জেনেনিন ভিডিও এডিটিং এর জন্যে কেমন কম্পিউটার চাই ? এক কথায় উত্তর যদি দেই তাহলে আমার উত্তর হবে ভাল কম্পিউটার চাই।.... হা.. হা...হা তোমরা তাহলে বলবেন এই কথাই তো আমরাও জানি এটার জন্যে আবার টিউন করার কি আছে ?
হু আছে ভাল কম্পিউটার মানে ভাল Performance. আর ভাল Performance মানে কাজের জন্যে ভাল Support.
হ্যা সেই ভাল Support আমরা কিভাবে পাবো ? বিশেষ করে ভিডিও এডিটিং এর জন্যে কিরকম কম্পিাউটার হাওয়া দরকার এসো সেটা নিয়ে একটু গবেষনা করি।
তোমরা সবাই জনো ভাল কম্পিউটার মানে Heard disk , Ram, Processor সব বেশী বেশী হতে হবে।
সব তুমি বেশী বেশী দিলেই যদি ভিডিও এডিটিং এর জন্যে ভাল কম্পিউটার বানানো যায় তাহলে আর আমার Tune করার কি দরকার বলতো ? আমি লেখে দিলেই হতো সব একটু বেশী বেশী নিয়ে একটা কম্পিউটার বানালেই তুমি সেটা দিয় ভিডিও এডিটিং করতে পারবে।
আসলে কি বিষয়টা কি সহজ ? হু বিষয়টা একদিক দিয়ে সহজ হলেও আসলে একদম সহজ নয়। ঠিক আছে আমি তাহলে বলছি আসল কি কি বিষয় থাকলে একটা ভিডিও এডিটিং এর জন্যে ভাল একটা কম্পিউটার মেক করা যায়।
DVD Drive আপনার ইচ্ছে মত নিতে পারেন। এটাতে কোন সমস্যা নেই।
বাজারে ভাল DVD Drive আছে এটা আপনার ইচ্ছামত সংগ্রহ করতে পারেন।
তো আপনারা জানলেন একটা ভিডিও এডিটিং এর জন্যে কেমন কম্পিউপার প্রয়োজন। যদি আপনি Beginner হন তাহলে এত কিছুর দরকার নেই Software Run করাযায় এমন একটি কম্পিউটারে শিখতে পারেন। যতি Professional Video Editing Panel করার ইচ্ছা থাকে তাহলে এসকল জিনিস আপনাকে নিতে হবে। আমি নিজেও এইসব Panel করেছি। এবং ভিডিও এডিটিং পেশায় যুক্ত আছি। প্রথম সাধারন কম্পিউটারে শিখি তারপর Professional হয়ে Panel করি। আসলে ভাল করে Editing পেশায় যুক্ত না হওয়ার আগে Editing Panel করেটা বোকামো।
যাই হোক আপনারা কিছু জানতে পারেন এটাই আমার চাওয়া আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক। আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার পোষ্ট গুলো আমাকে জানাবেন। আমি Short Film Maker & Video Editor. কোন বিষয় না বুঝলে আমাকে অবশ্যই জানাবে।
এটা আমার পেজের সাথে থাকার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি। https://www.facebook.com/AminIslamFilmMaker
আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
emn pc kena to onk expensive, budget almost kto hte pare