ভিডিও Watermark করুন আপনার Android ফোনের মাধ্যমে সহজে

আপনারা হয়তো অনেকের Android ফোন ব্যবহার করেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Android ফোনের মাধ্যমে একটি সহজ সফটওয়্যার ব্যবহার করে ভিডিও Watermark করা যায়।

ভিডিও Watermark কি?

ভিডিও Watermark হচ্ছে ভিডিওর মধ্যে নিজের লোগো, ওয়েবসাইট ঠিকানা,টেক্সট অথবা  নিজের ব্রান্ড নেম ইনপুট করা। অনেকটা বিজ্ঞাপনের মতই। যারা এসইও এক্সপার্ট তারা জানেন যে ভিডিও Watermark এর গুরুত্ব কতখানি। Watermark এর মাধ্যমে নিজের ব্রান্ড পাবলিসিতির পাশাপাশি  ইনকাম করাও সম্ভব।

আপনার Watermark করা ভিডিও টি আপনি ভিবিন্ন ভিডিও শেয়ারিং সাইট যেমন  Youtube, Dailymotion এ আপলোড করে প্রসূর ভিজিটর আনতে পারেন। এই পদ্দতি ব্যবহার করে আপনার সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন প্রোডাক্ট প্রচারনা করতে পারেন।

আমরা সাধারণত ভিডিও Watermark করার জন্য কম্পিউটার এর সাহায্য নিই। এক্ষেত্রে টুকটাক ভিডিও এডিটিং দক্ষতাও থাকতে হয়। তবে এই ভিডিও তে আপনাদের দেখাবো কিভাবে কোন ভিডিও এডিটিং নলেজ ছাড়াই কিভাবে সহজে কম সময়ে আপনার Android ফোনটি ব্যবহার করে ভিডিও Watermark করবেন জামেলা ছাড়াই।

এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে গুগল প্লে Store থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আপনার ফোনটি রুট না থাকলেও চলবে। এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনারা টেক্সট Watermark ও লোগো Watermark দুটোই করতে পারবেন। ফন্ট কালার, ফন্ট সাইজ ও ফন্ট ডিজাইন ও পরিবর্তন করতে পারবেন। তুলনামূলক ভাবে সময় কম লাগে।

ভিডিও তে আমি বিস্তারিত আলোচনা করেছি।

 

টিউটোরিয়াল এর বিস্তারিত দেখুন এখান থেকে

 

 

 

 

 

Level 0

আমি সমর কিশোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০০৯ সালে প্রথম ইন্টারনেট জগতে পদার্পন। অতপর অনেক কিছু জেনেছি,অনেক কিছু শিখেছি ।যা জেনেছি, যা শিখেছি তা প্রকাশ করার উদ্দেশ্য টেকটিউনস্ এ পদার্পন। আশা করি আরও অনেক কিছু শিখতে পারবো এবং শিখাতে পারবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার। Screen Recoder টি কি দেওয়া যাবে???