ধাপে ধাপে শিখুন ভিডিও এডিটিং (আজকে প্রথম পর্ব) ভিডিও এডিটর হতে কে আর আপনায় আটকায়?

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন আর ভাল থাকবেন সেই দোয়া করি।

আজকে আমি যে বিষয় নিয়ে লিখব তা হচ্ছে ভিডিও এডিটিং! (এটার সবার অন্যতম একটা ইচ্ছা ) 

 Screenshot_11

অনেক দিন পর টেকটিউনসে লিখলামঃ-  নানান ব্যাস্তাতায় নিয়মিত আর লিখা হয় না, কিন্তু এবার থেকে হয়ত লিখব ! চলে যাই মুল টিউনে  আমার জিবনের সব চেয়ে বেশি ইচ্ছা ছিল নিজেকে একজন হ্যাকার হিসবে গড়ে তুলা কিন্তু তার পাশা পাশি আমায় সব সময় টানতো গ্রাফিক্স ডিজাইন 😛 আর যখন প্রথম পিসি কিনি তখন থেকে আরো নেশা যেগে যায় গ্রাফিক্স এর। অনেক যায়গা ঘুরেছি এই ভিডিও ইডিটিং শিখার জন্য কিন্তু কোথায় মনের  মত শিখতে পারি নি 😛 আর আরেক ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম শিখার জন্য, কিন্তু যখন বলেছিল ৩৫ হাজার টাকা ! তখন আমার  শিখার ইচ্ছা চলে গিয়েছিল সপ্নে ! নিজের সপ্নটাকে সটপ করে কাজ চালাতে থকলাম, এক সময় গুগল খুজতে লাগলাম কিন্তু গুগলে তেমন ফুল ভিডি টিউন নাই 😛 হতাশ হলাম ! কিন্তু হাল ছাড়ি নি, অতঃপর আমার এক বড় ভাই ওমর  ফারুক ভাই আমাকে কিছু সফট্যাওার দেন আর আমাকে ব্যাসিক গুলা দেখিয়ে দেন ! কিন্তু আমি  কতটা সফল ভিডিও এডিটিং  তা বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারবো ভিডিও এডিটিং নিয়ে আমার মনে যে তৃষ্ণা ছিল তা আজ কিছুটা হলে ও মিটিছে।

আমার মত অনেকে আছেন যারা টাকা বা বাংলা টিউনের অভাবে ভিডিও ইডিটিং শিখতে পারতাছেন না! কিন্তু মনের মধ্যে অনেক ইচ্ছা-শক্তি আছে তাদের জন্য আমার এই চেইন টিউন করার ইচ্ছা বা প্রতেস্টা।

জানি না আমি কতাট লিখতে পারবো কিন্তু এটা জানি নিজে যত টুকি শিখেছি তা উজার করে দিতে পারবো। যদি আপনারা গ্রহন করেন।আমি টেকটিউনসে অনেক দিন ধরে লিখা-লেখি করতাছি এটা আমার ৪৪ তম টিউন! কিন্তু আমি ভিডিও এডিট নিয়ে তেমন কোন টিউন লিখি নি ! আবার আমার প্রথম টিউন ভিডিও ইডিট রিলেটেড! সো আমার কত নেশা ভিডিও এডিটে।

আমি আজকের যদি এই টিউনে আপনাদের সাড়া পাই তাইলে পরবর্তী টিউন লিখতে অনুপ্রেনা পাব। আমার টিউন গুলা হবে  আমার জানার বা শিখার উপর ভিত্তি করে, এবং আমার স্টাইলে, তাই কারো কথার সাথে না ও মিলতে পারে কারন, সবার তো চিন্তা ভাবনা সমান নয়!

আমি আজকের পর্বে থেমন কিছু লিখব না, শুদু মাত্র আপনাদের ইচ্ছা-শক্তি দেখতে এই টিউন! যদি আপনাদের সড়া পাই তাহলে ইনশাআল্লাহ্‌ পরবর্তী টিউন গুলা লিখব।আর আমি টিউন গুলা ব্যাসিক টূ প্রফেশনাল আঁকারে লিখার চেস্টা করব, আই মিন প্রথম আমি ব্যাসিক গুলা দেওয়ার চেস্টা করব আর পরবর্তীতে প্রফেশনাল। আর বাঁকিটা মহান আল্লাহ্‌ তায়ালার ইচ্ছা!

এবার কিছু ভিডিও এডিট নিয়ে কমন প্রশ্নের উত্তুর দেই?

কি কি ভাবে আমরা শিখতে পারবো?

এটা আপনারদের মন্তভের উপর থাকবে, যদি আপনারা বলেন ভিডিও টিউনের মাধ্যমে তাহলে আমি চেস্টা করবো ভিডিও টিউরেটীয়াল দেবার! কিন্তু অনেকের নেটওয়ার্ক সমস্যার কারনে ইউটিউবে লং ভিডিও দেখতে পারেন না (তা আমি নিজে ও ফিল করি),

তবু ও আপনাদের মন্তভ্যের উপর ডিসাইড করবো কি ভাবে দেওয়ার।

আমরা কী শিখতে পারবো?

ভিডীও ইডিটিং থেমন কোন  আহামারি বিষয় নিয়, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপুনি অব্যাশই শিখতে পারবেন, কিন্তু আপুনি ইচ্ছা করলেন আর শিখে ফেলবেন তা ভাব্বেন না! পৃথিবীর সব কাজের সফল হবার প্রধান শর্ত হচ্ছে ১। ধৈর্য ২। নিজের উপর বিশ্বাস  এবনহ কিছি সঠিক দিক নির্দেশনা ৩। সময় এবং এই ইচ্ছা  ।

এই গুলা যদি আপুনি মেনে কাজ করেন তাহলে ইউ সাক্সেস ইন ইউর লাইফ, আরো ভিডিও ইডটিং এ আপনাকে অনেক সময় দিতে হবে (যেমন একটা ভাল ভিডিও তৈরি করতে আপনাকে এক মাস অথবা কয়েক মাস সময় দিতেব হবে (যদি ভাবেন একটা মাত্র ভিডি তে এত সময়! তাইলে এখনি টিউনটা Close করেন। আর আপনাকে আর শিখতে হবে না)

মজার বিষয় হল, ভিডি এডিট যখন করবেন তখন কখন সময় যায় টের পাবেন না (একবার করে দেখেন!

ভিডিও এডিট করতে কেমন পিসি হবার চাই?

এটা সবার একটা কমন প্রশ্ন, এবং সবার প্রশ্নের উত্তর এক, কিন্তু আমার উত্তর একটু ভিন্ন! আমি মনে করি ভিডিও এডিটর হবার প্রধান শর্ত নিজের ইচ্ছা! যদি আপনার ইচ্ছা থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ্‌ থেমন কিছুই আপনাকে আটকাতে পারবে না।

হয়তা বা আপুনি পিসির কারনে কিছুদিন পড় শিখবেন কিন্তু ইচ্ছা থাকলে মে বি শিখবেন। আর হ্যা পিসি আপনার অবশই হাই কোয়ালিটি হতে হবে (প্রফেশনাল যখন হবেন) কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপুনি যে পিসি আছে সেটা নিয়ে আরম্ভ করবেন, আস্তে আস্তে নিজে শিখেন (তখন আপনার পিসির বাজেট ও বাড়াবেন) একটা কথা আমরা বইয়ে পড়েছি “ইচ্ছা থাকিলে উপায় হয়” সো

আর হ্যা, আপনার পিসির অবস্তা কি রকম আই মিন (  প্রোপাটিজ কেমন আমায় জানাবেন আমি আপনার অবস্তা বুজে ব্যবস্ত্যা এর পরামর্শ দিব (মানে কোন সফট দিয়ে আপুনি স্টার্ট দিবেন)।

আরো কিছু মনে পড়তাছে না, যখন মনে পড়বে তখন আপডেট, আর আপনার কোন প্রশ্ন থাকলে আমায় করতে পারেন  প্রশ্ন করতে এখানে ক্লিক করুন    উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ্‌ আর আপনার মতামত জানতে থাকেন (টিউন নিয়ে সামনে যাব কি না?) ভাল থাকবেনঃ-

যে কোন সমস্যায় আমায় পাবেন ফেসবুকে

ভিডিও ইডিট নিয়ে প্রশ্ন মতামত বা যে কোন কিছু জানতে যোগ দেন বাংলাদেশের প্রথম  Video Edting Helpline গ্রুপে 

প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিক করুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতে এখানে ক্লিককরুন

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম কথা, টেকটিঊন এ অনেক বার যাবত অনেক বার অনেকে বলেছে শুরু হোল ভিডিও এডিটিং, ধাপে ধাপে শিখুন তাতে প্রছুর আগ্রহ উদ্দীপনা থাকলেও নিরাশা হওয়া লাগে, কারন কোন না কন অজ্ঞাত কারনে দুই তিনটা টিউটোরিয়াল দিয়েই তারা উধাও হয়ে গেছে, এখনও পর্যন্ত সম্পুরন বাংলায় পরিপূর্ণ রুপে ভিডিও এডিটিং টিউটোরিয়াল নেই, সেক্ষেত্রে আপনি শুরু করলে আপনার হাত ধরেই এখন অথবা পরবর্তী প্রজন্ম জারা শিখতে চাই শিখে নিতে পারবে, আমি বলব অবশ্যই ভিডিও টিউন করতে, ভিডিও এডিটিং, শিখতে ভিডিও টিউন এর কোন বিকল্প ্নেই, শুরু করুন সবাই সাথে থাকবে, কোন সফটওয়্যার ব্যবহার করবেন ?

ভালো লেগেছে, আপনি শুরু করতে পারেন, তবে আমার মনে হয় ভিডিও টিউটোরিয়াল এর চেয়ে, এইখানে টিউটরিয়াল গুলা টেক্সট আকারে দিলে ভালো হয়, বাকিটা আপনার ইচ্ছা।।

ভালো লেগেছে, আপনি শুরু করতে পারেন, 🙂

Level 0

সাথে আছি

edius ar editing chai vai..

হ্যা ভাই আমি ও আছি আপনাদের সাথে।আশা করি সব টুকু টিউন করবেন । ভাই আবার মাঝ পথে চেরে যায়েন না।

নেক্সট টিউনের অপেক্ষায় থাকলাম ।

Level 0

চালিয়ে যাবেন আশা করি .

টিউটরিয়াল গুলা টেক্সট আকারে
দিলে অনেক ভালো হয়…………….

চালিয়ে যান , অপেক্ষায় থাকলাম।

Level 2

ভিডিও টিউটোরিয়াল করলে ইউটিউবে আপলোড করে দিবেন।