ঈদকে সামনে রেখে আমার তৈরি একটি শর্ট ফিল্ম “সবার জন্য ঈদ” দেখার অনুরধ রইল

আসসালামু আলাইকুম,সবাই কেমন আছেন, অনেক দিন থেকেই ভাবছিলাম ঈদকে সামনে রেখে একটা সর্ট  ফিল্ম তৈরি করব। এতদিন অনেক গল্পই মাথায় আসছিল কিন্তু মনেরমত তা হচ্ছিল না শেষ পর্যন্ত একটি গল্প মাথায় তৈরি করলাম এবং  আজ পুরোপুরি সম্পূর্ণ করে ফেললাম। আমি বরাবর ই  মুভির প্রতি ছোটবেলা থেকেই পাগল, আর সেখান থেকেই মুভি তৈরি র প্রতি আগ্রহ।এর আগেও দুটি শর্ট ফিল্ম তৈরি করেছিলাম তবে সেগুলো সামাজিক কোন গল্প নিয়ে নয়।আর আমি সবসময় ই সবাইকে বলি সর্ট ফিল্ম এর জন্য সামাজিক গল্প নির্বাচন করতে, তো কিছুদিন আগে এই ফিল্ম টির গল্প মাথায় এসে গেলো ভাবলাম কাজ শুরু করে দেই।

এবারো DSLR ছারাই তৈরি করলাম এই মুভিটিও। আমি একটা কথা সবসময় ই বিশ্বাস করি সেটি হল শর্ট ফিল্ম এর জন্য গল্প ই প্রধান, আমি এর আগেও TT তে এই বিষয়ে টিউন করেছিলাম এখানে দেখুন।  তো যা হক অনেক বাধা বিপত্তির পর কাজটা শেষ করলাম আমার এই ৩ মিনিট ৩১ সেকেন্ড এর  মুভি টা দেখার জন্য আপনাদের কাছে  অনুরধ রইল আর হ্যাঁ ভাল লাগলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরনাই আগামীতে ভাল কিছু তৈরি করার সাহস জোগাবে

সবার জন্য ঈদ    https://www.facebook.com/believecreativearts/videos/951121538320048/

অথবা এখানে ক্লিক করুন HERE

কেমন লাগলো জানাতে ভুলবেন না।

আর আমাদের Film & Shortfilm Lover BD (HERE) গ্রুপ এ যোগ দিতে ভুলবেন না যারা মুভি ভালবাসেন

আল্লাহ্‌ হাফী্য।

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস