তৈরি করে ফেলুন আপনার প্রতিষ্ঠানের/ব্লগ সাইটের ভিডিও Add (Corel Video Studio দিয়ে)

প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কাজ করার আগে দেখে নিন কেমন হবে আপনার ভিডিও টি

আমরা অনেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল শুরুর আগে তাদের কিছু এড দেখতে পাই, অনেকে এই এড গুলো কিভাবে দিতে হয় জানতে চেয়েছে তাই সময় করে আজকের টিউনটি তৈরি করা, আমি এখান Corel সফট টি ব্যবহার করেছি, তাহলে আসুন তৈরি করি আমাদের ভিডিও এড।

প্রথমে ‍সফট টি তারপর চালু করুন

এবার নিচের দেখানো আইকনে ক্লিক করে 5টি ভিডিও এর মধ্যে থেকে আপনার পছন্দটি সিলেক্ট করে টাহমলাইনে ছেড়ে দিন.

তাহলে দেখা যাবে এখানে ভিডিওএর সাথে ছবি মিউজিক সহ একসাথে এড হবে।
এবার আমরা তাদের ছবিটি কেটে নিজের ছবি এড করব তাই ছবিটি রিমুভ করে দিব।

এবার আপনার ছবিটি এনে ডিলেট করা স্থানে প্রতিস্থাপন করুন। আমার মত করে।

এবার ছবির মধ্যে বিভিন্ন ইফেক্ট দিতে চাইলে আমার মত কাজ করুন। আর দেখুন কেমন হয়েছে।

এবার আপনার এড এর মধ্য কোন কিছু লিখতে চাইলে লিখে দিন আমার মত করে বিভিন্ন লেখা দিন।

আরো অনেক ইফেক্ট আছে যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন আশাকরি।

তো সব কিছু ঠিক থাকলে এবার সেভ এর পালা সেভ করতে share এ ক্লিক করে আপনার কাঙ্গিত ফরম্যাট সিলেক্ট করে সেভ করে নিন আর দেখুন কেমন হয়েছে আপনার কাজটি।

আজ এই পর্যন্ত , আগামী টিউনে দেখা হবে আরেক টি মজার ভিডিও এডিটিং সফট নিয়ে। ততক্ষন পর্যন্ত অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, সফটওয়ার টার ডাউনলোড লিনক দিতে পারবেন প্লিয।

Level 0

অনেক ধন্যবাদ। ভাই Corel Video Studio এর সরাসরি ডাউনলোড লিংক দিল ভাল হয়।

কাজের, কিন্তু কদিন আগেই কষ্ট করে একটা বানিয়ে ফেলেছি। কিন্তু ভালো হয়নি!