Camtasia Video Editing – Video Background Change – বাংলায় ভাষায় ভিডিও এডিটিং শিখুন [পর্ব-০২]

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন। আশাকরি সবাই অনেক ভাল আছেন আর আমি ও চাই আপনারা সবসময় ভাল থাকেন।

তাহলে আর দেরি না করে আমারা আমাদের মুল কাজে চলে যাই।

আজকে দেখাব Cmtasia Video Editor Software দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলবেন।

ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড কালার গ্রীন (সবুজ) কালার হতে হবে।

কারন সবুজ কালার ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন / মুছে ফেলা যায়।

আপনাদের কাছে যদি ব্যাকগ্রাউন্ড গ্রীন এই ধরনের কোন ভিডিও না থাকে

তাহলে এই লিঙ্ক থেকে একটি ভিডিও ডাউনলোড করে শিখে নিতে পারেন।

প্রথমে Camtasia Video Editor  সফটওয়্যারটি ওপেন করুন। তারপর গ্রীন স্ক্রীন যেকোনো একটি ভিডিও Import করুন।

তারপর মিডিয়া থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ভিডিও টি টাইমলাইন এ নিয়ে আসুন।

Camtasia Video Editor  সফটওয়্যারটি বামপাশে অনেক গুলু অপশন আছে তার মধ্যে Vistual Effect নামে একটি অপশন আছে ওখেনে চলে যান।

তারপর Remove A Color নামে একটি Effect দেখতে পাবেন effect টি ড্রাগ অ্যান্ড ড্রপ করে গ্রীন স্ক্রীন ভিডিওটির উপর ছেড়ে দিন। তারপর ডানপাশে একটি প্রিসেট দেখতে পারবেন।

প্রিসেট থেকে Color এ গিয়ে Color Selection Tools টি দিয়ে গ্রীন স্ক্রীন ভিডিও উপর কালার সিলেক্ট করুন। দেখবেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনার মনের মত

ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিন।

আর নিচের -

সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নিন কিভাবে ভিডিও  ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়।

ধন্যবাদ সবাইকে ভাল থাকুন সুস্থ থাকুন এই কমনা করি।

খোঁদা-হাফেজ

Level 0

আমি ফাহিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটু বিস্তারিত লিখলে সবাই খুব ভাল ধারণা পেত । ধন্যবাদ ।

প্রিয় ফাহিম মাহমুদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।