আমার আগে করা কিছু টিউনঃ
সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন।
তো আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা অনেকই টুকিটাকি ভিডিও এডিটিং করি, বিশেষ করে নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন তারা। ভিডিও তৈরি করছেন কিন্তু আপনার ভিডিও টাকে একটু ইফেক্ট যোগ করতে চাচ্ছেন, আপনার একটি ইন্ট্র যোগ করতে চাচ্ছেন। কিন্তু আপনি ভালো ভিডিও এডিটিং যানেন না।
তাহলে এখন কি করবেন? আপানর দরকার একটি ভালো মানের ভিডিও এডিটর। যেটা দিয়ে খুব সহজে আপনার এই কাজ গুলা সমাধা করতে পারবেন।
আর আমি আপ্য্নাদের কে যেই ভিডিও এডিটর এর কথা বলবো সেটা হচ্ছে HitFilm 4 Express অসাধারণ একটি ভিডিও এডিটর। এর রয়েছে বিশাল ইফেক্ট ভাণ্ডার। যা একদম ফ্রীতে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য।
এই সফটওয়্যারটি দিয়ে আপনি Professional Video Editing করতে পাড়বেন।
কীভাবে এই সফটওয়্যার দিয়ে প্রোজেক্ট তৈরি করবেন। নিচের এই ভিডিও থেকে দেখে নিতে পাড়েন।
Download Link - HitFilm 4 Express
এছাড়াও আরো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আমার খুব পছন্দনীয় সেটা হচ্ছে Wondershare Filmora এই সফটওয়্যারটি নিয়ে ইউটিউব আমার একটি ভিডিও রয়েছে যেই ভিডিও টি ৩১,০০০ হাজার বারের উপড়ে দেখা হয়ছে। কীভাবে লাইফ টাইম ফ্রীতে ব্যবহার করা যায়। নিচের ভিডিও তে দেখানো হয়ছে।
আশাকরি যারা ভিডিও এডিটিং এ যারা, নতুন তাদের অনেক কাজে দিবে।
Download Official online installer - http://filmora.wondershare.com/video-editor/
জনপ্রিয় নতুন কিছু সফটওয়্যার এর পেইড ভার্সন ফ্রীতে পেতে আমার এই Programming Art চ্যানেল টি দেখতে পারেন, ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন।
Social নেটওয়ার্ক সম্পর্কিত সকল Trick and Tips শেয়ার করা হয় আমার এই চ্যানেলে।
YouTube Channel - Trick and Tips
আবার হইতো নতুন কোন টিউন নিয়ে আপনারদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন সে কামনায়। আল্লাহ্ হাফেজ।
আমি মোঃ রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবার থেকে একটু আলাদা করে চিন্তা করতে কেন জানি ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু শিখতে। নতুন কিছু জানতে। সেই জানা শিখা থেকে কিছু অন্য কে জানাতে ভালো লাগে।
Special thanks for Wondershare Filmora.