কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, ভাল থকেন সব সময় এই দোয়া করি !
আজ আমি আপনাদের দেখাবো ইডিয়াস প্রো ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করবেন..
ফ্রিল্যান্সিং থেকে শুরু করে পেশাদার ও অপেশাদার কম্পিউটিংয়ে পারদর্শী তরুণ প্রজন্মের মধ্যে মাল্টিমিডিয়ার প্রতি আগ্রহ বরাবরই বেশি। বর্তমানে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে নতুন মাত্রা যোগ হয়েছে। পাশাপাশি চাহিদাও বেড়েছে। যার কারণে এ কাজের প্রতি আগ্রহ বাড়ছে দেশের তরুণ প্রজন্মের।
বর্তমানে দেশে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ৩০ এবং নতুন অনুমোদন পেয়েছে আরো ১১টি। এর সঙ্গে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোয় রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজ। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে অ্যানিমেশন ও ভিডিও এডিটিং জানা প্রচুর দক্ষ জনবলের। পেশাদারী ভিডিও এডিটিং জানা লোকের চাহিদা ব্যাপক। ভালো এডিটরের প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান বিশেষ জরুরি। এই প্রযুক্তি জ্ঞানের মূল জায়গাটিই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারকেন্দ্রিক। কম্পিউটারকেন্দ্রিক মোটামুটি ধারণার সঙ্গে যদি সফটওয়্যার পরিচালনার দক্ষতাকে যুক্ত করা যায় তাহলে ভিডিও এডিটিং ক্ষেত্রে ভালো করা সম্ভব।
উইন্ডোজ বা ম্যাক উভয় ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই রয়েছে উন্নতমানের এডিটিং সফটওয়্যার। ম্যাক সিস্টেমের জন্য বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে ফাইনাল কাট প্রো, আর উইন্ডোজ সিস্টেমের জন্য বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে এডোপ প্রিমিয়ার প্রো এবং ইডিয়াস।
এডিটিংয়ের মূল ধাপ বলতে যা বোঝায় তা হচ্ছে_একটি প্রজেক্ট তৈরি করা।
টাইম লাইনে ক্লিপস সংযুক্ত করা। ক্লিপ উইনডো এবং টাইম লাইনে ক্লিপসগুলো সম্পাদনা করা। ট্রানজিশন সৃষ্টি করা।তৈরি হয়ে গেল প্রডাকশন। এখন এ ফাইল চেক করা যেতে পারে। তারপর এ প্রডাকশন উপযুক্ত ফরম্যাটে এক্সপোর্ট করলেই হয়ে গেল।
এটি বাংলা ইডিয়াস প্রো ভিডিও বেসিক টিউটোরিয়াল।এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইডিয়াস প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং করা যায়।
এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি!কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ। Subscribe করতে..
এই লিংকে যাবেন.. (Bangla Tutorial ইউটিউব চ্যানেল)
এখন দেখুন ডানপাশে হেডারের নিচে লাল ব্যাকগ্রাউন্ডে Subscribe অপশন দেখতে পাবেন..
টিকদিয়ে Subscribe করতে পারবেন.. Subscribe করলে পরবর্তি টিউটোরিয়াল গুলি আপনার গুগুল একাউন্টে পৌছে যাবে। তবে Subscribe করতে হলে অবশ্যই আপনার গুগুল একাউন্টে লগইন করতে হবে।
আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks