ভিডিও এডিটিং প্রফেশনাল - এডোব প্রিমিয়ার প্রো-২০১৫।ক্যারিয়ার গড়ে তুলুন ভিডিও এডিটর হিসাবে(জব,বিসনেস,ফ্রিলেন্সিং)। (বেসিক ক্লাস টিউটোরিয়াল) পর্ব ০১
আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন?
অনেক রিসপন্স পেয়ে শুরু ড্রাপ্ট ক্লাস দিয়েই শুরু করলাম।
কথা না বড়িয়ে কাজ শুরু করি। সবাই সফল হতে পারবেনা না বা টিউটোরিয়াল অনুযায়ী কাজ করবে না। তারপরেও লিখে যাই ভাবি একজন উপকৃত হলেই আমি সার্থক !
প্রাইভেট ক্লাস নেয়ার সময় রেকর্ড করা,ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা পর পর অনেক গুলা ড্রাপ্ট ক্লাস টিউটোরিয়াল দিবো,তারপর ধারাবাহিক শুরু থেকে গভীর পর্যন্ত টিউটোরিয়াল প্রভাইড করব,যা কিনা এখন মেকিং এর পথে।
আশা করি সাথে থাকবেন।
বেসিক লেভেলের প্রথম ক্লাস পর্ব ০১
https://www.youtube.com/watch?v=8sj0vHUX7YU
আর যে কোন প্রব্লেম ফেস বা মতামতের জন্য টিউমেন্ট এ জানাবেন।
টিউনটি ইংলিশে দেখতে চাইলে অথবা আরো প্রব্লেম সল্ভ,লাইফ স্টাইল,হেলথ,ইঞ্জিনিয়ারিং স্টাডি টিউন পড়তে চাইলে। কে এফ প্ল্যানেটের অফিসিয়াল সাইট।
এডোব কোম্পানি হ্যাকিং এর আওতাই আমার চ্যানেলের বিরুদ্ধে মামলা করে ও ভিডিও টি ডিলেট করে দেয়! তাই অনেক দেরিতে আবার শুরু করলাম।
টিটির খুব ফ্যান আমি। তাই টিটির মাধ্যমে আগ্রহী শিক্ষাথীদের এডোব প্রিমিয়ার প্রো-২০১৫ বাংলা টিউটোরিয়াল প্রভাইড করতে চাই। টিটিকে ধন্যবাদ।
আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।
best