আসসালামু আলায়কুম। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন এবং টেকটিউনস এর সাথেই প্রযুক্তির বিভিন্ন খবরা খবর
রাখছেন। এবং অনেক আগ্রহের সাথে বসে থাকেন কিছু ভালো টিউনের জন্য আমাদের টেকটিউনসে অনেক ভালো ভালো টিউনার আছেন যারা অনেক সুন্দর সুন্দর টিউন নিয়ে খুব সুন্দর করে উপস্থাপন করে থাকেন।
যাইহক কিছু দিন নিয়োমিত ভীডিও এডেটিং নিয়ে টিউন করে যাচ্ছি। এবং এই টিউন গুলো করা হচ্ছে sony vegas video editing software এর উপর আশা রাখছি আপনাদের এই অল্প বুদ্ধি সম্পন্য মাথা দিয়ে বেসিক কিছু হলেও শিখাতে পারবো যদি আপনারা একটু সময় নিয়ে আমার সাথে থাকেন ইতি মধ্যে কিছু বেসিক বেসিক কাজের উপর ভীডীও টিউন করা হয়েছে।
আপনারা যারা নতুন আমার টিউন দেখছেন তারা এখনি পূর্বের টিউন গুলো দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অথবা এখান থেকেও আমি নিচে লিংক দিয়ে রাখব। যাই হোক আজকের কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা নিয়ে কিছু লিখি। হ্যাঁ অবশ্যয় টাইম লাপ্স কি বা কি ইফেক্ট কি কাজ এর সেটা হয়ত আপনারা জানেন তবু যারা জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি।
Timelapse হচ্ছে কনো একটা যায়গার বা যে কিছুর একটা দির্ঘ ভিডিও কে খুব দ্রুত করে এর কার্জকাল বা এর আচরণ বোঝা যায় সহজেই। মনে হয় কঠিন করে বললাম। আসলে সহজে বলতে যেমন আপনি একটা রেল স্টেশনের দির্ঘ ১০ থেকে ১ ঘন্টার কিছু ভিডিও ফুটেজ কে খুব দ্রুত গতিতে দেখতে চান যে কিভাবে চলছে সব কিছু।
ঠিক এই জন্য এই টাইম লাপ্স ইফফেক্ট ব্যবহার করা হয়ে থাকে। তবু যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তবে টিউটোরিয়াল শুরুর পূর্বেই কিছু টাইম্লাপ্স অংশ দিয়ে রেখেছি দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজেই কিভাবে কোথাই কি করতে হবে বুঝিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আশা রাখছি সবার ভালো লাগবে।
আজকের ভিডিও টিউন টিউটোরিয়ালঃ
আমি ফেসবুকেঃ Abdul Momin Sibbati
সৌজন্যে:
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।