Software চালিয়ে ভিডিও এডিট করতে জানলেই কেউ ভিডিও এডিটর হয় না ।। আমাদের মধ্যে একটি ভূল ধারনা আছে সেটা হলো আমরা মনে করি কোন একটি ভাল Software দিয়ে ভিডিও কেটে ছেটে একটা কিছু বানাতে পারলেই সে ভিডিও এডিটর ।
আসলে ধারনাটা সম্পূর্ন ভূল । একটা Software চালাতে পারাযায় বেশ কিছুদিন সেই Software টি নিয়ে ঘাটাঘাটি করলে । অনেকটা আয়ত্ব হয়ে যায় যেকোন Software কদিন দেখলে । কিন্তু Software দিয়ে Video Edit করলেই আমরা সবাই জানি তারা হচ্ছে Video Editor.
কিন্তু আমার কথা কেমন যেন একটু নতুন মনে হলো। হ্যাঁ নতুন মনে হওয়ারি কথা। কারন এমনটি কখনও ভাবেননি। আসুন আমরা একটু আলোচনা করি যে একজন ভিডিও এডিটরের কেমন হওয়া উচিৎ ? তার কি কি বিষয় জানা উচিৎ, কি কি বিষয় তাকে পারতে হয়।
যারা ভিডিও এডিটিং এর প্রথমিক পর্যায় তারা অনেকে শুধু Software নিয়ে বেশি চিন্তা করে থাকেন। অথচ ভিডিও এডিটিং শুধু Software এর উপর নির্ভর না।
আপনারা যারা নতুন এডিটিং শিখছেন তারা এই সকল বিষয়ে মাথায় রেখে এডিটিং শিখুন। আমি নিজেও একজন ভিডিও এডিটর তাই কিছু ব্যপার খোলামেলা শেয়ার করলাম।
কোন ব্যপারে কোন প্রশ্ন থাকলে আমাকে জানান আমার Page এর সাথে থাকুন। ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্যে
আমার ফেসবুক পেজ :- https://www.facebook.com/AminIslamFilmMaker
আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক পেজের জায়গায় ভুল করে আপনার আইডি দিয়ে দিছেন।আপনার পেজ লিংকটা দয়া করে শেয়ার করবেন।ধন্যবাদ