প্রিয় বন্ধুরা আশা রাখছি ভালোই আছেন।
কিছুদিন হচ্ছে ভিডিও এডেটিং নিয়ে টিউন করে যাচ্ছি জানিনা কতটুকু কি বুঝাতে পারছি কিনা তবু আশা রাখছি আমার সাধ্যের মধ্যেই চেষ্টা করে যাচ্ছি যেন সবাই কিছুটা হলেও বুঝতে সক্ষম হতে পারেন।
এবং আশা রাখছি টিউমেন্ট করে জানাতে ভুলবেন না টিউন কেমন হচ্ছে এবং ভুল বা ত্রুটি গুলি ধরিয়ে দিয়ে শুধরে নেবার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও টিউনে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে কিভাবে আপনার ভিডিও কে কালার কারেকশন করে আরো দৃষ্টিনন্দন করে তুলবেন এবং কিভাবে ব্লাক বার দিবেন খুব সহজে সহজে ঠিক যেন হলিউড মুভি স্টাইলে।
তাহলে চলুন শিখে নেওয়া যাজ বেশি দেরি না করে এবং ভিডিও টি দেখার পূর্বে নিচের লেখা গুলি পড়ে নিতে পাড়েন।
1. Sony vegas pro 11, 12,13,14 এর মধ্য একটি ভার্শন হলেই শিখতে পাড়বেন।
যদি উপরুক্ত Software টি আপনার কাছে না থেকে থাকে তবে নিচে আমার পূর্বের করা টিউন থেকে লিঙ্ক সংগ্রহ করে নামিয়ে নিতে পারেন, অথবা sony Vegas এর অফিসিয়াল সাইট হতে ডাউনলোন করার অনুরোধ জানাচ্ছি।
এবং সর্বশেষে আমাকে ফেসবুকে পেতে এবং নতুন নতুন ভিডিও এডেটিং সহ নানান গুরুত্বপুন্য টিউন পেতে আমার সাথে থাকুন।
আমাকে ফেসবুক এ পেতেঃ Abdul Momin
আমাদের ইউটিউব চ্যানেলঃ tutohut
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।
ধন্যবাদ। ভাই সফটওয়্যার টার ডাউনলোড লিংক টা দরকার।