সিনেমাতে না দেখে এখন নিজের পিসিতেই ডাবল পার্ট -এর ভিডিও বানান খুব সহজে [বিস্তারিত টিউন]

—————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ———————

প্রিয় টেকটিউন ভিউয়ার্স উপরের শিরোনাম দেখেই হয়ত ভাবছেন কি করে সিনেমার মত ডাবল পার্ট-এর চরিত্রে অভিনয় করে ভিডিও বানানো যায়?

আমার আজকের টিউন-এ আমি আপনাদের দেখাব বা বুঝাতে চেস্টা করব যে, কিভাবে খুব সহজে নিজেই নিজের পিসিতে তৈরি করতে পারেন ডাবল পার্ট/রোল-এর ভিডিও।

তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ডাবল পার্ট ভিডিও তৈরি করতে আমাদের কি কি করতে হবেঃ

  • ডি এস এল আর ক্যামেরা বা হাই রেজুলেশন ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোন সংগ্রহ করতে হবে।
  • ভালো একটি জায়গা নির্বাচন করতে হবে ভিডিও রেকর্ড করার জন্য।
  • পিসিতে Wondershare Filmora নামক সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
  • পিসিতে সফটওয়্যার ইনস্টল শেষে জাস্ট ধৈর্য সহকারে রেকর্ড করা ভিডিওগুলি এডিট করতে হবে।

১/ প্রথমেই আপনারা আপনাদের স্মার্টফোন বা ডি এস এল আর ক্যামেরা নিয়ে ভালো একটি জায়গা নির্বাচন করুন (ভিডিও রেকর্ড করার জন্য)।

বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার ভিডিও করার নির্বাচিত জায়গাটি যেন অনেক আলোকিত ও খোলামেলা হয়। কেননা তাতে করে ভিডিও-এর মান অনেক ভালো হবে।

২/ তারপর আপনি আপনার হ্যান্ডসেট বা ক্যামেরা দিয়ে ৩-৪ টি আলাদা আলাদা করে ভিডিও সুট/রেকর্ড করুন আপনার ইচ্ছামত সময় নিয়ে।

৩/ তারপর আপনার যা করতে হবে তা হচ্ছে, আপনাকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নামক সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করতে হবে।

সবশেষে আপনি আপনার রেকর্ড করা ভিডিওগুলি দিয়ে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নামক সফটওয়্যারটির সাহায্যে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সিনেমার মত ডাবল পার্ট/রোল-এর ভিডিও।

ভিউয়ার্স ডাবল পার্ট/রোল-এর ভিডিও তৈরি করার সম্পুর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখাতে আমি সম্পুর্ণ বাংলা ভাষায় একটি ভিডিও ক্রিয়েট করেছি। ভিডিওটিতে আমি খুব সহজ করে আপনাদের বুঝানোর চেস্টা করেছি যে, কিভাবে আপনারা আপনাদের পিসিতে ডাবল পার্ট/রোল-এর ভিডিও তৈরি করতে পারবেন।

টেকটিউনস নীতিমালা অনুযায়ী ডাইরেক্ট কোনো ডাউনলোড লিঙ্ক দেওয়ার নিয়ম না থাকায় আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যার-টির ফুল ভার্শন ডাউনলোড লিংক দিয়েছি।আপনারা চাইলে সেখান থেকে সফটওয়্যার-টি ডাউনলোড করে নিতে পারেন।

ডাবল পার্ট/রোল-এর ভিডিও ক্রিয়েট করার ভিডিও

আমার পুর্বপ্রকাশিত টিউন দেখুন

পরিশেষে বলতে চাইঃ আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না।আমার টিউন-এ আমি যদি কোনো ভুলকথা বা ভুলবাক্য ইউজ করি সেক্ষেত্রে সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন।

আমার পরবর্তী টিউন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি - আল্লাহ্‌-হাফেজ।

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বুঝলামনা কিছুই, আপনি যে ৩টা ভিডিও এড করলেন ঐখানেতো মাত্র ১টা ছবি দেখলাম কিন্তু আপনিতো ৩টা ছবি নিয়ে কাজ করলেন.?
বাকি ছবি গুলো কিভাবে এড করবো.?
৩টা ভিডিওতে কি ৩টা ভিডিও ছিল.?
ভাই এক্টু বুঝিয়ে বলবেন,

    হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান টিউমেন্টস -এর জন্য। হুম্ম আমি ৩টা ভিডিও নিয়ে কাজ করেছি। আর আমার করা ভিডিও টিউটোরিয়াল-এ আমি তা উল্লেখ করেছি যে, প্রথমে ৩টা করেন আর ২টা চরিত্রেই অভিনয় করেন আপনি সেই ভিডিওগুলো এক করে দিবেন কিভাবে। আর আপনাদের সুবিধার জন্যই আমি গুগল ড্রাইভ-এর লিংক দিয়েছি আর টেকটিউন নীতিমালা অনুযায়ী আমি কোনো (কি) দিতে পারব না বলে ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ— আমিরুল ইসলাম

সিরিয়াল কি টা কমেন্টে লিখে দিলে খুব ভাল হয়