চমৎকার ভিডিও এডিটিং সফটওয়্যার CyberLink PowerDirector 13 Ultimate ডাউনলোড করে নিন

টিউন বিভাগ ভিডিও এডিটিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম সুপ্রিয় টেকি বন্ধুরা, অনেকদিন পরে টিউন করতে বসলাম। আপনারা আল্লাহর রহমতে নিশ্চয়ই ভাল আছেন। আমি এখন আপনাদের সামনে একটি ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাই। আপনারা হয়ত এর নাম আগেও শুনে থাকবেন। এ সফটওয়্যার গোল্ড অ্যাওয়ার্ড উইনারও পেয়েছে। যাই হোক, সফটওয়্যারটির নাম CyberLink PowerDirector 13 Ultimate. আমি আপনাদের সামনে সফটওয়্যারটির কিছু সুবিধা, ডাউনলোড লিঙ্ক এবং Patch দিব ইনশা আল্লাহ। যাক, তাহলে শুরু করা যাক।


* এটি দিয়ে আপনি ছবি এবং ভিডিও উভয়ই ইমপোর্ট করতে পারবেন।



* আফটার ইফেক্টের মত এটি দিয়েও ভিডিও রিসাইজ করতে পারবেন এবং ভিডিওর সাইজ ছোট বড় করতে পারবেন, ভিডিওর উপরে বা নিচে ছবি ব্যবহার করতে পারবেন।



* টেক্সট এর জন্য কতগুলো রেডিমেট টেমপ্লেট ব্যবহার করতে পারবেন।



* ভিডিও বা ছবির মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন।



* রেডিমেট পার্টিকেল ব্যবহার করতে পারবেন।



* ভিডিওকে রিসাইজ করে 3D ডিজাইনের লুকআপ দিতে পারবেন, ভিডিওতে Reflection দিতে পারবেন, Blur, Opacity, Shadow, Border, Fades, 3D Setting ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।



* এছাড়া কতগুলো 2D এবং 3D ট্রাঞ্জিশন পাবেন।



* এছাড়া ক্যামেরা ব্যবহার করে ভিডিও ব্যবহার করতে পারবেন, অডিও রেকর্ড এবং অডিও ইফেক্ট দিতে পারবেন।


* আর সবচেয়ে মজার ব্যাপার হল, আপনি এ সফটওয়্যারের জন্য আপনি তাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যারটি ব্যবহার করে আমি মোটামুটি সন্তুষ্ট। এ সফটওয়্যার ইনষ্টল করার পরে সফটওয়্যারটি প্রথমে চলে নাই। যার কারনে আমি কম্পিউটার সেটাপ দেই এবং আল্লাহর রহমতে সফটওয়্যারটি চালাতে সক্ষম হই। আফটার ইফেক্টের সুবিধা অনেক কিন্তু আফটার ইফেক্টের Requirements যেহেতু বেশি, তাই বেশি চালাতে কম্পিটার হঠাৎ রিস্টার্ট হয়ে যায়। আমি মূলত ইউটিউব মার্কেটিঙয়ের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করি। আমি আমার চ্যানেলদ্বয় Online Islamic Video Storage এবং Free Online Video Tutorial এ নিয়মিত ভিডিও আপলোড দেয়ার চেষ্টা করি। এ সফটওয়্যারটি ব্যবহার করে ইনশা আল্লাহ আমি আরো সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক এবং Patch এর লিঙ্ক আমি নিচে দিলাম। তারপরও যদি ডাউনলোড এর সমস্যা হয়, আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশা আল্লাহ। সর্বশেষে আমার ক্ষুদ্র ওয়েবসাইট দুইটিতে ভিজিটের অনুরোধ রইল। All Nasheed Collection এবং All Software & Crack Collection

ইনস্টলের ইনস্ট্রাকশন Patch ফাইল এ দেয়া আছে। আপনারা কষ্ট করে দেখে নিয়েন এবং ইনস্টলের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখবেন। ইনস্টল শেষ হলে PowerDirector প্রয়োজনীয় আপডেট দিতে বলবে এবং আপডেট করে নিবেন। ভুলত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ।

আপনারা চাইলে আমার ফানি ভিডিওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেনঃ Kane Kane Headphone


এই সফটওয়্যারটি নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে চাই। আপনাদের সাড়া পেলে আমি টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। 


DOWNLOAD CYBERLINK POWERDIRECTOR 13 ULTIMATE FROM BELOW


DOWNLOAD PATCH FROM BELOW


Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডিটিং সফটওয়্যার টা সত্যিই লোভনীয় কিন্তু আমার পক্ষে ডাউনলোড দেয়াটা বিশাল একটা অপেক্ষা । নেট স্পিড যথেষ্ট কম, যাক পরে কোন একদিন ডাউনলোড করা যাবে যদি লিংক valid থাকে তো

সুন্দর হয়েছে।

jai bolen . . . .softwere tar interface theme ta valoi dekhte . Just like my corel

Level 0

ভায় খুব ভালো হয়েছে আপনার কাছে কি ভিডিও ব্যাকগ্রাউন্ড বদলানোর কনো softar আছে

    @sundorban: ধন্যবাদ আপনাকেও । আপনার পিসির Requirements যদি ভালো হয়, তাহলে Adobe After Effects CS6 এর Roto Brush Tool ব্যবহার করতে পারবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ।

আকর্ষণীয় পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

download korlam

Level 2

আমার কাছে power Director 9 আছে। 13তে কি কি আপডেট বেশি আছে জানতে চাই, প্লিজ জানাবেন।

ভাই এর key লাগবে

ভাই এটার Patch file এর লিঙ্ক দেয়া আছে । সেটা ডাউনলোড করে ইন্সট্রাকশন ফলো করুন । আলাদা কোন কি লাগবেনা । কোন সমস্যা হলে জানাবেন ।