সহায়ক পোষ্ট
টেকটিউনে এই প্রথম ধাপে ধাপে প্রোফেশনাল ভিডিও এডিটিং ক্লাস (১)
ভিডিও এডিটিং এর জন্যে কেমন কম্পিউটার চাই ? জেনে নিন এখনি, ভিডিও এডিটিং যারা শিখছেন, এবং শিখতে চাচ্ছেন সবার জন্যে এটা গুরুত্বপর্ন।
আজ আপনাদের কাছে নিয়ে এলাম Professional Video Editing এর বাংলা ভাষায় ক্লাস।
আজ আপনাদের দেখাবো কিভাবে Adobe Premiere Pro CC তে একটি নতুন Project খোলা যায়। আপনি আমাদের ক্লাসে যোগদিতে হলে আপনাকে প্রথমেই Install করতে হয় Adobe Premiere Pro CC. আপনি এটা Install করে নিন আমার প্রথম টিউনটি পড়ুন এবং দ্বিতীয় ক্লাসে আসুন। সাথে কেমন কম্পিউটার চাই সেটাও দেখে নিন। ভিডিও টি দেখুন। এটা আমার পেজের আমার সাথে থাকুন।
https://www.facebook.com/AminIslamFilmMaker
ভিডিও টি দেখুন
আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tx