নিজেই করুন 300-700 MB DVDrip….!!!


অনেক সময় দেখা যায় যে একটি ডিভিডিতে হাই কোয়ালিটির একটি মুভি থাকার কারনে আমরা মুভিটি আমাদের পিসি তে সংরক্ষন করতে পারি না। কারন 4.7 GB যায়গা একটি মুভির জন্য একটু বেশীই হয়ে যায়। (এক DVDতে ৪-৫ টি মুভি থাকলে তা 4.7 GB তে সংরক্ষন করতে গায়ে বাধে না!) সেই তুলনায় DVDrip একটি ভাল অপশন। আমরা জানি DVDrip এ ছবির পুরো কোয়ালিটিই প্রায় অক্ষুন্ন থাকে এবং জায়গাও লাগে অনেক কম যা আমরা সহজেই আমাদের পিসির কালেকশনে রাখতে পারি। তো চলুন দেখি কিভাবে আমরা একটি DVDর DVDrip বানাতে পারি।

প্রয়োজনীয় হার্ডওয়্যারঃ

১. ডিভিডি রম
২. ১০ জিবি ফ্রী স্পেস
৩. একটি দ্রুত গতির কম্পিউটার
দ্রুত গতির পিসি লাগবে তার কারন এটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার।

প্রয়োজনীয় সফটওয়্যারঃ

1. click this link
2. click this link

মূল প্রোসেসঃ

প্রথম ধাপঃ
আমরা প্রথম সফটওয়্যারটি ব্যাবহার করব পুরো DVDকে একটি সিঙ্গেল .VOB এ পরিনত করতে। যদি আমরা একটি DVDর ফাইল স্ট্রাকচার দেখি তাহলে দেখব সেখানে একাধিক .VOB এক্সটেনশনের ফাইল আছে। তাই এই সফটওয়্যারটি দিয়ে এনকোডিং এর জন্য একটি বড় .VOB ফাইল তৈরী করব।
প্রথম সফটওয়্যারটি চালু করি।
প্রধান উইন্ডোতে হতে মুড IFO তে পরিবর্তন করি।

এখন আশা করছি যে DVD টি rip করব তা আপনার ডিভিডি রমে আছে। তাহলে তা উপরের ছবির মত হবে।
দ্বিতীয় ধাপঃ (advanced)
এবার tools>settings থেকে screenshot এর মত সব কিছু পরিবর্তন করুন।




এটা DVD থেকে ডাটা আপনার HDD তে কপি করবে এবং এতে মোটামুটি ১৫ মিনিট সময় লাগবে।
এরপর ২য় সফটওয়্যারটি চালু করুন। এটির ইন্টারফেস হবে নিচের ছবির মত।

এটা DVD থেকে ডাটা আপনার HDD তে কপি করবে এবং এতে মোটামুটি ১৫ মিনিট সময় লাগবে।
৩য় ধাপঃ
এরপর ২য় সফটওয়্যারটি চালু করুন। এটির ইন্টারফেস হবে নিচের ছবির মত।
এবার input file এ আপনার হার্ডডিস্কে কপি হওয়া ফাইলের লোকেশন দেখিয়ে দিন। এরপর সাইজ সিলেক্ট করুন।

এবার Advance Settings সিলেক্ট করুন এবং Xvid কোডেক, রেসুলেশন Auto width এবং Output Audio Type VBR MP3 128kbps সিলেক্ট করুন।


এইবার মেইন উইন্ডো থেকে add job এ ক্লিক করুন। এরপর start ক্লিক করুন। তারপর বাকী কাজ সফটওয়্যার করবে।
আর এই কাজটি করতে অনেক সময় লাগবে (প্রায় ৩-৪ ঘন্টা!!!!)। তাই ধৈর্য ধারন করুন। ভাল হয় যদি রাতে start করে ঘুম দেন।। 🙂 🙂
ভাল থাকবেন সবাই।।

Level 0

আমি chayon001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো হয়েছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    ওহ হো, এটা তো আপনার প্রথম টিউন। স্বাগতম টেকটিউনে টিউনার হিসেবে। আপনার যাত্রা সুন্দর সাবলিল হোক। 😉

    Level 0

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।

ভাইজান কষ্ট করে Ziddu তে আপলোড করার দরকার ছিল কি। এখান থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। ২য় টা http://www.free-codecs.com/download_soft.php?d=5966&s=103
আমার দৃষ্টিতে Ziddu হলো পৃথিবীর সব থেকে ফালতু জিনিস। আর বাকি সব থিক আছে। আপনাকে অভিনন্দন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।।

চমৎকার আইডীয়া, আপনার ১ম টিউন দারুন হয়েছে।

    Level 0

    থ্যাঙ্ক ইয়ু!

প্রথম টিউনই অসাধারন হয়েছে।
প্রিয়তে……………..

    Level 0

    প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ।

মুভি ডিভিডি কিভাবে তৈরী করাতে হয় এবং কি কি সফটওয্যার লাগে তা জানা থাকলে কেউ এ নিয়ে বিস্তারিত টিউন করলে ভাল হয়। যেমন আমরা দেখি যে একটা ডিভিডিতে ৬ বা ৮ টা মুভি থাকে বা ৯৯-১০০ টা গান থাকে তা কিভাবে করা হয় তা করো জান থাকলে দয়া করে এটি নিয়ে বিস্তারিত টিউন করলে ভাল হয়। আর একটি জিজ্ঞাসা সাবার কাছে আমার কাছে দুইটা সিডি আছে যাতে একই ভিডিওটে দুইটি অডিও গান বাছে অর্থাৎ রিমটের R/L চাপলে একবার হিন্দি গান বাছে আবার একই সুইচ চাপলে বাংলা গান বাজে এটি কিভাবে সম্ভব কারারো জানা থাকলে জানাবেন।

    যদি লিনাক্স ইউজার হন তবে খুব সহজেই ManDVD দিয়ে ভিডিও ডিভিডি বানাতে পারবেন।

    Level 0

    আপাতত সাহায্য করতে পারছি না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 0

    DVD Styler (Windows/Linux) , Devede(Linux), 2ManDVD(Linux), DVDFIlck(Windows) এগুলো দিয়ে DVD বানাতে পারবেন। এগুলো দিয়ে ISO বানিয়ে পরে সেই ইমেজ কোনো burning software দিয়ে বার্ন করে নিবেন।

    Level 0

    একটা ডিভিডিতে ৬-৮ টি মুভি কিংবা ৮০-১০০ টি গান রাখতে পারেন। তবে এক্ষেত্রে কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আমার পরামর্শ হলো একটি ডিভিডিতে (৪.৭ জিবি) সর্বোচ্চ ৪ টি (Duration ভেদে কমবেশি হতে পারে) আর ৮.৫জিবি (ডাবল লেয়ার) ৬ টি মুভি।

ধন্যবাদ ভালো লেগেছে।প্রিয়তে নিলাম

আপনার প্রথম টিউন অনেক সুন্দর হইছে,
সামনেও ভাল ভাল টিউন আশা করছি।
ধন্যবাদ টিউনের জন্য আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ আপনার প্রথম টিউনই অসাধারন হয়েছে।

ভাই অডিও তে একটু সমস্যা আছে কারন আমরা অনেকেই srs (surround sound system) মুভি দেখতে পছন্দ করি যা সাধারণত 5.1 speaker এ চলে। আমার 5.1 speaker

আপনি অডিও ক্ষেত্রে 128 kbps উল্লেখ করেছেন। 128kbps সাধারণত 2 speaker এর bitrate. আমার দরকার 5.1 sound ভাই এটার কোন সমাধান দিতে পারবেন
আবারো ধন্যবাদ টিউনের জন্য আপনার জন্য শুভ কামনা রইল

    Level 0

    কমেন্টের জন্য ধন্যবাদ। আপনি যদি চান 5.1 রাখতে, সেক্ষেত্রে output audio type এ original সিলেক্ট করুন। তাহলে আপনার DVD তে যে sound encrypt করা আছে তাই থাকবে। সাধারনত DVD তে অডিও টাইপ .ac3 ফরম্যাটে থাকে।

Level 0

ধন্নবাদ ভাই ,
আপনার এই সফটওয়্যার টা খুবই কাজের । ভাই এটা ত সুধু DVD থেকে করা জায় । আমার কাছে যদি HDD তে কপি করা কন ফাইল থাকে অতা কি করা যাবে ? আর যদি না করা যায় তাহলে কি অন্ন কোন সফটওয়্যার আছে যেটা দারা আমি HDD থেকে DVDrip করতে পারব ?

    Level 0

    এটা কখনও ট্রাই করি নাই যে ভাই। ভার্চুয়াল ড্রাইভ বানিয়ে তাতে কপি করে চেষ্টা করে দেখতে পারেন।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 0

    আপনার পিসিতে যদি vob ফরমেটের কোনো ফাইল থাকে, তাহলে সেটাকে কোনো ভিডিও কনভার্টার দিয়ে সহজেই করা যায়।
    করার সময় লক্ষ্য রাখবেন, ভিডিও ও অডিও কোডেকগুলো avi (xvid/Divx), H264(AVC), ac3(5:1 surround sound) নয়তো mp3/aac (192 kbps) এরকম হয়। এক্ষেত্রে format factory কিংবা Handbrake(এটা কিন্তু একই সাথে ডিভিডি রিপার+ভিডিও কনভার্টার)

স্বাগতম টিউনিং জগতে।
অনেক ভাল একটা টিউটোরিয়াল।
কিন্তু আমার পিসিতে দিলে ১২-১৫ ঘণ্টা লাগতে পারে 🙁 ।

    Level 0

    ধন্যবাদ আপনাকে। আশা করি একটি ভাল কম্পিউটার খুব শীঘ্রই আপনার হবে। 🙂

    Mone Hoy Celeron Series er Processor!!!

    sauful vai, AUTO GK software ta onek slow kaaj kore…..

    apni HANDBRAKE use kore dekhte paren shomoy onek kom laagbe +
    400MB er vitore 2hr er VIDEO RIP kora jay, QUALITY o khub valo thake!!!

১ম টিউন ধারুন হয়েছে। আমি আপনার কাছে একটা অ্যডভাইস চাচ্ছি। আমার ২০ থেকে৫০টি বিভিন্ন ফরমেটের মিউজিক ভিডিও আছে। আমি এগুলো ডিভিডিতে ব্যাকআপ রাখতে চাই। কিন্তু সব গুলো যদি এক ফরমেটে কনভার্ট করি তাহলে প্রিন্ট নষ্ট হয়ে যায়। আমার প্রশ্ন কিভাবে বিভিন্ন ফরমেটের ভিডিও মান অক্ষুন্ন রেখে বার্ন করবো। আশা করছি একটি সমাধান দিবেন।

    Level 0

    আপনি যেহেতু শুধুই ব্যাকআপ রাখতে চান সেহেতু যেটা যে ফরম্যাটে আছে সে ফরম্যাটে শুধু কপি করুন।
    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

প্রথম টিউনেই ভালো করেছেন। বেশ ভালো মানের টিউন। ধন্যবাদ। আশা করি টিটিতে নিয়মিত থাকবেন।

    Level 0

    অনেক ধন্যবাদ। নিয়মিত থাকার চেষ্টা করব।। 🙂

ডিভিডী রিপ করার পর ইহা নরমাল সিডিতে বার্ন করা যাবে কি।এবং নরমাল ডিভিতে দেখা যাবে কি।

    Level 0

    যাওয়ার কথা। কখন ট্রাই করি নাই। সরি।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

প্রথমে আপনাকে স্বাগতম.
বেশ ভালো মানের টিউন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ভাই আমার একটা খুব ভাল DVD cuter soft দরকার ।
যেমন আমি একটা DVD নিলাম , অইকানে প্রাই ১০০-১৫০ video গান আছে । অইকান থেকে কিসু গান cut করব।

    Level 0

    আপনি HERO use করে দেখতে পারেন। এছাড়া vlcর রেকর্ড অপশন ব্যবহার করতে পারেন। 🙂

রাশিকুল ভাই আপনি Ulead DVD MovieFactory 6.0 ব্যবহার করতে পারেন। এটি দিয়ে খুব সুন্দর ভাবে 6 টি মুভি একবারে 1টি ডিভিডি তে রাইট করা যায়।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।

prothom TUNE hisebe onek valo hoyechhe…..chaliye jan!!! dhonnobad

ভাই আপনার টিউন এর প্রশংসা করব না কারন সব ভাইরা তা আমার আগেই অনেক করেছে । আমার একটা কথাই তা হচ্ছে টিটি তে নিয়মিত চাই আপনাকে । ধন্যবাদ

আমি একটা টিভি কিনেছি 42”। এই টিভিতে USB পোর্ট আছে। আমি কোন ফিল্ম দেখতে চাইলে PENDRIVE এ কপি করে টিভির USB পোর্টে কানেক্ট করলেই ফিল্মটা টিভিতে দেখতে পাই। এখন সমস্যা একটা হচ্ছে। যেইসব ভিডিও ডাওনলোড করি তার বেশিরভাগ .MKV ফরম্যাটে যা আমার টিভি সাপোর্ট করেনা। আমি VIDEO CONVERTAR দিয়ে .MKV কে .AVI বা .MP4 ফরম্যাটে CONVERT করি, এটা আমার টিভিতে সাপোর্ট করে। কিন্তু একটা 700MB .MKV ফরম্যাটের ফাইল CONVERT হওয়ার পর ফাইলটা বড় হয়ে 3GB পর্যন্ত হয়ে যায়। যা 2GB PENDRIVE এ COPY করা যায়না। আর .MKV ফরম্যাটের ফাইলটা যদি DUEL AUDIO হয় তাহলে CONVERT করার পর আর DUEL AUDIO থাকেনা, সিঙ্গেল অডিও হয়ে যায়। শেষ পর্যন্ত ভাবলাম PENDRIVE এ আর কপি না করে সরাসরি সব ফিল্ম DVD করে ফেলবো। কিন্তু DVD করতে গিয়ে আরেক সমস্যায় পড়লাম। সরাসরি .MKV ফাইলকে DVD বানাতে পারছিনা কারণ আগে DVD ফরম্যাটে মানে (.MPEG2 ) ফরম্যাটে CONVERT করে পরে DVD করতে হবে। যেহেতু কনভার্ট করলে DUEL AUDIO টা SINGLE AUDIO হয়ে যায় তাই DVD টা SINGLE AUDIO হয়।
আমি মিডিয়াতে নতুন তাই একটু কম বুঝি। আপনি যদি আমাকে একটু বুদ্ধি দেন তাহলে অনেক কিছু শেখা যাবে। তাই আপনাকে বিরক্ত করতেছি। আশা করি মাইন্ড করবেননা। আপনার কাছে আমার কয়েকটা বিষয় জানার আছে। জানা থাকলে প্লীজ উত্তর দেবেন। [email protected]
১। এমন কোন সফটওয়্যার আছে যেটা যেকোনো ফরম্যাটের ভিডিও ফাইলকে এমনকি DUEL AUDIO ভিডিও ফাইলকেও ডিভিডি বানিয়ে দেবে ? যা ভিডিও প্লেয়ার দিয়ে টিভিতে দেখা যাবে।
২। কোন .AVI / .MP4 / .MPEG2 ভিডিও ফাইল বড় হলে কীভাবে ফাইলটা COMPRESSED করে ছোটো করবো ?
আল্লাহ হাফে্য।