ভিডিও এডিটিং ভাইদের জন্য আজকে একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম

আসসালামু অলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন আর টেকটিউন এর সাথেই আছেন। ভাল থাকুন এই প্রত্যাশা  করে আমি আমার আজকের টিউন শুরু করছি আমার ১ম টিউন। আজ আমি যে সফটওয়্যারটি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই সফটওয়্যারে অনেক সুন্দর সুন্দর  ইফেক্ট প্রয়োগ করে আপনি আপনার ভিডিওটি কে অনেক সৌন্দর্যপূর্ন করে তুলবেই। এমনকি এই সফটওয়্যারে আপনি চাইলে প্লাগিন ব্যবহার করে বাড়তি FX পাবেন।যা থেকেও অনেক  সৌন্দর্যপূর্ন ইফেক্ট প্রয়োগ করতে পারবেন।তবে  প্রথমেই বলে রাখি আমার এই সফটওয়্যারটি একদম নতুন যারা ভিডিও এডিটিং শিখতে আগ্রহী তাদের ১০০% দিয়ে বলব এই সফটওয়্যারটি তাদের প্রয়োজন হবেই।আমি নিজেও এই সফটওয়্যারটি ইউস করি।এই সফটওয়্যারটি তে আপনি যে সুবিধা পাবেন।সফটওয়্যারটির নাম হচ্ছে  Ulead Video Studio Plus-11 plus  আশা করি সফটওয়্যার টি ভিডিও এডিটিং এ আপনাদের কাজে লাগবে। এটি আপনি ফ্রী ডাউনলোড করতে পারবেন

 

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিংক ক্লিক করুন

ডাউনলোড শেষে অন্যান্য সফটওয়্যারের মতই সেটাপ দেন। তারপর আপনি একটু চেষ্টা করলেই কাজ পারবেন।

আপনাদের উৎসাহ পেলে আগামীতে আরো টিউন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

কোন সমস্যা হলে আমাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।আর যাদের tt তে রেজিঃ নাই তারা আমার Facebook fan পেজে comment করে জানাবেন।

ফেসবুক লিংক Rjnayem Islam

আগে যদি কেয় এ বিষয়ে  টিউন করে থাকে তা হলে আমি দুঃখিত!

আমার প্রথম টিউন ভুল হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

Level 0

আমি আরজে নাঈম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .