ভিডিও এডিটিং প্রফেশনাল [পর্ব-০৬] :: বেসিক ক্লাস টিউটোরিয়াল -এডোব প্রিমিয়ার প্রো-২০১৫। ক্যারিয়ার গড়ে তুলুন ভিডিও এডিটর হিসাবে(জব,বিসনেস,ফ্রিলেন্সিং)।

ভিডিও এডিটিং প্রফেশনাল

আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন?

অনেক রিসপন্স পেয়ে শুরু ড্রাপ্ট ক্লাস দিয়েই শুরু করলাম।সবাই সফল হতে পারবেনা না বা টিউটোরিয়াল অনুযায়ী কাজ করবে না। তারপরেও লিখে যাই  ভাবি একজন উপকৃত হলেই আমি সার্থক ! প্রাইভেট ক্লাস নেয়ার সময় রেকর্ড করা,ভুল ত্রুটি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা পর পর অনেক গুলা ড্রাপ্ট ক্লাস টিউটোরিয়াল দিবো,তারপর ধারাবাহিক শুরু থেকে গভীর পর্যন্ত টিউটোরিয়াল প্রভাইড করব,যা কিনা এখন মেকিং এর পথে। আশা করি সাথে থাকবেন।

আজ দেখবো কিভাবে বাংলাই লেখালেখি সমস্যা ও সমাধান। সাথে অনেক টিপস।

অনেকে বলেন ভাইয়া,বাংলাই লিখতে পারি না,ফন্টে ঝামেলা ইত্যাদি।আমরা এখানে অভ্র ব্যবহার করে সেসব সমাধান করবো। চলুন দেখা যাক।

বেসিক লেভেলের প্রথম ক্লাস পর্ব ০৩

https://www.youtube.com/watch?v=IEdIjA2uXfY

বিশেষ টিম ফেসবুকে

আর যে কোন প্রব্লেম ফেস বা মতামতের জন্য টিউমেন্ট এ জানাবেন।

এডোব কোম্পানি হ্যাকিং এর আওতাই আমার চ্যানেলের বিরুদ্ধে মামলা করে ও ভিডিও টি ডিলেট করে দেয়! তাই অনেক দেরিতে আবার শুরু করলাম। টিটির খুব ফ্যান আমি। তাই টিটির মাধ্যমে আগ্রহী শিক্ষাথীদের এডোব প্রিমিয়ার প্রো-২০১৫ বাংলা টিউটোরিয়াল প্রভাইড করতে চাই।এমন প্ল্যাটফর্মের জন্য টিটিকে অসংখ্য ধন্যবাদ।

 ফেসবুকে। 

Level 0

আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।