অনেক সময় দেখা যায় যে একটি ডিভিডিতে হাই কোয়ালিটির একটি মুভি থাকার কারনে আমরা মুভিটি আমাদের পিসি তে সংরক্ষন করতে পারি না। কারন 4.7 GB যায়গা একটি মুভির জন্য একটু বেশীই হয়ে যায়। (এক DVDতে ৪-৫ টি মুভি থাকলে তা 4.7 GB তে সংরক্ষন করতে গায়ে বাধে না!) সেই তুলনায় DVDrip একটি ভাল অপশন। আমরা জানি DVDrip এ ছবির পুরো কোয়ালিটিই প্রায় অক্ষুন্ন থাকে এবং জায়গাও লাগে অনেক কম যা আমরা সহজেই আমাদের পিসির কালেকশনে রাখতে পারি। তো চলুন দেখি কিভাবে আমরা একটি DVDর DVDrip বানাতে পারি।
প্রয়োজনীয় হার্ডওয়্যারঃ
১. ডিভিডি রম
২. ১০ জিবি ফ্রী স্পেস
৩. একটি দ্রুত গতির কম্পিউটার
দ্রুত গতির পিসি লাগবে তার কারন এটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার।
প্রয়োজনীয় সফটওয়্যারঃ
1. click this link
2. click this link
মূল প্রোসেসঃ
প্রথম ধাপঃ
আমরা প্রথম সফটওয়্যারটি ব্যাবহার করব পুরো DVDকে একটি সিঙ্গেল .VOB এ পরিনত করতে। যদি আমরা একটি DVDর ফাইল স্ট্রাকচার দেখি তাহলে দেখব সেখানে একাধিক .VOB এক্সটেনশনের ফাইল আছে। তাই এই সফটওয়্যারটি দিয়ে এনকোডিং এর জন্য একটি বড় .VOB ফাইল তৈরী করব।
প্রথম সফটওয়্যারটি চালু করি।
প্রধান উইন্ডোতে হতে মুড IFO তে পরিবর্তন করি।
এখন আশা করছি যে DVD টি rip করব তা আপনার ডিভিডি রমে আছে। তাহলে তা উপরের ছবির মত হবে।
দ্বিতীয় ধাপঃ (advanced)
এবার tools>settings থেকে screenshot এর মত সব কিছু পরিবর্তন করুন।
এটা DVD থেকে ডাটা আপনার HDD তে কপি করবে এবং এতে মোটামুটি ১৫ মিনিট সময় লাগবে।
এরপর ২য় সফটওয়্যারটি চালু করুন। এটির ইন্টারফেস হবে নিচের ছবির মত।
এটা DVD থেকে ডাটা আপনার HDD তে কপি করবে এবং এতে মোটামুটি ১৫ মিনিট সময় লাগবে।
৩য় ধাপঃ
এরপর ২য় সফটওয়্যারটি চালু করুন। এটির ইন্টারফেস হবে নিচের ছবির মত।
এবার input file এ আপনার হার্ডডিস্কে কপি হওয়া ফাইলের লোকেশন দেখিয়ে দিন। এরপর সাইজ সিলেক্ট করুন।
এবার Advance Settings সিলেক্ট করুন এবং Xvid কোডেক, রেসুলেশন Auto width এবং Output Audio Type VBR MP3 128kbps সিলেক্ট করুন।
এইবার মেইন উইন্ডো থেকে add job এ ক্লিক করুন। এরপর start ক্লিক করুন। তারপর বাকী কাজ সফটওয়্যার করবে।
আর এই কাজটি করতে অনেক সময় লাগবে (প্রায় ৩-৪ ঘন্টা!!!!)। তাই ধৈর্য ধারন করুন। ভাল হয় যদি রাতে start করে ঘুম দেন।। 🙂 🙂
ভাল থাকবেন সবাই।।
আমি chayon001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো হয়েছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।