আসসালামু আলাইকুম,
বন্ধুরা আজ দেখাবে কিভাবে একটি ভিডিও কনভার্ট করে ইউটিউবে আপলোড করবেন। এই কাজের জন্য আমরা Aiseesoft Total Video Converter টি ব্যবহার করব। এই সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে এই লিংক থেকে সফট্ওয়ারটা ডাউনলোড করে পিসিতে ইনস্টল করেন। তার পর add অপশনে ক্লিক করে যে ভিডিওগুলো কনভার্ট করবেন সেগুলো সিলেক্ট করুন। নিচের দিকে profile/setting এ ক্লিক করবেন তার পর যে মেনু আসবে সেখান থেকে ভিডিও রেজুলেশন পরিবর্তন করে দিবেন। সব থেকে ভাল হয় ৩৫২*২৮৮ সিলেক্ট করা। আপনার নেট স্পিডের ওপর নির্ভর করবে কেমন রেজুলেশন দিবেন। বেশি সিলেক্ট করলে রেজুলেশন বেশি হবে। তখন ভিডিও আপলোড করলে বাফারিং হতে পারে। তার পর আর কোন পরিবর্তন করার দরকার নাই। destination থেকে ফোল্ডার সিলেক্ট করুন কোথায় ভিডিও কনভার্ট আউটপুট ফাইল জমা হবে। তার পর apply all এবং সর্বশেষখ Convert a ক্লিক করবেন।
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম,
বন্ধুরা আজ দেখাবে কিভাবে একটি ভিডিও কনভার্ট করে ইউটিউবে আপলোড করবেন। এই কাজের জন্য আমরা Aiseesoft Total Video Converter টি ব্যবহার করব। এই সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে এই লিংক থেকে সফট্ওয়ারটা ডাউনলোড করে পিসিতে ইনস্টল করেন। তার পর add অপশনে ক্লিক করে যে ভিডিওগুলো কনভার্ট করবেন সেগুলো সিলেক্ট করুন। নিচের দিকে profile/setting এ ক্লিক করবেন তার পর যে মেনু আসবে সেখান থেকে ভিডিও রেজুলেশন পরিবর্তন করে দিবেন। সব থেকে ভাল হয় ৩৫২*২৮৮ সিলেক্ট করা। আপনার নেট স্পিডের ওপর নির্ভর করবে কেমন রেজুলেশন দিবেন। বেশি সিলেক্ট করলে রেজুলেশন বেশি হবে। তখন ভিডিও আপলোড করলে বাফারিং হতে পারে। তার পর আর কোন পরিবর্তন করার দরকার নাই। destination থেকে ফোল্ডার সিলেক্ট করুন কোথায় ভিডিও কনভার্ট আউটপুট ফাইল জমা হবে। তার পর apply all এবং সর্বশেষখ Convert a ক্লিক করবেন।
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
অনেক কাজের টিউন,ধন্যবাদ আপনাকে।