অ্যানড্রয়েড মোবাইল দিয়ে বন্ধু/বান্ধবীর নাচের ভিডিও তৈরি করুন

অাসসালামু অালাইকুম,

বন্ধুরা টেকটিউনসে এটা অামার চতুর্থ টিউন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা আর সুন্দর দৃষ্টিতে দেখবেন। অাজকে অামি অাপনাদের সামনে নিয়ে অাসছি ভিডিও এডিট করার অনন্য এক অ্যাপস। এর মাধ্যমে অাপনি অ্যানড্রয়েড মোবাইল দিয়ে অাপনার যেকোনো বন্ধু কিংবা বান্ধবীর দুটি ছবি দ্বারা ভিডিও তৈরি করতে পারবেন। যেখানে দেখা যাবে অাপনি এবং অাপনার বান্ধবী/বন্ধু নাচছেন। বন্ধুরা অ্যাপসটি অ্যানিমেটেড মোবি এর মতই অাপনার ছবি দ্বারা ভিডিও তৈরি করবে। অাপনাদের জন্য এই পুরো টিউটোরিয়ালটির একটি ভিডিও তৈরি করেছি। হয়তো ভাবছেন এখন অাবার ভিডিও কেন।  অাসলে ভিডিওটা দেওয়ার কারন হল প্রসেসটা এত সহজ নয়। সবকিছু ঠিকঠাক সেটিংস করতে ভিডিও না দেখলে আপনার কাছে জটিল মনে হবে।

যা যা লাগবে

১. Facejjang অ্যাপস

২. দুটি ছবি (মুখগুলো পরিস্কার)

↓↓↓অ্যাপ ডাউনলোড লিংক↓↓↓

→ আপনি সম্পূর্ন প্রসেসটা খুব সহজে বুঝতে পারবেন অামার ভিডিওটি সমপূর্ন দেখুন।

https://youtu.be/464qYwkURy8

 

★ অামার টিউন ভালো লাগলে চ্যানেলে সাবসক্রাইব করুন।

→ সবাই টেকটিউনসের সাথে থাকুন। টেকটিউনসের মতো ভালো শিক্ষামুলক ওয়েবসাইটে জয়েন করতে পেরে অামি সত্যিই গর্বিত। সবাই ভালো থাকুন আর টেকটিউনসের সাথে থাকুন। যেকোনো প্রয়োজনে অামার টিউনে টিউমেন্ট করুন, অামি চেষ্টা করব উত্তর দেওয়ার। টেকটিউনসে নতুন তাই হয়ত সবকিছু জিনিয়াসদের মতো সাজাতে পারছি না তবুও চেষ্টা করছি যথাসাদ্য। অাগামীতে অাপনাদের জন্যয অারো ভালো টিউটোরিয়াল নিয়ে অাসছি।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস