ভিডিও এডিটিং এক প্রকার নেশা এবং একাধারে এটি বর্তমানে অন্যতম একটি পেশাতে পরিণত হয়েছে। ব্যাপক কোন রখম কোর্স ছাড়াই মোটামুটি ভাবে এডিটিং সম্পর্কিত টিউটোরিয়াল গুলি নিয়মিত Follow করলেই এই ক্ষেত্রে স্বভাবতই এবং খুব সহজেই উন্নতি সহ Skill Develop করা সম্ভব।
সত্যিকার অর্থে বলতে গেলে এডিটিং একটি মজার কাজ। কিন্তু অনেকেই ভাবেন এটি বেশ কঠিন কিছু।
এই Corel VideoStudio Pro X8.5 নতুন Version টিতে আছে.
এই সব অনবদ্য Feature এর সাথে মন মাতিয়ে করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত এডিটিং টি। Patch ফাইলটি সামনেই Upload করা হবে। ততদিনে মজা উপভোগ করতেই থাকুন 😎
যাইহোক আজকে আর বেশি কথা না বলেই সরাসরি আমার অন্যতম দেখা ভিডিও এডিটিং জগতের অন্যতম এই Corel VideoStudio Pro X8.5 নামের সর্বাধুনিক(Up-to-Date) সফটওয়্যারটির ডাউনলোড Link নিচে দিয়ে দিলাম।
এর আগের Version টি হল.
1. VideoStudio Ultimate X8.5
The ultimate in video-editing software.
ধন্যবাদ - 😆
প্রয়োজনে আমাকে পাবেনঃ ফেসবুক, গুগল প্লাস, ব্লগ (Amit's Blog) এবং টুইটার
টিউন বিভাগঃ এডুটিউনস
আমি অমিত সরকার অলক। Officer (HR & Admin), CGICL, AGI, Motijheel, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Executive Officer, Human Resource & Administration at Financial Division, Anwar Group of Industries. Intern (Former), Group HR at Anwar Group of Industries. Pursued PGDHRM at Bangladesh Institute of Management. Studied MBA in HRM & BBA in Management from BSMRSTU. Previous Degrees obtained from the different educational institutes of Bangladesh. Published...