বর্তমান সময়ে ভিডিও টিউটোরিয়াল অধিক জনপ্রিয় কিন্তু আপনার ভিডিও টিউটোরিয়াল যদি সুন্দর এবং বোধ্যগম্য না হই কেঊ দেখে বুঝতে পারবে না। তাহলে আপনার ভিডিও টিউটোরিয়াল বানানো অর্থহীন। তাই আপনাকে সুন্দর ও বোধ্যগম্য মানের টিউটোরিয়াল বানাতে হবে। এখন স্ক্রীন রেকডের বিভিন্ন সফটওয়্যার পাওয়া যাই। এর গুলোর মদ্যে Camtasia Studio 8 সব থেকে ভালো বলা যাই।
আজ যে টিঊন করবো সেটা হলো কি ভাবে প্রফেশনাল মানের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যাই Camtasia Studio 8 দিয়ে। এটা ১ পর্বে শেষ করা যাবে না তাই কয়েকটা পর্বে শেষ করবো।
এছাড়া আরও অনেক সফটওয়্যার আছে। আমরা Camtasia Studio 8 (Top commercial ) দিয়ে প্রফেশনাল মানের ভিডিও বানাতে চেষ্টা করবো।
আজ আর নই আজ শেষ করসি। তবে আবার বাকি পর্ব গুলো আর ভালো প্রোজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবো।
অনাকাঙ্খিত ভুল হলে মাফ করবেন।
সফটওয়্যার লিঙ্ক
http://www.4shared.com/rar/pv3azil4ba/Camtasia_Studio_FULL_812__Seri.html
আমি অনক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার অনেক কাজে লাগবে। অনেক ধন্যবাদ 🙂