ভিডিও এডেটিং শিখি [পর্ব-১৩] :: ডাউনলোড করেনিন sony Vegas pro 14 একদম ফ্রিতে।

ভিডিও এডেটিং শিখি

আসসালামু আলায়কুম অরাহমাহতুল্লাহি অবারাকাতুহু।

আশা রাখি সবাই অনেক ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তাই আজকে আরেকঅটি নতুন টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটি চেইন টিউনের ১৩ তম পর্ব আশা রাখছি গত ১২ পর্ব হতে আপনাদের একটু কিছু হলেও শিখাতে পেরেছি এই ক্ষুদ্র জ্ঞানে যতদূর সম্ভব আশা করি ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিয়ে শুধরে নেবার সুযুগ করে দেবেন।

আজকের এই টিউনে ভিডিও এডেটিং এর যে দিকটি নিয়ে আলোচনা করা হবে  না ঠিক তা নয় অনেক দিন পুর্বে Vegas pto 11 সবার শেয়ার করেছিলাম কিন্ত সেখানে কিছু ভাই এর ফাইল একজ্যাক্ট করা নিয়ে সমস্যায় পরেছিলেন, তাই আজকে ভেগাস প্র এর নতুন সংস্করণ ১৪ নিয়ে হাজির হলা।

তাই নতুন সংস্করণ ব্যবহার করতে বা যাদের আগের ভার্শন যে কোন সমস্যায় ব্যবহার করতে পারেননি তারা এই ভার্শন নিয়ে নিতে পারেন এটি ফুল ভার্শন।
অন্তর্ভুক্ত করা হয়েছে।

Sony Vegas Pro 14 এর জন্য আপনার pc হতে হবেঃ

PC configuration নূন্যতম

  • windows
  • ৬৪ বিট
  • Procesor 2.9GHz
  • Hard Disk 500MB
  • RAM 2GB

এখানে ক্লিক করে ডাউনলোড করেনিন।

এবং কিভাবে ফুল করে ফ্রি ব্যবহার করবেন এই ভিডিও টিউন দেখতে পারেন।

তো আজকের টিউন আপনাদের কেমন লাগলো?। আর আজকের টিউটোরিয়ালে কোন বিষয় না বুজলে কিংবা কিছু জানার থাকলে ভিডিওতে টিউমেন্ট করতে পারেন

অথবা আ ফেসবুকে টিউমেন্ট করে জানাতে পারেন।
ফেসবুক : Abdul Momin

আমাদের ইউটিউব চ্যানেল: tutohut

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Level New

আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস