি এই ক্ষুদ্র জ্ঞানে যতদূর সম্ভব।আশা করি ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিয়ে শুধরে নেবার সুযোগ করে দেবেন।
তাহলে দেরি না করে শুরু করি আজকের মুল টিউন ঃ-
আজকে এই ভিডিও টিউন যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা শিখানো হয়েছে সেটি হচ্ছে কোন উজেক্ট এর পিছনে কিভাবে টেক্সট বা ইমেজ যোগ করে দিবেন যেন মনে হবে এটি পুর্বে হতেই অখানে বিদ্যমান ছিলো।
এ জন্য আমি একটি স্টক ফুটেজ ব্যবহার করেছি সাথে একটি টেক্সট .png দিয়ে কিকরে কাজ করা যেতে পারে সেটি দেখিয়েছি। আপনাদের বোঝার সুভিধার্থের জন্য এই টেক্সট কোথা থেকে পাবেন সেটিও দেখিয়ে দিয়েছি কি করে এডিট করবেন
সেটিও। তাই আশা রাখতেই পারি ভিডিও টি পুরপুরি দেখবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না অব্যশই।
1. Sony vegas pro 11, 12,13,14 এর মধ্য একটি ভার্শন হলেই শিখতে পাড়বেন। যদি উপরুক্ত Software টি আপনার কাছে না থেকে থাকে তবে নিচে আমার পূর্বের করা টিউন থেকে লিঙ্ক সংগ্রহ করে নামিয়ে নিতে পারেন,অথবা sony Vegas এর অফিসিয়াল সাইট হতে ডাউনলোন করবার অনুরোধ জানাচ্ছি।
চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল এফেক্ট-
তো আজকের টিউন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে শেয়ার করার জন্য। আর আজকের টিউটোরিয়ালে কোন বিষয় না বুঝলে কিংবা কিছু জানার থাকলে ভিডিওতে টিউমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে জানাতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।
ভাই মিউজিকের অত্যাচারে আপনার কথা তো কান পর্যন্ত পৌছাচ্ছে না !! 😛