আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।আর আপনাদের দোয়াতে আমিও অনেক ভাল আছি।আজকে আমি যে টিউটোরিয়াল টি দিচ্ছি তা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে।টুক টাক ভিডিও এডিটীং না জানলে কি আর হয়?? শর্ট ফিল্ম,স্লাইডশো,টিউটোরিয়াল,ইত্যাদি করতে ভিডিও এডিটিং প্রয়োজন।আপনার এডিটিং লেভেল দেখেও অনেক ভিউয়ার্স আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে।
যারা টিউটোরিয়াল তৈরি করেন,তাদের ভিডিও আকর্ষনীয় করে এডিট করতে চাইলে আমার এই ভিডিও টি দেখতে পারেন।আমি দেখিয়েছি কিভাবে একটি একটি টিউটোরিয়াল ভিডিও ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করবেন।এডিটিং তো আর টিউন লিখে শেখানো যাবে না তাই ভিডিও আকারে দিলাম। কারো প্রয়োজন হলে দেখতে পারেন।ভিডিও টি কেমন লাগলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।আপনাদের মূল্যবান মতামত অণুপ্রেরনা যোগায় আমাদের।আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন।
আমার এই টিউন টি তে কোন ভুল হলে এডমিন মহোদয় টিউমেন্ট করে জানাবেন,আমি টিউন টি সঠিক করে দিবো,কোথায় ভুল হলো সেটা যদি বলেন তাহলে পরবর্তীতে এই ভুল আর হবে না।আর যদি না ধরিয়ে দেন ভুলটা,তাহোলে ভুল শুধ্রাতে পারবোনা।ধন্যবাদ সবাইকে।
আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আকাশ খান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।