শখের বসে ভিডিও এডিটিং শিখি (পর্ব-০২)

নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমি ও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালই আছি।

শখের বসে ভিডিও এডিটিং শিখি এর প্রথম পর্বের পর আজ ২য় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দুদিন পর টিউন করতে বসলাম। পূজার ব্যাস্ততার জন্য গতকাল টিউন করা হয়ে ওঠেনি। নাহলে এই টিউনটি কালকেই প্রকাশ করতাম। থাক, অনেক বলে ফেললাম মনে হয়।

আজ এ পর্বে দেখাবো কিভাবে Edius 6 install & fix করতে হয়। আর এর Project Setting নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অনেকেই হয়ত জানেন তবুও টিউন করলাম, কারন যারা জানেন তাদের তো জানাই আছে কিন্তু যারা জানেন না তাদের জন্য টিউটোরিয়াল দুইটি দিলাম।

ভিডিও এডিটিং এর বিস্তারিত আলোচনা বা টিউটোরিয়াল লিখে বা screenshot দিয়ে বুঝানো সম্ভব নয় তা আপনারা বুঝতেই পারছেন। তাই ভিডিও টিউটোরিয়াল করলাম। জীবনের প্রথম ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। জানিনা কেমন হয়েছে। কোন ভুল থাকলে ক্ষমা করবেন আর টিউমেন্টে জানাবেন। নিচে ভিডিও র লিঙ্ক দিলাম। আশা করি ভিডিও দুটি দেখবেন।

Edius 6 install & fix:

Edius 6 install & fix

 

Edius 6 Project Setting:

Edius 6 Project Setting

 

আজ এ পর্যন্তই। আগামী পর্বে Edius 6 এর বিভিন্ন Tools ও Window পরিচিতি নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দিবো। সেই পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে বিদায় নিচ্ছি।

ধন্যবাদ সবাইকে।

আর হ্যা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। টিউন কেমন হল তাও জানাবেন। আপনাদের আরও মতামত পেলে অবশ্যই টিউটোরিয়াল চালিয়ে যাবো।

Level 0

আমি Tarango ray। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Graphics & Web designer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক টা কোথায় পাওয়া যাবে?

try korbo

downlaod korlam but extract korte password chay………… ki korbo bro.

http://prntscr.com/92nl3w

Level New

downlaod korlam but extract korte password chay………… ki korbo bro.
downlaod korlam but extract korte password chay………… ki korbo bro.
downlaod korlam but extract korte password chay………… ki korbo bro.

Level New

মোবাইলের এত ডাটা খরচ করে ডাউনলোড করলাম, এখন তো Extract করতে পারছিনা। Password চায়, Password টা দেন প্লিজ।