ধাপে ধাপে শিখুন ভিডিও এডিটিং (আজকে দ্বিতীয় পর্ব) সেরা ভিডিও ইডিটিং সফটওয়্যার গুলা নিয়ে আজকের পর্ব সাজানো! মিস করবেন কি?

সবাই কেমন  আছেন? আশা করি ভাল আছেন 😀 ভাল থকেন সব সময় এই দোয়া করি !  প্রায়  1 সপ্তাহ 3 দিন আগে অর্থাৎ  September, 2015 তে ভিডিও এডিটিং নিয়ে প্রথম পর্ব প্রকাশ করি! এবং প্রথম পর্ব লিখার পর আপনাদের অনেক সাপুরট পাই যা আমাকে দ্বিতীয় পর্ব লিখতে উস্যাহিত করেছে। মজার কথা হল এই লিখার সব চেয়ে অনুপ্রেনা হচ্ছে অভিষেক হাজরা  ভাইয়ের একটা টিউন? কিভাবে?

আজকে অনার একটা টিউন পড়তেছিলাম, তো হটাত ইচ্ছা হল আমি একটা টিউন লিখি, তাই কি বোর্ড নিয়ে বসে পড়লাম। জানি না আপনাদের কেমন লাগবে। চলে যাচ্ছি মুল টিউনে। 

প্রথমে দুখ প্রকাশ করতেছি দেরি করে দ্বিতীয় পর্ব প্রকাশ করার জন্য  , কারন আমার পরিক্ষা চলতাছে তাই নিয়মিত লিখতে পারবো না! অপেক্ষা করতে হবে। প্রথম পর্বে ভিডিও ইডিটিং নিয়ে অনেক কথা বলেছি এবং অনেক প্রশ্নের উত্তর ও দিয়েছে যা নতুন দের অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। যার প্রথম পর্ব পড়েন নি পড়ে আসুন এখান থেক।

ধাপে ধাপে শিখুন ভিডিও এডিটিং (আজকে প্রথম পর্ব) ভিডিও এডিটর হতে কে আর আপনায় আটকায়?

আজকের পর্বে কি কি থকাছে?

আজকের পর্বে থাকতাছে সেরা ভিডিও ইডটিং সফটওায়ার এবং এদের কাজ কি, এই সব সফটও্যার কোন কোন পিসিতে চলবে সহ আরো নানা রকমের তথ্য আর হ্যা সাথে রয়েছে ডাউনলোড লিংক

বিদ্রঃ- প্রফেশনাল ভিডিও এডিটং করতে হলে অবশ্যোই আপনাকে প্রো ভিডিও ইডটির গুলা ইউজ করতে হবে, কারন মাগনা তো আর ভাল জিনিষ পাবেন না? তবে হ্যা সব প্রফেশনাল ভিডিও ইডটিং সফটওয়্যার এর মালিকরা তাদের সফটও্যার টা ১ মাস এর জন্য ফ্রী করে দেন। সো এক মাস ইউজ করতে পারেন, তারপর না হয় ক্রা - ক এর চিন্তা করবেন। এটা নিয়ে আবাদত ভাব্বেন না!

(সব সফটওয়্যার এর ক্রা   ক নিয়ে একটা টিউন করবো, ইনশাআল্লাহ্‌)

০১।  Corel VideoStudio

VideoStudio

ভিডিও এডিটিং এর জন্য অসাধারন এক সফটওয়্যার। (নতুন এবং প্রফেশনাল সবাই এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন) এবং আমি এটা নিয়ে বেশি টিউন করবো। এটার ইডিট অপশন অনেক সহজ তাই যে কেও এটা ব্যবহার করতে পারবে। তবে এটা পেইড নট এ ফ্রী 😀 এটা ১ মাস এর জন্য ফ্রী দেয় এটার দাম   $79.99 যা বাংলার প্রায় ৬৬৮৩ টাকা।

corel সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোড করতে ভিসিট করুন কোরেল এর অফিশিয়াল ওয়েবসাইটে 

corel নিয়ে ভিডিও টিউরেটিয়াল দেখতে এখানে  ক্লিক করুন। 

২। CyberLink PowerDirector

PowerDirector-a14

ভিডিও এডিটিং এর আরো এক জনপ্রিয়  CyberLink PowerDirector এটা ও তুলনামূলক সহজ, অনেক এর কাছে এটা corel এর চেয়ে ও ভাল লাগে। এটা ও ফ্রী নয় (তবে আমাদের তো ক্রা    ক আছে :D) এটার দাম ও প্রায় বাংলার ৬ হাজার + টাকা।

cyberlink সম্পর্কে আরো জানতে এবং ডাউনোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট 

cyberlink  নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখতে ক্লিক করুন   এখানে । 

০৩। Adobe Premier Pro

Adobe_Premiere_Pro_CS6

এটা বিশ্ববিখ্যাত adobe inc এর একটা সফটওয়ার! adobe হচ্ছে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন কোম্পানি! তাই  Adobe Premier Pro নিঃ সন্দেহে বলা যায়  অসধারন এক ভিডিও এডিটর সফটওয়্যার! তবে এটার ও সেইম কেইস পেইড!

 Adobe Premier Pro সম্পর্কে আরো জানতে এবং ডাউনোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট 

Adobe Premier Pro   নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখতে ক্লিক করুন   এখানে । 

৪।  Pinnacle Studio

Pinnacle Studio

অসাধারন ইফেক্সটে ভর্তি  Pinnacle Studio, এটা দিয়ে অনাহাসে তৈরি করতে পারেন আপনার কাংকিত ভিডিও! Pinnacle Studio এর আমাদের বাংলাদেশে থেমন প্রচলিত নয়। এইটার দাম একটু কম মানে ৫ হাজার + 😀

 Pinnacle Studio সম্পর্কে আরো জানতে এবং ডাউনোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট 

 Pinnacle Studio   নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখতে ক্লিক করুন   এখানে । 

০৫। AVS Video Editor

AVS Video Editor

সাইজ কিন্তু অল্প, আবার কাজ অনেক কথায় আছে না, ছোট মরিচের জ্বাল একটু বেশি তার প্রমান। এবি  এস নিয়ে আমাদের  Video Editing Help Line - বাংলাদেশ গ্রুপে একটা নোট লিখেছি দেখতে পারেন এখানে ক্লিক করে।

AVS Video Editor সম্পর্কে আরো জানতে এবং ডাউনোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট 

AVS Video Editor   নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখতে এখানে ক্লিক করুন। 

০৬।  Sony Vegas Movie Studio

Sony Vegas Movie Studio

যারা যারা শর্ট ফিল্ম বা মুভি তৈরি করতে চান তাদের জন্য ধারুন সফটওয়্যার! এটার কাস্টমাইজ গুলা সবাইকে মুগ্ধ করবে। এটার দাম ৫ হাজার+

 Sony Vegas Movie Studio সম্পর্কে আরো জানতে এবং ডাউনোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট 

 Sony Vegas Movie Studio  নিয়ে ভিডিও টিউটেরিয়াল দেখতে এখানে ক্লিক করুন। 

ফ্রী লাইফটাইম ভিডিও ইডটিং সফটওয়্যারঃ

" ফ্রী সফটওয়ার এর মধ্যে অনেক সফটওয়্যার পাওয়া যায় খুব ভাল মানের, তার মধ্যে এখন কিছু শেয়ার করবো আপনাদের মাঝে"

Wondershare Video Editor Software

নতুন যারা ভিডিও এডটিং শিখতে চান তাদের সবাইকে আমি এটা সাজেস্ট করবো ! এটার সব অপশন এত সহজ যা নতুন যে কেও একটা পরিপূর্ণ ভিডিও তৈরি করতে পারবে। তবে এটা ও ফ্রী নয়, এটা যদি পেইড না করেন তাইলে যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও সেইভ করার সময় ওদের এড থাকবে ! সো এটা পেইড করে ইউজ করা ব্যাটার।

কিভাবে এটা ডাউনলোড এবং ক্র্য      ক করবেন তা নিয়ে আমার নোট লিখা আছে দেখতে এখানে ক্লিক করুন।

 Kdenlive

Kdenlive video editor 2015

ফ্রি সফটওয়্যার এর মধ্যে আরেকটি সফটওয়্যার  Kdenlive।  Kdenlive সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোড করতে ভিসিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট  

 ivsEdits

ivsedits

ফ্রী সফটওয়্যার এর মধ্যে এটা ও অনেক জনপ্রিয় সফটওয়্যার দেখতে পারেন ট্রাই করে এখান থেকে।

এক কথায় ভিডিও এডিট এর জন্য অনেক সফটওায়ার রয়েছে যার কাছে যেটা প্রিয়, আমার কাছে এই গুলা সহজ এবং ভাল লেগছে বলে শেয়ার করলাম। আশা করি আপনাদের ও ভাল লাগবে।

তবে হ্যা সময়ের সল্পতা কারনে আরো অসংখ্য সফটওয়্যার এর লিস্ট দিতে পারলাম না হয়ত আরেক পর্ব করবো সফটওয়্যার এর লিস্ট নিয়ে, যেমন ইফেক্সট এর জন্য সেরা সফট adobe after efects, কাট এবং জুড়া দেবার জন্য রয়েছে fine cut pro, আরো রয়েছে edius, holley efects, 3d maker etc।

যে কোন সমস্যায় পাবেন ফেসবুকে

ভিডিও ইডিট নিয়ে প্রশ্ন মতামত বা যে কোন কিছু জানতে যোগ দেন বাংলাদেশের প্রথম  Video Edting Helpline গ্রুপে 

প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিক করুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতেএখানে ক্লিককরুন

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai edius kina bortomane sera video editor software..

ভাই এমন কোনো ভিডিও এডিটর কি আছে, যার দ্বারা ভিডিও থেকে টেক্সট রিমুভ করতে পারবো?

ইডিয়াস এর কোন প্রজেক্ট অথবা বাংলায় টিউটোরিয়াল আছে আপনার কাছে । থাকলে আওয়াজ দিন ।

tnx bro .plz continue the full chin tune 🙂 tnx in advance B-|

amar kase edius valo lage na 😀 ar eta onek hard, কিন্তু যার যেটা প্রিয় 😛