আসুন ভিডিও এডিটিং শিখি পর্ব ২

আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবা্ই ভাল আছেন। আবার ও আপনাদের জন্য ভিডিও ইডিটিং এর  দ্বিতীয়  পর্ব নিয়ে হাজির হলাম।

যারা প্রখম পর্ব দেখেন নায় তারা দেখে নিন part 1:https://www.techtunes.io/video-editing/tune-id/411606। তাহলে বুঝতে সুবিধা হবে।

আমি মনে করি ভিডিও টিউটিয়াল সবচেয়ে ভা্ল মাধ্যম কোন কিছু শেখার জন্য। সরাসরি দেখে সবচেয়ে ভার শেখা যায়। তাই অাপনাদের জন্য এই ভিডিও টিউটিয়াল নিয়ে হাজির হলাম।আমি আগে কখনো ও ভিডিও টিউটিয়াল বা কোন লেখা লেখি করি নাই।তাই লেখাতে বা ভিডিও টিউটিয়াল কোন ভুল হলে ক্ষমা করবেন।

এই ভিডিও টিউটিয়ালে যা থাকছ:

এই ভিডিও টিউটিয়ালে দেখানো হয়েছে কিভাবে ভিডিও থেকে Audio আলাদা করা যায়। মূলত আমাদের বাড়ি গ্রামে তাই ইন্টা্রনেট স্পিড তেমন না্য়। তাই ভিডিও টিউটিয়াল বড় করতে চায়লে ও আপলোড এর কথা ভেবে বড় করতে পারছি না এর জন্য আমি আগে থেকে ই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনাদের সারা  পেলে বড় করতে চেষ্টা করব। আর কোন সমাস্যা হলে অবশ্যই জানাবেন। এখানে অনেক বড় ভাইয়েরা আছেন। তাই কোন ভুল হলে সুদরিয়ে দিবেন।

এই ভিডিও এর টাইম ৭ মিনিট।

আর আমি এখানে লিখতে পারায় Techtunes কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই Techtunes আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই আমি Techtunes এর কাছে চির কতৃজ্ঞ।

আর ভড় ভাইয়েরা বল বেন কিভাবে ইউটিউব ভিযিও এখানে শো করাব। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না।

Video Tutorial

আগামি পর্বে আমন্তন জানিয়ে এখানেই শেয় করছি। কোন সমাস্যা হরে Comment এ জানাবেন। সবাই পড়ার জন্য ধন্যবাদ।

Level 1

আমি আজিজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস